-
সনাক্তকরণ জাতীয় ড্রাইভিং কার্ড ড্রাইভিং লাইসেন্স এই প্রক্ষেপণগুলির সাহায্যে আপনি মূল স্তরের দ্বিতীয় স্তরে দুটি ধরণের চেক সম্পূর্ণ করতে পারেন। তবে এখান থেকে আপনার যে কোনও ইভেন্টে দুটি রেকর্ড থাকতে হবে যাতে আপনি এই টুকরোগুলি দিয়ে সেগুলি পরীক্ষা করতে পারেন। একটি স্তরের জন্য একটি রেকর্ড দেওয়া যেতে পারে। প্রিন্সিপাল লেভেলের জন্য আপনি একটি আইডি কার্ড দিলে আপনি পরবর্তী স্তরের জন্য ভিসা বা ড্রাইভিং পারমিট দিতে পারেন এবং কোনও প্রসারিত চেক ছাড়াই পারেন।
-
আপনার রিয়েল একাউন্টটি 100% নিরাপত্তার প্রয়োজনে আপনার নিজের কিছু গুরুত্বূর্ণ ডকুেমেন্টস দিয়ে এখনই ভেরিফাইড করে নিন৷যেমন আপনার ব্যাংক একাউন্টের স্ট্যাটমেন্টের স্ক্যান কপি আপলোড করবেন৷এছাড়াও আপনার নামের ড্রাইভিং লাইসেন্স,বিদ্যুৎ বিল,পানির বিল,গ্যাস বিল ইত্যাদির স্ক্যান কপি দিয়েও ভেরিফাইড করে নিতে পারবেন৷
-
আমরা যেকোন ব্রোকারের ক্ষেত্রেই সাধারনত দুই লেভেলে ভেরিফাই করে থাকি। প্রথম লেভেলে আমাদেরকে ন্যাশনাল আইডি বা পাসপোর্ট দিতে হবে এবং প্রথম স্তর ভেরিফাই হবার পরেই আমাদেরকে দ্বিতীয় স্তর ভেরিফাই করতে হবে। আর দ্বিতীয় স্তরের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে ব্যাংকে স্টেটমেন্ট এর স্ক্যান কপি অথবা বিদ্যুত বিল এর স্ক্যান কপি । এতে করে খুব সহজেই আমরা আমাদের একাউন্টকে ভেরিফাই করে নিতে পারবো।
-
যে ট্রেডার যত বেশী অাগে ভেরিফাই করে নেব তার ততই ভালো এই ফরেক্স ব্যবসা করার জন্য । সুতরাং আপনারাও এই ব্যবসা করার জন্য পাসপোর্ট , ন্যাশনাল অাইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনাদের এ্যাকাউন্টটি ভেরিফাই করে নেন ।তাই প্রথম লেভেল ভেরিফাই এর জন্য,ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে,আপনি এর যে কোন একটি ব্যবহার করে সহজে একাউন্ট টা ভেরিফাই করতে পারবেন।
-
ট্রেডিং একাউন্ট ফার্স্ট লেভেল ভেরিফাইয়ের জন্য পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স এর যেকোন একটি হলেই হবে। একাউন্ট ওপেন করার পরে অবশ্যই আমাদের একাউন্ট ভেরিফাই করে নেয়া উচিত। একাউন্ট ভেরিফাই ভবিষ্যতে একাউন্ট সুরক্ষা ও প্রফিট উত্তোলন সহ জটিলতা থেকে মুক্তি দিতে পারে। ভেরিফাই ছাড়া ফরেক্স ট্রেডিং সম্ভব, তবে অবশ্যই নিজের স্বার্থে, নিজের একাউন্ট সুরক্ষার স্বার্থে একাউন্ট ভেরিফাই করে নেয়া উচিত যাতে করে ভবিষ্যতে জটিলতায় পড়তে না হয়। ফরেক্সে একাউন্ট ভেরিফাই একটা গুরুত্বর্প একটা বিষয়। আপনাকে রিয়েল ট্রেডে যাওয়ার আগে অবশ্যই একাউন্ট ভেরিফাই করে নিতে হবে। সেক্ষেত্রে দরাকার হবে আপনার এনআইডি এর স্কান কপি এবং ব্যাংক স্টেটমেন্টের স্কান কপি। আপনানার যদি এসবের কিছু না থাকে টেনশনের কিছুই নাই। আপনার অবিভাবক যেমন মা, বাবা অথবা ভাই যে কারও তথ্য হলেই চলবে। এমনকি কাছের কোন বন্ধর ডকুমেন্টসও নিতে পারেন। তবে এসব্ ক্ষেত্রে নিজেদের ফ্যামিলির কারোটা ব্যবহার করা উত্তম।
