-
আমিও এ যাবত যা বুঝলাম স্বল্প মেয়াদি বেবসায়িরাই এখানে ক্ষতিগ্রস্ত হই বেশি । যারা দীর্ঘ মেয়াদি বেবসা করে তারা লাভবান হয় । আর দীর্ঘ মেয়াদি বেবসা তারায় করে যারা এই বেবসা সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে । কাজেই আমি মনে করি সকল বেবসায়ি দেরকে স্বল্প রিস্ক নিয়ে দীর্ঘ মেয়াদি বেবসা শুরু করা । তাহলে সবারি ক্ষতির পরিমান কমে যাবে ।
-
ফরেক্স ব্যবসা আমি মনে করি যে একটি ছিপ নিয়ে পুকুরে মাছ ধরতে যাওয়া। কখন যে একটা মাছ উঠবে। ফরেক্স মার্কেট টাও তেমনি। আপনকে ধৈর্য ধরে মার্কেট এর সামনে বসে থাকতে হবে যে মার্কেট কখন আপনার লাভের ট্রেড বয়ে আনবে।
-
ক্রিকেট খেলার মত হল এই ফরেক্স বিজনেস কারণ ক্রিকেট খেলা যেমন আর এই ফরেক্স ব্যবসাও অনুরূপ । আমরা সব সময় এই ব্যভসা দক্ষতার সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর আপনারাও এই ব্যবসা করার আগে ডেমোতে অনুশীলন বেশী বেশী করে করেন তাহলে সফল ট্রেডার হিসেবে বিবেচিত হতে পারবেন ।
-
শুধু ধৈর্য না ভাই এর সাথে আপনাকে ভাল কোন কৌশল অ রপ্ত করতে হবে সাথে ভাল মানি ম্যানেজমেন্ট লোভ পরিত্যাগ করা ইত্যাদি বিশয়ও অনেক জরুরি তাহলেই কেবল আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন
-
আপনি অনেক সুন্দর কথা বলেছেন ফরেক্স আসলে টেষ্ট এড় মত ফরেক্স মাকেটে যাদের ধৈয্য আছে তারা ফরেক্স টিকে থাকে আর যাদের ধৈয্য নেই তারা ফরেক্স লস করে ফরেক্স কে বিদাই জানাই | আমি ফরেক্স এর পক্ষপাতি আমি মনে করি ফরেক্স থেকে আয় করতে পারব তাই আমি আমার ধৈয্য পরিক্ষা দিই ফরেক্স |
-
ধৈর্য্যর ব্যাপারটা সর্বদাই অত্যন্ত গুরুত্বপূর্ণ । কেননা আমরা নিজেদের ধৈর্য্য যত বেশি পরিমাণে ধরে রাখতে পারব তত বেশি পরিমাণে আমরা লাভবান হতে পারব । ফরেক্সে লাভবান হওয়ার জন্য ধৈর্য্য একটা মহৌষধ হিসেবে কাজ করে ।
-
ক্রিকেট আর ফরেক্সের মধ্যে অনেকটা মিল আছে ক্রিকেটে যেমন একজন খেলোয়ার সহনশীল না হলে দ্রুত উইকেটের পতন ঘটিয়ে বিদায় হতে হয় । তেমন ফরেক্সে তাড়াহুড়া করলে লসে পড়ে যেতে হতে পারে ।
-
টেস্ট ক্রিকেটে যথেষ্ট ধৈর্য্যের পরিচয় দিয়ে সফল হতে হয় তেমনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমাদের অধিক পরিমানে ধৈর্য্য লাগবে । যার যত বেশী ধৈর্য্য ও দক্ষতা রয়েছে সে তত বেশী সফলকাম হতে পেরেছে । সুতরাং আমরা সর্বদা এই ট্রেড ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর এই ব্যবসা শুরু করব তাহলেই লাভবান হতে পারব ।
-
ফরেক্স করতে হলে আগে আমাদের ধর্য্য দরকার। কারন এখানে আপনি যখন চাইবেন তখনই প্রফিট হবে না। মারকেট যেভাবে চলে সে ভাবে আমাদের চলতে হবে। মার্কেট এর অবস্থা বুঝে আমাদের ট্রেড করতে হবে। এখানে তারাহুরা করেও কিছু করা যাবে না।
-
ফরেক্স ট্রেড শেখার জন্য ধৈর্য্য না থাকলে ফরেক্স এ এসে কোনো কিছু করা সম্ভব না। ফরেক্স শিখে ট্রেড করে প্রফিট অর্জন করতে হলে প্রত্যেক ট্রেদার কে ধৈর্য্য নিয়ে ফরেক্স শেখার জন্য মনস্থির করে নিতে হবে।যারা ফরেক্স এ সফল হয়েছে তারা একদিনে হয়নি, তাদের ধৈর্যের জন্য এবং তাদের অনুশিলনের জন্য তারা সফল হতে পেরেছে।