-
ফরেক্স মার্কেটে কোন কিছু রহস্য আমি এখনো ধরনের পারি নি । আর আপনার পোস্টের বিষয়বস্তু সম্পর্কেও আমি স্পষ্ট নয় । ফরেক্সে যদি আপনি সফল হতে চান তবে অবশ্যই আপনাকে এই মার্কেটে ট্রেডিং করে সফল হবে আপনার দক্ষতার মাধ্যমে । দক্ষতার মধ্য রয়েছে আপনার ট্রেডিং দক্ষতা এনালাইটিক্যাল দক্ষতা ও ফরেক্সে নিউজ পড়ার দক্ষতা ইত্যাদি । যা সুষ্টুভাবে কাজে লাগাতে পারলেই আপনি সফল হতে পারবেন ।
-
ফরেক্স মার্কেট পুরোটাই রহস্য যার উদঘাটন কেউ করতে পারেন নাই। তাই ফরেক্স মার্কেট এর সাথে লেগে থাকতে হবে যতটুকু জানা যাবে ততটুকুই কাজে লাগাতে হবে তাহলে আপনার কিছুটা হলেও জানা হবে। তবে যাই জানেন না কেন সেই ব্যপারগুলো ডেমোতে প্র্যাকটিস করতে হবে। আসলে ফরেক্স মার্কেট পুরোটাই টেকনিক্যাল তাই এটাতে দক্ষতা অর্জন করতে হলে আপনাকে অসংখ্যবার প্র্যাকটিস করতে হবে। এবং যা কিছু আপনার আয়ত্বে আনতে চান সেই বিষয়গুলোকে প্র্যাকটিস করতে থাকবেন আর একটু একটু করে জানতে থাকবেন দেখবেন একসময় সহজ হতে শুরু করবে।
-
মার্কেট নিয়ে চিন্ত করার কোন কিছু নেই। আমাদের বিভিন্ন ফরেক্স সাইট থেকে ডাটা কালেক্ট করতে হবে। কোন দেশের কোন পরিস্থিতি সেটা খবর নিতে হবে। কারন সেটা জানতে পারলে কারেন্সি সম্পর্কে আমাদের ধারনা হবে। আর যত বেশি ঘাটাঘাটি করব তত বেশি আমরা জানতে পারব।
-
ফরেক্স মার্কেট এর রহস্য গবেষনা করে লাভ নেই। মার্কেট কিভাবে কাজ করে সেটা আপনাকে বুঝতে হবে। কেননা মার্কেট কিভাবে কাজ করে সেটা আপনি বুঝতে পারলে আপনি মার্কেট প্রফিট অবশ্যেই করতে পারবেন। লং টার্ম ট্রেডিং করার চেষ্টা করেুন।
-
ফরেক্স মার্কেটের রহস্য জেনে লাভ নেই।ফরেক্স মার্কেটে কাজ করতে হলে ট্রেড ভাল করে বুঝতে হবে।কারন অভিজ্ঞতা অর্জন ছাড়া ফরক্সে মার্কেটের রহস্য জানার কোন অর্থ নেই।
-
নতুন দের জন্য মার্কেট বুঝা আসলে অনেক কঠিন কাজ কারন নতুন ট্রেডার ছোট টাইম এ ট্রেড করে তাই তারা মার্কেট ভাল করে বুঝতে পারে না যদি আপনি বড় টাইম এ ট্রেড করলে মার্কেট এ কোন দিকে ভাল বুঝতে পারবেন সব থেকে ভাল হয় বড় বড় ট্রেডার রা যে জায়গায় ট্রেড করে আপনি যদি সেই জায়গাই আপনি ট্রেড করেন তাহলে আপনি অনেক ভাল করবেন ফরেক্স মার্কেট এ এটা বুঝা যায় ভলিয়ম ইনডিকেটর দিয়ে
-
ফরেক্স মার্কেট এর রহস্য
আমার জানা মতে ফরেক্স হল বিশ্বের সবচেয়ে বড় মুদ্রা বেচা কেনার মার্কেট । তাই এখানকার রহস্য বুঝতে হলে আমাদের ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ হতে হবে ।তাহলে ফরেক্স মার্কেটের রহস্য বোঝা যাবে এবং ফরেক্স থেকে প্রফিট অর্জন করতে পারব ।
-
আমরা সকলেই জানি যে ফরেক্স মার্কেট হলো একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস। আর এই মার্কেটের রহস্য জানতে হলে অবশ্যই এর সম্পর্কে ভালো দক্ষ ও অবিজ্ঞ হতে হবে। কেননা ফরেক্সে দক্ষ ও অবিজ্ঞ না হলে কখনোই এখানে টিকে থাকা সম্ভব না। আর রহস্য জানা তো দূরের কথা। এখানে যে যতো বেশি দক্ষ ও অবিজ্ঞ সেই ততই বেশি লাভ করতে পারেন। যেহেতু এটা একটা স্বাধীন ও মুক্ত ব্যাবসা তাই এখানে টিকে থাকতে হলে আমার মনে হয় আমাদের সবারই দক্ষ ও অবিজ্ঞ হওয়া একান্ত জরুরী। ধন্যবাদ
-
ফরেক্স ট্রেডিং ব্যবসার মারর্কেট বুঝা বড় দায়।ফরেক্স মারর্কেট কখুন যে বাড়ে আবার কখুন যে কমে সেটা খুজে বের করে তারপর ট্রেড এ্যান্টি দিতে হবে।আমাদের ফরেক্স ট্রেডাং ব্যবসা করতে হলে মারর্কেটের রসহ্য জানতে হবে।ফরেক্স মারর্কেটের রহস্য যদি আমরা বের করতে পারি তাহলেই এখান থেকে অনেক টাকা আয় করা যাবে।
-
ফরেক্স মারকেটে টিকে থাকতে হলে চাই দক্ষতা। আপনি ডিমোতে ১ বছর সময় দিন। রিয়েল টেডে এসে সেন্টিমেন্টাল এনালাইসিস ঠিক করুন। সহজ নিয়ম দেখুন। লাভ কম করুন রিস্ক থেকে বিরত থাকুন।ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করুন। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করুন। মানিমেনেজমান্ট করে ট্রেড নিন। টেকনিকাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড করুন।