-
ফরেক্স এ্কটা ব্যবসা তাই এ ব্যাবসা য়ের লাভ লস থাকতে পারে তবে এই কাজ নিয় মত ভালো ভাবে করলে লাভ হওয়ার সম্ভবনা বেশি তবে ফরেক্স এর কাজ ভালো ভাবে না করলে লস হওয়ের সম্ভ বনা বেশি থাকা করণ ফরেক্স এর কাজ না করলে শুধু শুধু ইন্টানেটা ফরেক্স এ্রর পেজ এ বসে থাকলে ইন্টারনাট বিল দিথত হয় এ ক্ষত্রে অনেক খতি হয় ।
-
আপনি যদি ফরেক্স কে জুয়া ভেবে সময় ব্যয় করে থাকেন তাহলে বলব ফরেক্স আপনার জন্য নহে। আপনি অন্য পথ দেখতে পারেন। কারন ফরেক্স কখনো ভাগ্যের উপর নির্ভরশীল নয়। ফরেক্স কে বুঝতে হবে। আপনি যদি ফরেক্স বুঝতে পারেন মার্কেট এ্যানালাইসিস করে ট্রেড করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। কিন্তু যদি ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করেন তাহলে আপনি কখনোই লাভ করতে পারবেন না।
-
অব্যশোই না। ফরেক্স কোন জুয়া খেলা হতে পারে না। যদি তাই হতো তাহলে আমি ফরেক্স করতাম না। ফরেক্স অনেকে জুয়া মনে করেন। কিন্তু এটা তাদের ভুল্ক ধাওরনা। ফরেক্স কে যে জুয়া মনে করে সে কখনো ই ফরেক্স এ টিকে থাকতে পারবে না।
-
একজন ফরেক্স ট্রেডার হিসেবে এমন ধরনের মন্তব্যে খেয়াল না দেয়াই ভালো যারা এমন সব যুক্তি দেখায় যা সম্পুর্ন তর্ক ছাড়া আর কিছু না তাই এগুলো পরিহার করে চলাই ভালো।ফরেক্স সম্পর্কে ভালো ভাবে স্টাডি কএলে খুব সহজেই বোঝা যাবে এটা ফরেক্স সাধারন নিয়মের একটা ব্যাবসা।এখনে লাভ আছে লস আছে মার্কেটে কারেন্সি মুল্য ওঠা নামা আছে আর সেঈ সুযোগেই ট্রেডাররা বাই সেল করে প্রফীট করে।আর ট্রেডারের ভুলে লস হয় আবার ট্রেডারের দক্ষতার জন্য প্রফিট হয় আর সব থেকে বড় কথা এখানে মূল্ধন বিনিয়োগ করতে হয়।যা সাধ্রন সকল ব্যবসার জন্য যথেষ্ট।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিংকে অনেকে অনেকভাবে নিয়ে থাকে। কিছু কিছু ফরেক্স ট্রেডার আছে ফরেক্স মার্কেটটে ব্যবসা হিসেবে নেয় আবার কিছু কিছু ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেটকে জুয়া হিসেবে নেয়। তবে ফরেক্স মার্কেটকে যারা ব্যবসা হিসেবে নিয়েছে তারা এখানে বেশি দিন টিকে থাকে এবং ধীরে ধীরে সফল হয় আর যারা ফরেক্স মার্কেটকে জুয়া হিসেবে য়ে তারা এখানে বেশি দিন টিকে না কারন জুয়া বেশি দিন টিকে থাকে না । তাই আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেডিংকে পেশা হিসেবে নিতে চাই তারা যেন ফরেক্স ট্রেডিংকে ব্যবসা হিসেবে দেখি। ফরেক্স একটি মানসম্মত ও উন্নতমানের ব্যবসা।
-
আমি মনে করি ফরেক্স একটি ব্যবসা ফরেক্স থেকে আয় করা যায় ফরেক্স কে আমি জ়ূয়া বলতে পারি না | ফরেক্স মাকেট করি ফরেক্স থেকে আয় করার জন্য যেকন ব্যবসা করতে গেলে আপনাকে লাভ বা লস করতে হয় তেমনি ফরেক্স মাকেটে আপনি লাভ বা লস করতে পারেন |
-
ফরেক্সকে অনেকেই জুয়া মনে করেন তবে এটা মোটেই জুয়া নয় ফরেক্স হলো একটা আর্ন্তজাতিক মানের একটা ব্যবসা। এখানে টাকা বেচাকেনা হয়। এব্যবসায় লাভ লস দুটোই আছে। তবে সবাই কিন্তু লস করেনা। অনেক লোক আছে যারা প্রতি মাসে ফরেক্স দিয়ে হাজার হাজার ডলার আয় করে থাকে। তাই আপনি এটাকে জুয়া বলতে পারেন না।
-
বাংলাদেশে ফরেক্স ট্রেডিং প্রেক্ষিত সম্পর্কে আপনার মন্তব্যের সাথে আমি একমত। বর্তমানে বায়লাদেশে ফরেক্স সম্পর্কে অনেক ঘটনা চলছে।অনেকেই ফরেক্স সম্পর্কে জানতে পেরেছে এবং অনেকেই ভালোভাবে ফরেক্স করতে আগ্রহী হয়েছে।তাই ফরেক্স শিখতে অনেকেই মনযোগী।আর ফরেক্সের শিক্ষার্থী অনেক হওয়ায় বায়লাদেশে ফরেক্স প্রেক্ষিত অবশ্যই অনেক সম্ভাবনাময়।
-
ফরেক্স হল আন্তর্জাতিক ব্যবসা যা পৃথিবীর সব দেশের মুদ্রার ক্রয়-বিক্রয় হয়ে থাকে । দক্ষতার সাথে কাজ করতে পারলে অনেক টাকা আয় করা যায় । ফরেক্স ব্যবসা লাভ লস নির্ভর করে দক্ষতার উপর । অামরা অবশ্যই ফরেক্স ব্যবসা দক্ষতার উপর নির্ভর করবে । অামরা ফরেক্স ব্যবসা এ্যানালাইসিস করে তারপর করার চেষ্টা করব ।
-
ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা ৷আমি আমার প্রথম ৬ মাস সময় ব্যায় করেছিলাম শুধুমাত্র জানার জন্য যে ফরেক্স কী আসলেই বিশ্বব্যপী স্বাধীন মুদ্রা বাজার নাকি লাসভেগাসের কোনো সিক্রেট জুয়াখেলা ?সেটা আজ ভাবতে গেলে অবাক হই ও আফসোস করি যে আমরা বাঙ্গালীরা এখোনোও কত অন্ধ্বকারে কুসংস্কারে পিছিয়ে আছি৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷আমাদের বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা এমনি ভাবেই ক্রয় বিক্রয় করছে৷পারলে কোনো ব্যাংকারের সাথে আলোচনা করুন৷নেগেটিভ কোনো চিন্তাই করবেন ৷