-
আসলে প্রতিটি ব্যাবসাই মুনাফার আশায় করা হয়। ব্যাবসায় লস হবে এটা যেমন স্বাভাবিক তেমন লাভ ও স্বাভাবিক।তবে লাভ হলে খুশি তো লাগবেই লাভের আশায় এখানে আসা। তবে আমার মনে হয় একটু সচেতন ভাবে ট্রেড করলে লসের চেয়ে লাভ বেশি হবে। চাকরির পাশাপাশি বা লেখাপড়ার পাশাপাশি এটা করলে, বাড়তি একটা আয় অনেক আনন্দ দেয়। এতে লেখাপড়া ও চাকরি দুটাতেই গতি এনে দেয়।
-
লাভ করলে মনে প্রশান্তি আসে কিন্তু সবসময় লাভ করা সম্ভব হয় না অধিকাংশ সময়ই লসের সম্মুখীন হই আর এর কারন হলো ভালো করে ফরেক্স না শিখতে পারা তাই আমি চাই ভালো করে ফরেক্স শিখে এখান থেকে লাভ করতে এতে করে অনেক ভালো লাগবে ।
-
লাভ করতে পারলে মনে হয় আমি যে বিদ্যা চর্চা করছি সেটা কিছুটা হলেও সফল। তবে লাভ হলে এত বেশী উত্তেজিত হওয়ার কিছু নেই। কারণ ফরেক্স মার্কেট বলে কথা যদি উত্তেজনা বশত: এনালাইসিস ভূল করে ফেলেন তাহলে আপনার পরবর্তী ট্রেড এ লস ও হতে পারে। তাই যদি সঠিক মানের একজন ট্রেডার হতে চান আপনার ভেতরে সব সময় একটা ভয় কাজ করবে যে, আপনার যেকোন সময় লস হতে পারে এবং লসটা হবে আপনার নিজস্ব আওতার ভেতরে তাহলে আপনি লস থেকেও একটা ভাল কিছু শিখতে পারবেন।
-
আমার লাভের থেকে লস করলেই বেশি লাগে। কারণ লাভ সব সময়ই কম বেশি হয় কিন্তু যখন লস হতেই থাকে তখন মনে চায় হাতে ধরে মার্কেট টা আমার ফেবারে নিয়ে যাই। বিরক্ত লাগে মাঝে মাঝে যখন দেখি এনালাইসিস মত হবার কথা কিন্তু হয় না। এখন যেমন হচ্ছে কানাডা/ডলার পেয়ারে।
-
ভাই লস করলে সারাদিন মনটা একটু খারাপ থাকে একটু নিচ্চুপ থাকি। কিন্তু যদি ৫ ডলার লাভ হয় মনটা যে এত ভালো লাগে যেন অলিম্পিক ম্যাডেল জিতে এনেছি। অনেক ভালো লাগে তখন.
-
যদিও ভাল লাগার কথা এবং তাই আসলে উচিত। কিন্তু সব সময় তা লাগে না। কারণ আশু লসের চিন্তা সব সময়ই মাথার মধ্যে গুরপাক খেতেই থাকে। তাই আমি লাভ করতে পারলে অতটা উচ্ছসিত হই না। তবে সত্যি কথা হল পরিমিত পরিমাণ ভাল লাগা কোন দোষের কিছু নয়।
-
লাভ করতে পারলে মনে হয় আমি যে বিদ্যা চর্চা করছি সেটা কিছুটা হলেও সফল। তবে লাভ হলে এত বেশী উত্তেজিত হওয়ার কিছু নেই। কারণ ফরেক্স মার্কেট বলে কথা যদি উত্তেজনা বশত: এনালাইসিস ভূল করে ফেলেন তাহলে আপনার পরবর্তী ট্রেড এ লস ও হতে পারে। তাই যদি সঠিক মানের একজন ট্রেডার হতে চান আপনার ভেতরে সব সময় একটা ভয় কাজ করবে যে, আপনার যেকোন সময় লস হতে পারে এবং লসটা হবে আপনার নিজস্ব আওতার ভেতরে তাহলে আপনি লস থেকেও একটা ভাল কিছু শিখতে পারবেন।
-
ফরেক্স মার্কেট লাভ হলে আমার অনেক ভালো লাগে আর যখন ফরেক্স মার্কেট লস হয় তখন মনটা অনেক খারাপ থাকে আর কেনো লস হলো সেই ভুল খুজেবের করার চেষ্টা করি তাই মনে করি প্রতিটি ট্রেডার এর উচিত রিয়েল ট্রেড করার আগে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানা তারপর রিয়েল ট্রেড করা তাহলে আপনে অনেক প্রফিট করতে পারবেন আর আপনার থেকে অনেক ভালো লাগবে।
-
ফরেক্স এ লাভ করার পর স্বাভাবিক আমাদের সবারই খুবই ভাল লাগে কেননা আমরা সবাই এখানে এসেছি অর্থ উপার্জন করার জন্য তাই যখন আমাদের অর্থ উপার্জন হয় তখন আমরা এমনি এমনি খুশি হয়ে যাই এবং আমাদের সামনের দিকে আরও মনোযোগ সহকারে যেন কাজ করতে পারি সেই অনুভূতি অনুভব হয়। ফরেক্স মার্কেটে লাভ করাটা তেমন কোনো কঠিন বিষয় নয় আপনি যদি একটু ছোট ছোট লটে ট্রেডিং করেন ভালোমতো মার্কেট এনালাইসিস করে তাহলে আপনি ভালোমতো প্রফিট অর্জন করতে সক্ষম হবেন।
-
ফরেক্স ট্রেড করার প্রফিট করলে যেমনটা অনুভূতি হয় সেটা প্রকৃতপক্ষে ভাষায় প্রকাশ করার মত নয়। আমি যখন প্রথম ফরেক্সে ট্রেড করে প্রফিট করে আমার কাছে খুবই ভালো লেগেছে। কেননা প্রথম ট্রেড করে প্রফিট করা সত্যিই ভুলার মত নয়। এছাড়াও দীর্ঘ পরিশ্রমের পর নিজের পরিশ্রমের ফলাফল পাওয়াটা সত্যিই আনন্দের। তবে আমি চাই এভাবে দীর্ঘ সময় পর থেকে প্রফিট করার জন্য এর জন্য নিজের অভিজ্ঞতা অর্জনের জন্য অগ্রসর হচ্ছি।