-
আপনি এখানে “ফোরাম পোষ্টিং আইডি” বলতে সঠিক কি বুঝাতে চেয়েছেন ? সাধারণত “ফোরাম পোষ্টিং আইডি” বলতে ফোরামে আমাদের নিজেদের নামে একটি প্রোফাইল তৈরি করা বোঝায়, ফোরামের প্রোফাইলে সংযুক্ত ট্রেডিং অ্যাকাউন্ট বোঝায় না৷আপনি ফোরামের প্রোফাইলে ২ মাস পরপর একাধিক ট্রেডিং অ্যাকাউন্ট সংযুক্ত করতে পারবেন এতে কোনো সমস্যা হবেনা কিন্তু যদি একটি আইপি থেকে আপনার নিজের একাধিক “ফোরাম পোষ্টিং আইডি” খুলতে চান সে ক্ষেত্রে আপনার প্রোফাইল আইডি ব্যান্ড হয়ে যেতে পারে৷তাই আপনারা যারা এখানে নতুন এসেছেন তারা সবাই একটি আইপি থেকে একটি “ফোরাম পোষ্টিং আইডি” করবেন৷একটি “ফোরাম পোষ্টিং আইডি” দিয়েই পোস্ট লিখে যাবেন৷
-
আপনি যদি একই আইপি ব্যাবহার করে অর্থাত ধরুন আপনার একটি কম্পিউটার আছে সেক্ষেত্রে আপনি যদি সেই ডিভাইজ দিযে দুটি অ্যাকাউন্ট ওপেন করেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনি ফোরামের দৃষ্টিতে বোনাস শিকার হিসাবে বিবেচিত হবেন এবং আপনার অ্যাকাউন্ট দুটি ব্যান্ড হযে যাবে।
-
ভাই মনে করেন এই ফোরামটা নেই, তখন কি করতেন একবার নিজেকে প্রশ্ন করেন। কারন এখানে এই ফোরামের বোনাসটা আমাদেরকে উপহার হিসেবে দেওয়া হয়ে থাকে। তাই এখানকার টাকাটা না বরং এখানকার শিক্ষা ও জ্ঞানটাকে অর্জন করার চেষ্টা করুন। তাহলে আপনি ভবিষ্যতে অনেক বেশি পরিমাণে উপার্জন করতে পারবেন। কেননা এখন এই মাকেটের উপর যদি আপনি সেইমানের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন তবে সেটাই হবে আপনার একমাত্র অবলম্বন বা পূঁজি।
-
হ্যাঁ আপনি যদি একই ফোরামে একাধিক অ্যাকাউন্ট করে থাকেন তাহলে, আপনার অ্যাকাউন্টগুলো ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোরাম অনেক জেনে, বা না জেনে একাধিক অ্যাকাউন্ট খুলে থাকে। তার কিছু দিনই অ্যাকাউন্ট ব্লক করে দেয়। আসলে একই ফোরামের দুইটা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। অনেক একাধিক অ্যাকাউন্টে বোনাস নেওয়ার জন্য দুই বা তার বেশি অ্যাকাউন্ট খুলে। যেটা আসলে উচিত নয়। এইসব অবৈধ কাজ ঠেকানোর জন্য ফোরামে নতুন নতুন রুল যুক্ত হয়। যার ভুক্তভুগি আমরা সবাই হই। তাই আমার অনুরোধ যে এ ধরনের কাজ না করে ভালভাবে পোস্ট করে বোনাস নিন।
-
কী দরকার আছে একসাথে দুটি আই.ডি ফরেক্স ফোরাম এ ব্যবহার করা। একসাথে দুটি আই.ডি ব্যবহার করে যদি আপনার প্রত্যেকটি পোষ্টিং এক হয় বা একই মত হয় তাহলে আপনার দুটি আই.ডি টি বন্ধ করে দিতে পারে ফরেক্স ফোরাম টিম। আপনি নিয়মিত একটি আই.ডি বৈদ্য ভাবে ব্যবহার করেন। এতেই আপনি ভাল সুফল পাবেন আর যদি একাধিক আই.ডি খোলেন তাহলে আপনার সব আই.ডি ই ব্যান করে দিতে পারে।
-
আমাদের উচিত একটি একাউন্ট করা বেশি একাউন্ট না করা ফরেক্স মার্কেটের ট্রেডিং করার জন্য একিটি একাউন্ট থাকলেই যথেষ্ট, ট্রেডিং করার সময় লোভ পরিহার করে ট্রেডিং করতে হবে। কেননা এটা ফোরামের নিয়মের বাইরে চলে যায় এবং তাতে আপনার একাউন্ট দুটোই ব্যান্ড হয়ে যাবে। সেজন্য আগে আপনাকে ফোরামের সব রুলস রেগুলেশন জানার দরকার ছিল বা আছে যেটা এখানকার নিয়ম বর্হিরভূত । তাই আমার মতামত হল একসাথে এখানে দুটো আইডি নিয়ে কাজ করা উচিত নয়।
-
এটা আসলে বলার অপেক্ষা রাখেনা যে ফরেক্স মার্কেটে আপনার একাধিক অ্যাকাউন্ট থাকলে আপনাকে ব্যান করে দেয়া হবে।
ইতিপূর্বে এসকল কাজ করার জন্য অনেকেই ফরেক্স মার্কেট থেকে চলে যেতে হয়েছে তাদের অনিচ্ছাসত্ত্বেও। কারণ এটা করার কারণে ফরেক্স এর রুলস ভাঙ্গা হয়েছে যার কারণে ফরেক্স থেকে তাদেরকে ব্যান্ড করা হয়েছে ধন্যবাদ।
-
আমার জানা মতে এভাবে যারা ফোরামে একই আইপি অ্যাড্রেস এর মাধ্যমে দুইটি একাউন্ট অর্থাৎ একের অধিক অ্যাকাউন্ট খুলেছে তারা প্রত্যেকেই একাউন্ট হারিয়েছে এখন আপনি যদি চান তাহলে আপনিও ট্রাই করে দেখতে পারেন আমি মনে করি একটি একাউন্টের মাধ্যমে সঠিকভাবে পরিচালনা করে কাজ করা খুব সহজ হবে
-
একটি একাউন্টে আপনি যদি ঠিকঠাক মত পোষ্ট করতে পারেন তাহলে মাসে অন্তত ২০০ডলার বোনাস পাবেন ট্রেডিং এর জন্য প্রাথমিক মূলধন হিসাবে এটাই কি যথেষ্ট নয়? আর আপনি যদি বুঝে শুনে ট্রেড করতে পারেন তাহলে আপনি মাসে মাসে যে বোনাস পারেন। কেননা এটা ফোরামের নিয়মের বাইরে চলে যায় এবং তাতে আপনার একাউন্ট দুটোই ব্যান্ড হয়ে যাবে। সেজন্য আগে আপনাকে ফোরামের সব রুলস রেগুলেশন জানার দরকার ছিল বা আছে যেটা এখানকার নিয়ম বর্হিরভূত ।