-
হ্যা ভাই টেকনিক্যাল এ্যানালাইসিস করার জন্য আপনাকে চার্টের মাধ্যমেই, চার্টের সব রকম প্যাটার্ন সঠিক ভাবে মিলায় নিয়ে কার্যক্রম গুলো সম্পূর্ণ করতে হবে। তাই আপনার দক্ষতা দিয়ে মার্কেটের সাইকোলোজিক্যাল বিষয়গুলোকে বের করে আনতে হবে। এরপর সাপোর্ট রিজিসটেন্স গুলোকে সঠিক ভাবে খুঁজে বের করে সঠিক পজিশনে ট্রেডগুলো ধরার চেষ্টা করতে হবে।
-
ভাই এখানে টেকনিক্যাল এ্যানালাইসিস করতে হলে আপনার মধ্যে অবশ্যই এক্সট্রা কিছু অর্ডিনারী থাকতে হবে, যেটা আপনাকে মার্কেটের ভাল মন্দ দিক সম্বন্ধে ইন্ডিকেট করবে। তাই এর জন্য আপনাকে চার্টে স্টাডি, চার্ট পর্যবেক্ষণ করতে হবে, চার্টের প্যার্টান মিলায় কাজ করতে হবে। এরপর আপনাকে এখানে মার্কেটের ট্রেন্ড ফলো করে এর মধ্যে সাপোর্ট ও রিজিসটেন্সগুলোকে প্রপারলী খুঁজে বের করে এরপর আপনি একটি ট্রেডে অংশগ্রহণ করতে পারেন, আর এভাবে এখানে টেকনিক্যাল এ্যানালাইসিস করতে হয়।
-
টেকনিক্যাল এ্যানালাইসিস করতে হলে অবশ্যই আমাদের দক্ষ হতে হবে । দক্ষ হয়ে তারপর এই টেকনক্যিাল এ্যানালাইসিস করতে হবে তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর টেকনিক্যাল এ্যানালাইসিস করেই আমরা ফরেক্স ব্যবসায় লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য টেকনিক্যাল দিকটি বেশী দেখব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
আমি মূলত এখন নিউজ দেখি না। কারন আমি নিউজ ট্রেড করি না। আর নিউজ ট্রেড হচ্ছে রিস্ক। যে কোন দিকে মার্কেট যেতে পারে। তাই এত রিস্ক নেওয়ার কোন প্রয়োজন আমি মনে করি না। আমি শুধু চার্ট দেখে সিগ্নাল তৈরি করি। সিগ্নাল পেলে ট্রেড করি আর না পেলে করি না।
-
ফরেক্স এ পরবর্তী ক্যান্ডেল কোথায় যাবে পরবর্তী সেকেন্ডে কি হবে সেটা কেউ নিশ্চিত বলতে পারেনা। সুতরাং এমন কোন ট্রেডার নেই যে এনালাইসিস করে বলতে পারবে মার্কেটের পরবর্তী ক্যান্ডেলটি কি বাই এ যাবে না সেলএ? মুলত কিছু মানুষ ধারাবাহিক প্রফিট করার জন্য এই সকল সিস্টেম মেনে চলে। কিন্তু টেকনিক্যাল এনালাইসিসকারীরা টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এনালাইসিস করে কিছুটা পূর্বাভাস পায়। সেটা হয়তো সঠিক হয় অথবা ভুল। তাই তারা অবশ্যই স্টপলস বা টেকপ্রফিট ব্যবহার করে। আর রিস্ক-রিওয়াড মেনে চলে। একজন ট্রেডার যখন ট্রেড দেয় তখন সেটাতে লাভ বা ক্ষতির ৫০-৫০% চান্স থাকে। এখন আপনাকে লাভের দিকে ৫০% থেকে বাড়াতে হবে। কেউ ৬০% সফল, কেউ ৭০% সফল যথই আপনি ৫০% এর উপরে নিজের একুরিসি তুলতে পারবেন ততই প্রফিট বাড়বে। ১০০% একুরিসি কখনো ফরেক্স এ আসেনা। আসলেও সেটা দীর্ঘসময়ের জন্য না।
-
টেকনিক্যাল এনালাইসিস খুবই জরুরি ট্রেড করার জন্য, টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করলে আপনি ট্রেডে সঠিক এন্ট্রি পয়েন্ট নিতে পারবেন।টেকনিক্যা এনালাইসিস এর জন্য জরুরি বিষয় হল চার্ট পর্যবেক্ষন করা বা বিগত মার্কেটের ক্যান্ডেলনগুলো এনালাইসিস করা, একমাত্র এই চার্টেই আপনি বিগত ট্রেন্ড গুলো খুব ভাল ভাবে বুঝতে ও এনালাইসিস করতে পারবেন।
-
সফলভাবে ট্রেডিং সম্পন্ন করার জন্য টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ।টেক িকেল এনালাইসিস করার জন্য অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে। টেকনিক্যাল এনালাইসিস তৈরি করা হয় চাট এর উপর ভিত্তি করে। মোটকথা মার্কেটের পূর্বের অবস্থা ও বর্তমান প্রাইস এর অবস্থার উপর ভিত্তি করে ভবিষ্যতের জন্য আনুমানিক যে পরিসংখ্যান করা হয় সেটাই হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস। আমরা যদি সঠিক ভাবে টেকনিকাল এনালাইসিস করতে পারি তাহলে ট্রেডিং এর ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।
-
আমরা মার্কেটের ভাবমূর্ত নাবুঝে শুনে হটাৎ করে ট্রেডে অর্ডার দেই অনেকে এমন ট্রেডার আছে এমন ট্রেকনি্ক্যাল এনালাসিস করতে মটেই আগ্রহ নয়, এরকম অনেক ট্রেডার ভেবে বসে ফরেক্স ট্রেডিং করলেউ লস আর লস কিন্তু আমরা যদি ট্রেকনিক্যাল এনালাইসিস করতে পারি মনে হয় কিছুটা হইলেও লস থেকে একটু হইলেও আমরা মানি ম্যানেজ মেন্ন্ট করতে পারি
-
আমার মতে টেকনিক্যাল অ্যানালাইসিস তৈরি হয় পুরো চার্টের উপর ভিত্তি করে।আর এটা কোন ছোট কিছু নয় এর ধারণ ক্ষমতা অনেক বেশি তাই এর থেকে সাহায্য পেতে হলে আমাদের দরকার মার্কেট পূবে কেমন ছিল এটা খেয়াল রাখা আর বর্তমান কেমন আছে এটা খেয়াল রাখা।তাহলে টেকনিক্যাল এনালাইসিস করে প্রফিট করা সম্ভব।
-
টেকনিক্যাল অ্যানালাইসিস না করে ট্রেড করা ঠিক না । টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া ট্রেড করা মানে নিজের হাতে লস করা । টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হলে অনেক ওয়েবসাইট আছে । তাই সি ওয়েবসাইট থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে ।