-
ফরেক্স মার্কেটে আমি নতুন তাছাড়া ফরেক্স মার্কেটে আমার জ্ঞান অভিজ্ঞতা এবং দক্ষতা অনেক কম আর তাই আমি ফোরামের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সকল ধরনের জ্ঞানের সমন্বয় নিজেকে দক্ষ করে তোলার চেষ্টা করছে অভিজ্ঞদের মতামত আমাদের জন্য জ্ঞান স্বরূপ আর তাই সকল অভিজ্ঞতা যাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা তাদের অর্জিত দক্ষতা এবং জ্ঞানকে সকলের মাঝে প্রচার করে সকলকে জ্ঞান অর্জন করার সুযোগ করে দিয়েছে
-
এটা স্বীকার করে নিতে হবে যে বেশিভাগ ট্রেডার্স প্রতি মাসের প্রথম শুক্রবার এবং সপ্তাহের প্রথম দিন সোমবার নিজের ব্যালেন্স জিরো করেছেন। আমি নিজেও ইতিপূর্বে বেশ কয়েকবার শুক্রবার এবং সোমবার এই দুই বারে ব্যালেন্স জিরো করেছি। তাই আমি যতদূর সম্ভব চেষ্টা করি সপ্তাহের শেষ দিন শুক্রবার এবং প্রথম দিন সোমবার ট্রেড করা থেকে একটু বিরত থাকার জন্য। আর মাসের প্রথম শুক্রবার কে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে। এই দিনে ইতিপূর্বে বেশিরভাগ ট্রেডার নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স হারিয়েছেন। বিশেষ করে ইউএস ননফার্ম পেয় রোল এই নিউজ মার্কেটে পর্যাপ্ত প্রভাব ফেলে তাই সাবধানে ট্রেস করা উচিত।
-
প্রতিমাসের প্রথম শুক্রবার নিউইয়র্ক সেসনে সর্বোবৃহৎ লেনদেন হয়ে থাকে কারন এসময়ে বড় বড় কয়েকটি নিউজ প্রকাশিত হয়ে থাকে৷আমরা জানি ফরেক্স মার্কেটে প্রতি শুক্রবারেই মার্কেট টা অনেক দ্রুত মুভমেন্ট করে এতে অনেক বেশি আপ-ডাউন করে মার্কেট। এ কারণে অনেকের অ্যাকাউন্ট জিরো হয়ে যায় আসলে এই শুক্রবারে কয়েকটি বড় বড় প্লেয়ার এর নিউজ প্রকাশিত হয়। যার ফলে এ ধরণের মুভমেন্ট করে থাকে। যার ফলে অনেকের অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। আসলে যদি নিউজের টাইমে আমরা ট্রেড না করি তাহলে তাহলে আমরা আমাদের মূলধন সংরক্ষণ করতে পারতাম। কিন্তু আমরা অনেকেই আছি নতুন ট্রেডার নিউজ সম্পর্কে কোন ধারণা না থাকার কারণে আমাদের একাউন্ট জিরো হয়ে যায়।এসময় মার্কেট প্রাইস একটানে খুব দ্রূত মুভ করে বসে৷ফলে এই বৃহৎ নিউজ আওয়ারে নতুন অনভিজ্ঞ ও অদক্ষ ট্রেডারগণ উল্টাপাল্টা এন্ট্রী করার জন্য তাদের ব্যালন্সগুলো প্রায়ই শুন্য হয়ে যায়৷আর অভিজ্ঞ ট্রেডারগণ তখন পর্যাপ্ত প্রফিট করে থাকেন৷
-
ব্ল্যাক ফ্রাইডে বা কালো শুক্রবার বাংলাদেশি ট্রেডার দের জন্য একটি হতাশার দিন এ দিন অনেক ট্রেডার তাদের অ্যাকাউন্ট জির করে ফেলে ।এমন কোন ত্রেদের নেই যে তাদের অ্যাকাউন্ট জিরো হয়নি। আসলে ফরেক্সে মাসের প্রতম সপ্তাহে ইউএসননফারম পেয়-রল এর কারনে আমনি হয়ে থাকে। এই নিউজ এর ফলে আধিকাংশ ট্রেডার তাদের অ্যাকাউন্ট জিরো করে ফেলে।