- 
	
	
	
	
		বিনা ইনভেষ্টে ফরেক্স এ ট্রেড করা যায় না কিন্ত ফরেক্স বাংলা ফরোমে পোষ্ট করে ডলার বোনাস নিয়ে আপনি ট্রেড করতে পারবেন এ জন্য ফরেক্স বাংলা ফরোমে বোনাস ডলারের জন্য প্রচুর শ্রম দিতে হয় আর শ্রম ও সময়ের মূল্য দিয়ে ফরেক্স বাংলা বোনাস ডলার নিতে হয় তাই আমি মেনে করি প্রাথমিক অবস্থায় যারা ফরেক্স নিয়ে কাজ করবে তাদের সকলের এখানে কাজ করা উচিত । 
 
- 
	
	
	
	
		বিনা ইনভেস্ট  এ ফরেক্স  ট্রেড  করার জন্য  ইনস্টা ফরেক্স দিচ্ছে  নোডিপোজিট বোনাস,  নির্দিষ্ট  কিছু  শর্ত সাপেক্ষে । এছাড়া ফরেক্স  বাংলা ফোরাম  এর  পোস্টিং  এর  বোনাস  টাকা  দিয়ে  ইনস্টা ফরেক্স  এ ট্রেড  করে প্রফিট  উইথড্র  করা  যায় । 
 
- 
	
	
	
	
		আপনার পকেট থেকে ডিপোর্জিট না করেও আপনি ফরেক্সের রিয়াল মার্কেটে ট্রেড করে প্রপিট লাভের সুবিধা ভোগ করতে পারবেন তবে তার জন্য আপনাকে অবশ্যই অনেক বেশি ভাল ফরেক্স ট্রেডিং জ্ঞান রপ্ত করতে হবে তা হলে আপনি নিয়মিত ভাবে ফোরামে কাজ করতে পারবেন এবং এখান থেকে অর্জিত বোনাস দিয়ে রিয়াল মার্কেটে ট্রেড করতে পারবেন। 
 
- 
	
	
	
	
		আমার দেখা মতে একমাত্র ইনেষ্টা ফরেক্স ব্রোকারেই বিনা ইনভেষ্ট এ ফরেক্স করার সুবিধা রয়েছে। আপনি চাইলেই এ সুবিধা নিতে পারেন। তবে আপনি সবোচ্চ এক বার এ সুবিধা নিতে পারবেন। আপনি যে এ্যাকাউন্টে এখন পযন্ত  যে এ্যাকাউন্টে কোন প্রকার বোনাস নেননি সেই এ্যাকাউন্টে এ সুবিধা নিতে পারবেন। তবে কিছু শত প্রযোজ্য। 
 
- 
	
	
	
	
		বিনা ইনভেষ্ট ছাড়া ফরেক্স মার্কেটে কাজ যায় । সেটা হলো ফোরাম পোষ্ট করে কিছু বোনাস পেয়ে সেটা দিয়ে ফরেক্সএ ট্রেড করা ।   দিন দিন বাংলাদেশে ফরেক্স এর ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে  ।  ফরেক্সে ফোরাম হতে প্রাপ্ত লভ্যাংশ দ্বারা আমরা নিজেদেরকে সেই পথে আরো একধাপ এগিয়ে নিই । 
 
- 
	
	
	
	
		এই 20$ নো ডিপোজিট বোনাস দেওয়া হচ্ছে যারা ইন্সটা ফরেক্সে একদম নতুন ট্রেডার হিসেবে একাউন্ট খুলছে৷রিয়েল একাউন্ট খোলার পর একাউন্টটি ভেরিফাই করতে হয়৷আপনার আইডি কার্ড বা পাসপোর্টের স্ক্যান কপি এবং বিদ্যুৎ বা গ্যাস বা পানির বিলের স্ক্যান কপি দিয়ে ভেরিফাই করলেই এই বোনাস আপনার একাউন্টে পুজিঁ হিসেবে জমা হয়ে যায়৷যারা নতুন ট্রেডার এবং এখোনোও এই বোনাস সম্পর্কে জানেন না তারা এই সুযোগ কাজে লাগাতে দেরি করবেন না৷ 
 
- 
	
	
	
	
		বিনা ইনভেষ্ট ছাড়া ফরেক্স মার্কেটে কাজ করা যায় না । কারন ফরেক্স ব্যবসা মানে ইনভেষ্টমেন্ট ব্যবসা । আমি যেটুকু জানি তাতে করে বিনা ইনভেষ্ট ছাড়া ফরেক্স মার্কেটে কাজ করা মানে ডেমো ট্রেড করা । তবে বিনা ইনভেষ্ট ছাড়া ফরেক্স মার্কেটে কাজ করা যায় কিন্তু সে ভাবে কাজ করতে হলেও ফোরামে কাজ করে তাই সেই ডলার দিতে ট্রেড করতে হয় । 
 
- 
	
	
	
	
		বর্তমানে ইন্সটাফরেক্স অনেক ধরনের সুবিধা প্রদান করছে। যারা নতুন একাউন্ট খুলবে তারা ২০ ডলারে নো ডিপোজিট বোনাস কিছু শর্ত মেনে নিতে পারেন।এই ডলার দিয়ে ট্রেড করে প্রফইট ঊঠানো ও যাবে। আর আস্তে আস্তে একাউন্ট বড় হবে। 
 
- 
	
	
	
	
		আমার মনে হয় বিনা ইনভেস্ট এ আয়ের একটি সুযোগ আছে তাহলো ফোরাম পোস্টিং। যা  করে আপনি অনায়াসে ইনভেস্ট না করেও আয় করতে পারেন। ফরেক্স এ এই পদধতিত্তে আপনি একটা টকাও ইনভেস্ট ছারাই আপানি আয় করতে পারবেন। 
 
- 
	
	
	
	
		এটা আমাদের সকলের জন্য একটা ভাল সুযোগ বলতে পারেন । কারন ইন্সটা ফরেক্স বিনা ইনভেস্টে আমাদের এখানে ব্যবসা করার একটা সুযোগ দিয়েছেন, যেটা অন্য কোন ব্যবসাতে কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান কিংবা অন্য কেউ আমাদের এই সুযোগ দিবেননা । তাই মন থেকে ধন্যবাদ জানাই ইনস্টা ফরেক্সে । সুতরাং আমাদের সকলকে এর নিয়ম কানুন মেনে ও জেনে কাজ করা উচিত ।