-
মার্কেটের চলার পথকে ট্রেন্ড লাইন বলা হয়। ট্রেন্ডলাইন প্রধানত তিন প্রকার। এগুলো হলো আপ ট্রেন্ড, ডাউনট্রেন্ড এবং সাইড ওয়ে ট্রেন্ড। ডাউন ট্রেন্ড বলতে বোঝায় যে ট্রেন্ড উপর থেকে নিচের দিকে গতিশীল এবং যার মূল্য আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। ট্রেড করার সময় অত্যন্ত কার্যকরী একটি টুল হল ট্রেন্ডলাইন। এটার সাহায্যে আমরা সঠিকভাবে ট্রেডে এন্ট্রি নিতে পারি। তবে এর সঠিক ব্যবহার জানতে হবে, তা না হলে ভাল ফলাফল আশা করা যাবে না। সাপোর্ট লাইন ও রেসিসটেন্স লাইন এন্ট্রি ও এক্সিট এর কাজ করে। ট্রেন্ডলাইন বিষয়ে গুগলে সার্চ দিলে অনেকস তথ্য পাওয়া যাবে।
-
ট্রেন্ড লাইন গুরুত্ব পূর্ণ এবং সর্বাধিক ব্যাবহৃত একটি টেকনিক্যাল টুলস৷এই ট্রেন্ড লাইন দিয়ে আমরা সবসময়ই ট্রেডিং চার্টের ক্লোজড ক্যান্ডেলের টেইলগুলিতে বসিয়ে দিয়ে একটা সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল চিহ্নিত করে থাকি৷এই ট্রেন্ড লাইন একেঁই আমরা এনালাইসিস করে নিশ্চিত হতে পারি মার্কেট বুলিশ না বিয়ারিশ সেন্টিমেন্টে আছে
-
সম্পর্কে ভাবেন না তাদের ফরেক্স পরীক্ষা করা দরকার তবে তাদের আগ্রহী হবে। একটি বিষয় আমাদের মনে রাখা দরকার যে আমি আমার আত্মীয়কে আর্থিক পরিস্থিতি পরিবর্তন করার সর্বোত্তম পন্থাটি প্রদর্শন করতে পারি এবং তিনি যে পরিবর্তন করতে পারেন সেই পরিস্থিতিতে এটি কেবল তার উপকার এবং আলোকে লাভ নয় জাতি বেকার যে সত্য। একটি ট্রেন্ড লাইন তৈরি করতে কমপক্ষে দুটি শীর্ষ বা নীচের পয়েন্ট আঁকতে হবে। তবে, 3 পয়েন্ট থাকলে ট্রেন্ড লাইনটি
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে তার জন্য প্রফিট করাটা খুবই সহজ যদি সে সঠিকভাবে ট্রেন্ড লাইন বুজতে পারে। কারন মার্কেট সবসময়ই ট্রেন্ড লাইন মেইনটেইন করে চলে তাই মার্কেটের সাথে তাল মিলাতে পারলে এখান থেকে সহজেই প্রফিট বের করা যাবে। মার্কেটে আমরা তিন ধরেনর ট্রেন্ডই দেখতে পাই যথা আপট্রেন্ড, ডাউনট্রেন্ড, সাইডওয়ে ট্রেন্ড। তাই ভালো করে এসকল ট্রেন্ডলাইন বুঝার চেষ্টা করতে হবে বুজতে পারলে তখন এমনিতেই সফল হওয়া সম্বভ হবে।
-
এটার সাহায্যে আমরা সঠিকভাবে ট্রেডে এন্ট্রি নিতে পারি। তবে এর সঠিক ব্যবহার জানতে হবে, তা না হলে ভাল ফলাফল আশা করা যাবে না। সাপোর্ট লাইন ও রেসিসটেন্স লাইন এন্ট্রি ও এক্সিট এর কাজ করে। ট্রেন্ডলাইন বিষয়ে গুগলে সার্চ দিলে অনেকস তথ্য পাওয়া যাবে। যে ট্রেন্ড নিচ থেকে উপর দিকে গতিশীল এবং যার প্রাইস আস্তে আস্তে বাড়তে থাকে। আর সাইডওয়ে ট্রেন্ড হল সমান্তরালভাবে চলতে থাকা ট্রেন্ড , কখনো উপর দিকে আবার কখনও নিচের দিকে। প্রতিটি ট্রেন্ডলাইন কয়েকটি হাইয়ার হাই ও লোওয়ার লো দ্বারা গঠিত হয়।
-
আমরা সঠিকভাবে ট্রেডে এন্ট্রি নিতে পারি। তবে এর সঠিক ব্যবহার জানতে হবে, তা না হলে ভাল ফলাফল আশা করা যাবে না। সাপোর্ট লাইন ও রেসিসটেন্স লাইন এন্ট্রি ও এক্সিট এর কাজ করে। ডাউন ট্রেন্ড বলতে বোঝায় যে ট্রেন্ড উপর থেকে নিচের দিকে গতিশীল এবং যার মূল্য আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। অপরদিকে আপ ট্রেন্ড বলতে বোঝায় যে ট্রেন্ড নিচ থেকে উপর দিকে গতিশীল এবং যার প্রাইস আস্তে আস্তে বাড়তে থাকে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড লাইনের গুরুত্ব অপরিসীম আসলে ট্রেন্ডলাইন না ব্যবহার করতে পারলে আমরা ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারব না।ট্রেন্ড লাইন গুরুত্ব পূর্ণ এবং সর্বাধিক ব্যাবহৃত একটি টেকনিক্যাল টুলস৷এই ট্রেন্ড লাইন দিয়ে আমরা সবসময়ই ট্রেডিং চার্টের ক্লোজড ক্যান্ডেলের টেইলগুলিতে বসিয়ে দিয়ে একটা সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল চিহ্নিত করে থাকি।