-
প্রতিটি ট্রেডার যে যেই সিস্টেম অনুসরন করুক না কেন । আপনি গড়ে ১০ টি ট্রেডের মধ্যে ৫ টি লাভ এবং ৫টি লস করবেন এটাই স্বাভাবিক । ইন্ডিকেটর এই গড় ৫টি লাভ ট্রেড কে ৬ টি বানানোর চেষ্টা করে মাত্র আর কিছু না । আপনি যদি উদ্দেশ্যহীন ভাবেও ট্রেড করেন তাহলে ১০ টির মধ্যে গড়ে ৫টি লাভ করবেন । তাই কোনো সিস্টেম বা ইন্ডিকেটর আপনাকে শতভাগ সাফল্য দিতে পারবে না । এইটা খুব কঠিন একটা সত্য কথা । আপনি যেই সিস্টেমই অনুসরন করেন তার সাথে আপনার নিজের কিছু অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে । যা আপনার ব্যালেন্স টিকিয়ে রাখতে সাহায্য করবে ।
-
প্রতিটি ট্রেডারের উচিত প্রথম ডেমো ট্রেড করা এবং পাশাপাশি বিভিন্ন ধরনের ইন্ডিকেটর গুলো সম্পর্কে ধারণা অর্জন করা। আর বিশেষ করে লোভ এবং ধৈর্য্যকে নিয়ন্ত্রণে রেখে ফরেক্স মার্কেটে ট্রেড করা। প্রয়োজনে আপনাকে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, সাইকোলজিক্যাল বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া। যদিও একটু কঠিন বিষয়গুলোর সম্পর্কে ধারণা অর্জন করা তারপরও আপনাকে ফরেক্স মার্কেটে অধিক বেশি সময় ব্যয় করতে হবে প্রথম অবস্থায়। আর প্রতিদিন ফরেক্স মার্কেট থেকে আপনার টার্গেট থাকবে খুব অল্প পরিমাণ প্রফিট অর্জন করা যা ফরেক্স টিকে থাকতে আপনাকে অধিক বেশি সাহায্য করবে।
-
ইন্ডিকেটরকে আমি সবসময়ই সাপোর্টিং রোল মনে করি। আমি কখনোই ইন্ডিকেটর উপর সম্পুর্ন নির্ভর করে ট্রেড করার পক্ষে নই। ট্রেড করতে গেলে প্রথমে আপনাকে মার্কেটের প্রাইস একশন দেখতে হবে এবং সেই সাথে ফান্ডামেন্টালি কি কি কানেকশন থাকতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এর পরই আপনি ইন্ডিকেটরের দিকে নজর দিতে পারেন যে ইন্ডিকেটর আপনার ট্রেড পজিশনের দিকে ইন্ডিকেট করছে কিনা যদি দেখেন ঠিক আছে তখনই ট্রেড করতে পারেন।
-
যারা ইন্সটাফরেক্সে নতুন ট্রেডার তাদের জন্য অবশ্যই কিছু পরামর্শ মেনে চলতে হবে।
প্রথম এক থেকে তিন মাস ডেমো প্র্যাকটিস করতে হবে কারণ টিমের প্র্যাকটিস অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ট্র*েড করার জন্য।
দক্ষ অভিজ্ঞ লোকের সাথে ভালোভাবে পরামর্শ করে বুঝে নেওয়া।
অনলাইন সম্পর্কে ভালো জ্ঞান থাকা ও ওয়েবসাইটের সব সময় আপডেট নিউজ সম্পর্কে জানান।
ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে কাজ করে তখন সে টিকেট করবে মানি ম্যানেজমেন্ট বিশ্লেষণ করে বানালে শেষ করে তারপরে সঠিকভাবে পরিকল্পনা অনুযায়ী ট্রেড করতে হবে তবেই সে সফল ট্রেডার হতে পারবে।
-
ফরেক্স মার্কেটে যারা নতুন আসবেন তারা অবশ্যই কিছু কিছু বিষয় গুরুত্বসহকারে খেয়াল রাখবেন। যেমন:
