-
বাংলাদেশ ফরেক্স ফোরামের রুল অনুযায়ি এক জন ফোরাম সদস্য এক মাসে সর্ব্বোচ্চ ২৫০ ডলার বোনাস পেতে পারে। প্রতি প্রতি পোস্ট এর জন্য .২০ ডলার তাহলে ১ মাসে ২৫০ ডলার বোনাসের জন্য আপনাকে পোস্ট দিতে হবে ১২৫০টি, তাহলে দিন(১২৫০÷৩০)= ৪১.৬৬ টি, আপনি যদি কোন দিন না দিতে পারেন আমার জনা মতে পরে দিন অতিরিক্ত দিতে পারবেন।অর্থাৎ এক মাসের মধ্যে ১২৫০টি তবে যেন ২৫০ ডলারের বেশি না হয়।
-
আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক কিছূ শিখতে পারি । তবে তার আগে আমাদের দক্ষ হয়েই রিয়েল মাঠে খেলতে নামতে হয় ।
-
Online it ভাই আপনি থিক বলেছেন ,আপনি মাসে এই ফোরাম হতে 250 ডলার পর্যন্ত আপনার পোস্টের বোনাস নিতে পারবেন। সেই হিসেব মতে আপনি প্রতিদিন গড়ে 8.33 ডলার বোনাস পাবেন। এবং আপনি প্রতিদিন 40 থেকে 41 টি পোষ্ট দিতে পারবেন। কারন আপনার প্রতিটি পোষ্টের জন্য আপনাকে .20 ডলার বোনাস দেয়া হয়। এবং মুক্ত আলোচনা বিভাগে পোষ্ট করলে প্রতি আলোচনার জন্য আপনাকে .05 ডলার বোনাস পাওয়া যায়।
-
মাসে২৪০ডলার পোষ্টং বোনাস পাওয়া সম্ভব হলে দিন প্রতি সেই হিসাবে ৪০টা করে পোষ্ট আসে। প্রতিদিন গড়ে ৮.৩৩ ডলার বোনাস পাবেন। এবং আপনি প্রতিদিন ৪0 থেকে ৪১ টি পোষ্ট দিতে পারবেন। কারন আপনার প্রতিটি পোষ্টের জন্য আপনাকে ২0 সেন্ট বোনাস দেয়া হয়। এবং মুক্ত আলোচনা বিভাগে পোষ্ট করলে প্রতি আলোচনার জন্য আপনাকে ৫ সেন্ট বোনাস পাওয়া যায়।
-
আমার মতে এই ফোরাম পোস্ট এ ৪০ টা র মত প্রতিদিন পোস্ট করলে ভাল হয়। মাসে পোস্টিং করে ২৪০ ডলার বোনাস পাওয়া যায়। এর বেশী বোনাস আপনাকে ফোরাম কর্তৃপক্ষ দিবে না আপনি যতই পোস্টিং করুন না কেন। তাই যা করা দরকার তাই করা ভালো।
-
আপনি পোস্ট করবেন আর মাস শেসে আপনার বেলেন্স এ ডলার জমা হবে জা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। আর সেটা ট্রেড করে আপনাকে লাভ করতে হবে জা আপনি উথাতে পারবেন। মেন জিনিস হল আপনি জদি ভাল ট্রেড না পারেন তাহলে আপনার বোনাস নিয়েও লাভ নাই কারন সবি লস হয়ে যাবে।
-
ফরেক্স এ প্রতিদিন 40 টি পোষ্ট দেয়া যাবে এমন কোন কথা কোথাও লেখা নেই। নিয়ম অনুযায়ী প্রতিমাসে একজন সর্বোচ্চ 240 ডলার উত্তোলন করা যাবে। সুতরাং আপনি 40 টি পোষ্ট এর কম বা বেশি করে করেও 240 ডলার প্রতিমাসে উত্তোলন করতে পারবেন বলে আশা করি।
-
পোস্ট হতে হবে অবশ্যই ফোরাম কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী । আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক কিছূ শিখতে পারি । তবে তার আগে আমাদের দক্ষ হয়েই রিয়েল মাঠে খেলতে নামতে হয় । ফরেক্সে ট্রেড করে সফলতা অর্জন করতে চািইলে ফোরামের পোস্টিং বোনাসের যথার্থ ব্যবহার করার কোন বিকল্প নেই ।
-
এটা ভাল উদ্দোগ । কারণ আমাদের মত একটা উন্নয়ণ সিল দেশের এটা যদি করা যায় তাহলে এখানে অনেক বেকার সমস্যা তো দুর হবেই তার পাশাপাশি দেশের অনেক উন্নয়ণ হবে ।তাই আমি মনে করি এটা একাটা ভাল উদ্দোগ।
-
আমার মতে মাসে ১২৫০টি পোস্ট অনেক । ফরেক্স সম্পর্কিত শিক্ষামূলক এতগুলো পোস্ট দেয়া সম্ভব না। মাসিক আয়ের টার্গেট নিয়ে পোস্ট লিখলে শিক্ষমূলক তেমন কিছু পাওয়া যাবে না।সকলের নিকট থেকে শিক্ষামূলক পোস্ট পাব এই প্রত্যাশা করছি।