সেকেন্ড লেভেল ভেরিফাইয়ের জন্য দরকার ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল, যেমন- গ্যাস বিল, পানি বিল ও বিদ্যুৎ বিল এর যেকোনো একটি হলেই চলবে।একাউন্ট ভেরিফাইয়ের সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার এনআইডি এর ঠিকানা এবং ব্যাংক স্টেটমেন্টের সাথে যেনো হুবহু মিল থাকে। ব্যাংক থেকে স্টেটমেন্ট নিলে সাধারনত বর্তমান ঠিকানা দেয়া হয়। তাই ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে আপনার এনআইডির সাথে মিল রেখে স্থায়ী ঠিকানা দিয়ে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসতে হবে। এটার জন্য আপনার একাউন্ট ভেরিফাই করতে সহজ হবে এবং হাই ভেরিফাই হবে। তাতে করে পরে আপনাকে উইথড্র সংক্রান্ত কোন জটিলতায় পড়তে হবে না।
-
পাসপোর্ট , ন্যাশনাল আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমরা আমাদের এ্যাকাউন্ট ভেরিফাই করতে পারব।
এবং সঙ্গে আরও একটি ডকুমেন্ট দিতে হবে যদি আমরা সেগুলো সঠিকভাবে দিতে পারি তাহলে আমাদের একাউন্ট ভেরিফিকেশন করাটা খুব সহজ হয়ে যাবে। এবং আমরা প্রফিটা খুব সুন্দর ভাবে উইথড্রো দিতে পারব যদি আমাদের অ্যাকাউন্ট সুন্দরভাবে ভেরিফিকেশন করা থাকে তাহলে আর ইন্সটাফরেক্স কোন ধরনের ঝামেলা ছাড়াই আমাদের প্রফিটের অংশটি আমাদেরকে দিয়ে দিবেন।
-
আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফাই করা বাধ্যতামূলক। ট্রেডিং একাউন্ট ভেরিফাই ব্যতীত আমরা প্রফিট করে উইথড্র দিতে পারব না। এ লক্ষ্যে আমরা তিনটি ধাপে আমাদের ট্রেডিং একাউন্ট ভেরিফাই করে থাকি। তার মধ্যে প্রথম ধাপ হলো আইডি ভেরিফিকেশন বা পরিচিতি ভেরিফিকেশনের জন্য আমাদের ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স কার্ড কিংবা পাসপোর্ট কপি স্ক্যান করে জেপিজি ফরমেটে সাবমিট করতে হয়। এক্ষেত্রে ডকুমেন্টের রেজুলেশন খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি সঠিকভাবে অরিজিনাল সকল তথ্য সাবমিট করি তাহলে অবশ্যই প্রথম ধাপেই একাউন্ট ভেরিফিকেশন হবে।
-
ফরেক্স মার্কেটে আপনি যদি রিয়েল একাউন্ট এ ট্রেড করতে চান তাহলে অবশ্যই রিয়েল একাউন্ট এর দুটি লেভেল ভেরিভাই করে নিতে হবে।যে সব ব্রোকারে একটি লেভেল ভেরিভাই করলেই চলে এই সব ব্রোকারে টাকা ইনভেস্ট না করাই ভালো।আপনার প্রথম লেভেল ভেরিভাই করার জন্য ন্যাশনাল আইডি কার্ড ও ব্যাংক স্টেটমেন্ট ও দ্বিতীয় লেভেল ভেরিভাই করতে বিদ্যুত পানি বিল টেলিফোন বিল ইত্যাদি ডকুমেন্ট আপলোড করলেই চলে।
-
ইন্সটাফরেক্স সহজে একাউন্ট ভেরিফাই করতে চায় না। এই ব্রোকার এ একাউন্ট ভেরিফাই এর ঝামেলা বেশী। কিন্তু অন্যান্য ব্রোকার এ অতি সহজেই ভেরিফাই করে ফেলে। আমি হাই ভোটার আইডি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে হাই লেভেল ভেরিফাই করি। ভেরিফাই করতে হলে,ন্যাশনাল আইডি,পার্সপোট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে,এই গুলোর কোন টি আপনার না থাকলে আপনি আপনার ট্রেডিং একাউন্ট ভেরিফাই করতে পারবেন না।
-
আমরা ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই যে কোন তিনটি মধ্য দিয়ে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারি। তবে আমরা সাধারনত বাঙালিরা ভোটার আইডি কার্ড দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করার কাজ করতে পছন্দ করি। আর আমরা সবাই যতদ্রুত সম্ভব আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর কাজ সেরে ফেলব তা না হলে আমরা আমাদের প্রফেট উত্তোলন করতে সক্ষম হব না। সেজন্য আমাদের সবারই উচিত প্রথম অবস্থাতে আমরা কাজ শুরুর পরপরই আমাদের একাউন্টটি ভেরিফিকেশন করে ফেলা।