১। প্রথমত ধৈর্য্য এবং লোভ বিহীন ট্রেডিং কৌশল পরিচালনা করার মত জ্ঞান থাকতে হবে।
২। প্রচুর পরিমাণ মার্কেটে সময় ব্যয় করতে হবে এবং পাশাপাশি নিয়মিত ডেমো ট্রেডিং দ্বারা আবদ্ধ থাকতে হবে।
৩। প্রয়োজনে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে নিয়মিত পরামর্শ গ্রহণ করতে হবে। যদি আশেপাশে দক্ষ ট্রেডার না থাকে তাহলে ফোরামে বিভিন্ন ধরনের অভিজ্ঞ ট্রেডারের পোষ্টগুলো সুন্দর ভাবে পড়ে বুঝতে হবে তারপর ট্রেডিং বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
৪। এছাড়া ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে গেলে আপনাকে অবশ্যেই টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল, টাইম ফ্রেম, ডেইলি চার্ট ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। যদি নিজে না বুঝতে পারেন তাহলে আপনি ইউটিউব এর ভিডিও এর মাধ্যমে এই মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারবেন বলে আমার বিশ্বাস। এছাড়াও আপনি নিয়মিত ডেমো ট্রেডিং এর সাথে সংযুক্ত থাকেন এবং পাশাপাশি ফোরামে নিয়মিত পোষ্ট করুন আর অন্যদের পোষ্টগুলো পড়ে বুঝার চেষ্টা করুন। তাহলে অবশ্যই আপনি ভবিষ্যতে ফরেক্স সফলভাবে ট্রেড করতে পারবেন বলে আমার বিশ্বাস।
-
আমি ফরেক্সে নতুন জয়েন্ট করছি।ফরেক্স বিষয়ে আমার ধারণা খুবই কম।নতুন বলে আমার ফরেক্সে বিষয়ে তেমন কোনো ধারণা নাই। যারা ফরেক্স বিষয়ে দক্ষ ওঅভিজ্ঞ তারা এবিষয়ে কিছু পর্রামশ দিলে উপকৃত হবোও
-
নতুনদের ফরেক্স করতে হলে কিছু কিছু জিনিশ মেনে চলতে হবে,
১।ম্যানি ম্যানেজমেন্ট অনুসরন করতে হবে।
২।ছোট ছোট লট এ ট্রেড করতে হবে।
৩।মার্কেট এর ট্রেন্ড নির্নয় করতে হবে সঠিক ভাবে।
৪।মার্কেট এর কী লেভেল গুলো বের করতে হবে।
৫।স্টপ লস ছাড়া কোন ট্রেড নেওয়া যাবেনা।
-
আমি মনে করি নতুন যারা জয়েন করে তাদের জন্য সাবধানতার সাথে কাজ করা ভাল।এতে অনেক লাভবান হওয়া সম্ভবনা থাকে।সকল দেশের কারেন্সি বিনিময় সম্পর্কে ধারনে নিয়ে কাজ করা ভাল।নতুনদের অতি লোভ না করে ধীরে ধীরে আগানো আমার মতে উপযোগী।
-
sujon30, ভাইয়া আপনি খুব ভালো একটা জিনিস বলেছেন। এটা নতুন যারা মার্কেটে আসবে তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি একজন নতুন ট্রেডার। একচুয়েলি ট্রেডার বলা ঠিক হবে না মেবি। ট্রেডারের পরিবর্তে যদি আমি শিক্ষানবিস বলি তাহলে মেবি পার্ফেক্ট হবে। যাই হোক নতুনদের জন্য এই পোষ্ট টি একটি খুব ই শিক্ষনীয় পোষ্ট । আপনাকে ধন্যবাদ
-
ধন্যবাদ ভাই। আপনার পোস্টটা নতুন ট্রেডারদের জন্য অনেক উপকারে আসবে সেই সাথে যারা ইন্ডিকেটর সম্পর্কে জানেনা তাদের ও উপকার হবে। যারা ফরেক্স নিয়ে অনেক বছর যাবত আছে তাদের উচিৎ এই রকম শিক্ষনীয় পোস্ট বেশি বেশি করা।