-
ফরেক্স যেহুতু মুদ্রা বাজার তাই অর্থনৈতিক সংবাদ দ্বারা এই বাজার মারাত্বকভাবে প্রভাবিত হয়। প্রতিদিন ফরেক্সের অনেক নিউজ মুদ্রানিতী, ব্যাবসায়িক খবর, চাকুরী, স্বাস্থ্যনিতী যুদ্ধ-বিগ্রহের খবর, তেলের মূল্য ইত্যাদি প্রকাশিত হয়। এগুলো মার্কেটকে প্রভাবিত করে। তাই অনেকেই এই সংবাদগুলোকে টার্গেট করে ট্রেড করে। সব নিউজের প্রভাব বা ইম্প্যাক্ট সমান নয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calendar সেকশনে পাওয়া যায়। নিউজ রিলিজ হওয়ার পূর্বেই নিউজ এর ইম্প্যাক্ট সম্পকে পূর্বাভাষ পাওয়া যায়। নিউজ আসার সাথে সাথেই মুদ্রা মানের প্রচুর উঠানামা করতে পারে। কোন দেশের অর্থনিতী ভাল করছে বা সামনে ভালো করার সম্ভবনা আছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রার মান বাড়তে থাকবে আবার কোন দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে মুদ্রার মান কমতে থাকবে। যারা স্কালপিং করেন তাদের জন্য নিউজ ট্রেডিং আশীর্বাদস্বরুপ কারণ নিউজ রিলিজ হওয়ার ৫-১০ মিনিটেই বেশ কিছু পিপস মুভ হতে পারে।
-
মেটা ৪ এ নিচে নিউজ সেকশনে নিউজ দেয়া থাকে যেগুলো পড়ে বিভিন্ন ধারনা পাওয়া যায়। ফরেক্সের নিউজের জন্য ফরেক্স ফ্যাক্টরি খুবই প্রসিদ্ধ। কারন এখানে সবচেয়ে ভাল নিউজ সবার আগে প্রকাশ করে। প্রতিটি নিউজের পাশে ৪ ধরনের চিহ্ন দিয়ে নিউজের গুরুত্ব সর্ম্পকেধারনা দিয়ে থাকে। সুতরাং, চিহ্ন দেখলেই বুঝা যায় নিউজের প্রভাব কেমন হতে পারে এবং সে অনুসারে ট্রেড এর প্ল্যান করা যেতে পারে। হাই ইম্প্যাক্ট নিউজ দ্বারা বোঝায় যে তা মার্কেটে ব্যাপক প্রভাব ফেলতে পারে। মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব তুলনামূলক কম হয়। লো ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব একেবারেই কম। সাদা চিহ্ন দিয়ে বোঝায় এই নিউজটি ইকোনমিক নিউজ নয়, যেমন- ব্যাংক হলিডে।
-
1 Attachment(s)
[ATTACH=CONFIG]4370[/ATTACH]
প্রতিটি নিউজের পাশে ৪ ধরনের চিহ্ন দিয়ে নিউজের গুরুত্ব সর্ম্পকেধারনা দিয়ে থাকে।
-
1 Attachment(s)
নিচে একটা উদাহরন দেয়া হলো যেখানে বিভিন্ন চিন্হের দিয়ে নিউজের গুরুত্ব প্রকাশ করা হচ্ছে..
[ATTACH=CONFIG]4372[/ATTACH]
-
আসলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ফরেক্স নিউজগুলো আগে বুঝতে হবে এবং সেগুলো কোথায় থেকে পাওয়া যাবে সে সম্পর্কে জানতে হবে। তবেই না আপনি বিভিন্ন কারেন্সির উপর ট্রেড করতে পারবেন। এজন্য আপনি https://www.forexfactory.com/ এই লিংকে গিয়ে নিউজগুলো দেখতে পারবেন। ফরেক্স মার্কেটে কোন সময় কোন পেয়ারে নিউজ প্রকাশিত হচ্ছে এবং তার প্রভাব কেমন হচ্ছে। যদি আপনি নিউজগুলো সঠিকভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি বিভিন্ন কারেন্সির উপর ট্রেড করে ভাল প্রফিট অর্জন করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট এ ডেইলি কিছু না কিছু নিউজ প্রকাশিত হয়। আপনি চাইলে ফরেক্স ফ্যাক্টরী থেকে নিউজ টাইম গুলো দেখে নিতে পারেন। ফরেক্স এ প্রতিটা কারনেসির ই নিউজ রিলিজ হয়। যেমনঃ nfp একটি যা usd কারেন্সিকে প্রভাবিত করে। এবং এটা প্রকাশিত হয় প্রতি মাসে প্রথম শুক্রবার।
-
ফরেক্স মার্কেটে বিভিন্ন পেয়ার আছে তবে সব পেয়ারে সব নিউজ কাজ করে না। কিন্তু বেশির ভাগ নিউজ ইউএসডি’র সাথে যেগুলো সম্পৃক্তা আছে সেগুলো মোটামুটি ফরেক্স মার্কেটে উক্ত কারেন্সিগুলোর উপর প্রভাব বিস্তার করে থাকে। তবে নিউজ এর সাইট বুঝার জন্য আপনি নিয়মিত Forexfactory তে পর্যবেক্ষণ করতে পারেন। এখানে প্রায় মোটামুটি প্রত্যেক পেয়ারের নিউজ সময় অনুযায়ী প্রকাশিত হয়। যদি আপনি উক্ত নিউজগুলো সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই কিছু না কিছু সফলতা ভোগ করতে পারবেন।
-
কোন নিউজ কোন কারেন্সিকে প্রভাবিত করে এটা খুব কমন একটি প্রশ্ন বেশিভাগ লোকজনই এই কথা বলে থাকে। আসলে কোন নিউজ কোন কারেন্সিকে প্রভাবিত করবে তা নিউজের পাশে লেখা থাকে। তাই নিউজগুলো ভালভাবে দেখতে হবে এবং দেখে সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। অনেক সময় নিউজ বিপরীত দিকে ও যায় তাই নিউস ট্রেডিং -এ অ্যানালাইসিস করতে হবে। তাহলেই নিউস ট্রেডিং করে প্রফিট করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট নিউজ বিভিন্ন দেশের ক্যারেন্সি অনুযায়ী নিউজ হয়ে থাকে আমার মতে বিশেষ করে রাতের নিউজ গুলো মার্কেট এ বেশি প্রভাবিত করে তাই রাতের বেলা ট্রেড করতে অনেক দেখে শুনে ট্রেড ওপেন করা উচিত এবং অল্প লডে ট্রেড করুন কারন সেই সময় মার্কেট অনেক বেশি মূভ করে থাকে।
-
ফরেক্স মার্কেটে যদি ভাল নিউজ আসে কোন কারেন্সিতে সেই কারেন্সির দাম বেড়ে যায় তার সাথে সম্পর্কিত সকল কারেন্সির দাম কমে যায় তাই আমাদের ভাল করে ফরেক্স মার্কেটের নিউজ এনালাইসিস করতে হবে তাই ফরেক্স মার্কেটে নিউজের সময় স্টপ লস আর টেক প্রফিট দিয়ে ট্রেডিং করতে হবে।