-
বাংলাদেশ এর বেশির ভাগ ফরেক্স ট্রেডার টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড করে আর এই টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড করে তারা অনেক ডলার লাভ ও করে ফরেক্স মার্কেট থেকে আপনি ও যদি ফরেক্স মার্কেট এ টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড করেন তা হলে আপনি ও অনেক ডলার লাভ করতে পারবেন ফরেক্স মার্কেট থেকে আমিও টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড করি
-
টেকনিক্যাল এনালাইসিস বলতে স্বাভাবিকত আমরা বুঝি একটি নির্দিষ্ট সময়ে মার্কেটে কোন পেয়ারের মুভমেন্ট অনুধাবন করা অর্থাৎ নির্দিষ্ট টাইম চার্ট বিশ্লেষণ করে এর পরবর্তী চার্ট টি কোন দিকে মুভ করবে তা নির্নয় করে সে অনুসারে ট্রেড এন্ট্রি করা। এটি সবচেয়ে বেশি কার্যকর স্ক্যাল্পিং এর ক্ষেত্রে। এতে করে অল্প সঅমসময়ে ভালোই প্রফিট অর্জন সম্ভব। এ এনালাইসিস করার জন্য বিশেষ ইন্ডিকেটর কিংবা ক্যান্ডেলস্টিক সম্পর্কে ভালো ধারণা থাকা আবশ্যক। এতে ভালো ফলাফল পাওয়া যায়।
-
আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসেন তাহলে আপনাকে অবশ্যই টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে জ্ঞান,অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে। টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে *বুঝা যায় মার্কেটের কোন পেয়ার কোন দিকে মুভমেন্ট হয় তা কিছুটা হলে অনুধাবন করা যায়। অর্থাৎ একটা নির্দিষ্ট চার্ট ফলো করলে বা পরবর্তী চার্ট টি মুভ করবে তা বিশ্লেষণ করলেই কিছুটা অনুমান করা যায় পরবর্তী ট্রেডের এন্ট্রি কি হবে। এজন্য আমি মনে করি প্রতিটি ট্রেডারগণের কাছে টেকনিক্যাল এনালাইসিস ফরেক্স মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিক।
-
ফরেক্স মার্কেটে আমরা প্রধানত দুভাবে ট্রেড করি এক টেকনিক্যাল এনালাইসিস এর দ্বার আর একটি ফান্ডামেন্টাল এনালাইসিস এর দ্বারা। তবে আমার মনে হয় টেকনিক্যাল এনালাইসিস এর দ্বারাই ট্রেডাররা বেশি ট্রেড করে থাকে এবং এক্ষেত্রে মার্কেট বোঝাটাও অনেক সহজ হয়ে থাকে। আপনি অনেকভাবেই টেকনিক্যাল এনালাইসিস করতে পারবেন যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্বারা, ট্রেন্ড লাইন ড্র করে ট্রেড করা, সাপোর্ট রেজিস্টান্স দেখে ট্রেড করা ইত্যাদি মুলত মার্কেটে টেকনিকালি ফলো করে চলে বেশিরভাগ সময়েই।
-
ফরেক্স মার্কেটে আমরা চার্টের উপরে যে এনালাইসিস করে থাকি তাকে আমরা টেকনিকাল এনালাইসিস বলে থাকি ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করতে পারি ফরেক্স মার্কেটে আমরা ভাল প্রফিট করা যাবে তাই আমাদের ভাল ট্রেডিং করতে হবে। আপনারাও ধৈর্য্য ধারন করার চেষ্টা করুন তাহলেই লাভবান হতে পারবেন ।
-
টেকনিক্যাল এ্যানালাইসিস মূলত প্লাটফর্ম এর চার্ট এর উপর ভিত্তি করে করা হয়। আমরা কথায় কথায় প্রায়ই বলে থাকি ইতিহাস হতে শিক্ষা নিন। এ কথাটা এ কারনে বলি কারন আমরা ধারনা করি অতীতে যা ঘটেছিল তা আবার ঘটার সম্ভাবনা থাকে। ঠিক ফরেক্স এর ক্ষেত্রেও একই রকম ভাবনা। পূর্বের প্রাইজের সাথে বর্তমানের মিল খুজে বের করাকেই বলা হয় টেকনিক্যান এ্যানালাইসিস।
এই বার্তার তরিৎ উত্তর দিন উদ্ধৃতি দিয়ে উত্তর দিন Multi-Quote This Message
-
ফরেক্স মার্কেটে আমরা চার্টের উপরে যে এনালাইসিস করে থাকি তাকে আমরা টেকনিকাল এনালাইসিস বলে থাকি ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করতে পারি ফরেক্স মার্কেটে আমরা ভাল প্রফিট করা যাবে তাই আমাদের ভাল ট্রেডিং করতে হবে। ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হবে যাতে ভাল ট্রেডিং করা যাবে।
-
টেকনিক্যাল এনালাইসিসের জন্য অভিজ্ঞ ট্রেডারগণ তাদের ট্রেডিং চার্টে ক্যান্ডেলস্টীকগু ো ভালো করে এনালাইসিস করে থাকেন৷বড় বড় টাইম ফ্রেমগুলো দেখে বুঝে ট্রেন্ড নিশ্চিত হন এবং সার্পোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো মার্ক করে করে ট্রেড করার জন্য একটা সুযোগ টার্গেট করে থাকেন৷ দক্ষ ট্রেডারগণ এই টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে তাদের ট্রেডিং স্ট্র্যাটেজীগুলো প্রয়োগ করেই ট্রেড করছেন৷
-
আমরা কথায় কথায় প্রায়ই বলে থাকি ইতিহাস হতে শিক্ষা নিন। এ কথাটা এ কারনে বলি কারন আমরা ধারনা করি অতীতে যা ঘটেছিল তা আবার ঘটার সম্ভাবনা থাকে। ঠিক ফরেক্স এর ক্ষেত্রেও একই রকম ভাবনা। টেকনিক্যাল এ্যানালাইসিস করে তারপর করার চেষ্টা করব । আমরা কখনোই ধৈর্য্য হারাব না । কেননা ধৈর্য্য ধারণ করে যদি টেকনক্যিাল এ্যানালাইসিস করতে পারি তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারব ।