আমাদের দেশের যুবক-যুবতীদের মনে হয় ফেসবুক রোগে ধরেছে। ফেসবুক ছাড়া তাদের জীবন অচল ব্যর্থ। তারপরও আমি আশাবাদী এই ফেসবুকওয়ালাদের যদি ফেেক্সর এক ডোজ খাইয়ে দেয়া যায় তবে ভাল কাজ করবে। কারন ফরেক্সে টাকা আছে।
Printable View
আমাদের দেশের যুবক-যুবতীদের মনে হয় ফেসবুক রোগে ধরেছে। ফেসবুক ছাড়া তাদের জীবন অচল ব্যর্থ। তারপরও আমি আশাবাদী এই ফেসবুকওয়ালাদের যদি ফেেক্সর এক ডোজ খাইয়ে দেয়া যায় তবে ভাল কাজ করবে। কারন ফরেক্সে টাকা আছে।
ফেইসবুক যদিও কল্যাণের জন্য সৃষ্ট তবে আমার মনে হয় আমরা এর অপব্যবহার তথা সময় ধ্বংসকারী হিসেবে ব্যবহার করছি । ফরেক্সে প্রতিটা সময় ব্যয় করার মাধ্যমে আমরা নিজের দক্ষতা বাড়াতে পারি যা আমাদেরকে একটা বড় ধরনের লক্ষ্য পূরণের পথে এগিয়ে রাখে । আসলে ফরেক্সে টিকে থাকতে হলে অনেক বেশি পরিমাণে আমাদেরকে ফরেক্স এর সাথেই লেগে থাকতে হবে । ফরেক্সে যে যত বেশি পরিমাণে লাভবান হতে চায় তাকে তত বেশি পরিমাণে দক্ষতা অর্জন করতে হবে ।
এটা করলে তো ভালই হয়। ফেসবুক এ মানুষ সুদু সুদু সময় নষ্ট করে এই সময় টা যদি মানুষ ফরেক্স এর জন্য ব্যয় করে তাহ্লে এর মাধ্যমে সে আয় করতে পারে এর ফলে তার আর্থিক অবস্থার উন্নতি হয়। তার পরিবার ও অনেক সচল হয়। আর এর ফলে দেশের ও অনেক উন্নতি হয়। তাই ফেসবুক সেরে ফরেক্স এ কাজ করা আনেক ভাল আমি এটাই ম্নে করি।
ভাই বর্তমানে আমাদের দেশে অনেকেই আছে যারা অনলাইনে কাজ করতে চায় না এবং বুঝে না। তবে এমন কিছু লোক ও আছে যারা অনলাইনে এ কাজ করে আয় করতে চায়। তাই আমার মতে এই ফরেক্স মার্কেট যদি ভাল করে প্রচার করে দেয়া হয় তাহলে আমার মতে যারা যারা এই অনলাইনে কাজ করতে চায় তারা হয়তো করতে পারবে।
আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদেরকে সময়ের যথাযথ ব্যাবহার করতে হবে কারন এই যুবক বয়স যদি কাজে লাগাতে না পারি তাগলে কখন।তাই যদি কেউ ফেসবুক ছেড়ে এখানে আসে তবে সে উপকারই পাবে।
আরাদের সবাইকে টাইম মেনটেন করতে হবে তার কারণ হলো আমরা সবাই যদি ফেজবুক চালাই এটা আমাদের নিজেদের অনেক ক্ষতি করা হবে আর আমরা যদি সবাই ফরেক্স ব্যবসাহ করি তা হলে আমাদের নিজেদের খরচ নিজেরাই চলাতে পারি এবং লেখা পড়ার খরচ চলাইতে পারবো এই জন্য ফেজবুক বাদ দিয়ে আমরা সবাই ফরেক্স ব্যবসাহ করা চেষ্টা করবো
আমরা যদি ফরেক্স মার্কেট এ সঠিক ভাবে সময় দেয় এবং সঠিক ভাবে অনুশীলন করি তাহলে আমরা ফরেক্স ট্রেডিং করে অনেক লাভবান হব । আর আমরা যদি ফেসবুক এ অযথা সময় ব্যয় করি তাহলে আমরা ফেসবুক থেকে লাভবান হতে পারবনা । তাই আমাদের সকলের উচিত ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করা এবং সঠিক ভাবে অনুশীলন করা । তাহলে আমরা এই ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে জনেক মুনাফা আয় করতে পারবো ।
সময় বড়ই মূল্যবান । এই সময়কেে অামরা অপচয় করতে পারি না । অামরা যর্থাথ কাজে লাগাব অায়ের পথে । অামরা ফেসবুকে অযথা সময় একেবারেই নষ্ট করব না । সেই সময় অামরা ফোরামে লাগাব তো হয়ে যাবে সময়ের মূল্য । অার অায়ের পথটিও সহজ হয়ে যাবে ।
ফেইস্ বুক হলো বিশ্ব জুড়ে সর্ববৃহৎ একটা সামজিক যোগাযোগের মাধ্যাম৷এটা যে কেউই ব্যাবহার করতে পারে৷আর ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা ৷বিশ্বব্যপী মুদ্রা বাজার যেখানে প্রতিদিন গড়ে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷পরিবারের কেউ শিক্ষিত গৃহিনী কেউ আছেন অবসর প্রাপ্ত শিক্ষিত বয়স্ক, কেউ ছাত্রছাত্রী আবার অনেকেই বিভিন্ন পেশাজীবী৷সকলেই ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে পরিবারকে আর্থিকভাবে আরোও সচ্ছ্বল ও উন্নত করতে পারেন৷
ফেসবুক একটি স্যোসাল মিডিয়া । একই ভাবে ফোরামও একটি স্যোসাল মিডিয়া । ফেসবুকে আপনি কোনো লেখা, তথ্য , ছবি অথাব কোনো ভিডিও বা অডিও শেয়ার করে স্যোসাল কমিউনিটি গঠন করতে পারেন । কিন্তু ফোরামের মাধ্যমে আপনি কমিউনিটি গড়ার পাশাপাশি অনেক শিক্ষাও অর্জন করতে পারবেন । আবার উপরন্তু ট্রেড করার জন্য কিছু বোনাসও পেতে পারেন । আবার ফোরামের মাধ্যমে আপনি ফরেক্স এর সম্পর্কিত যেকোনো বিষয় শিক্ষা অর্জন করতে পারবেন ।