একটা মনের কথা বলি ভাই - এখানে খুব কম লোক আসে শিখার জন্য। আমার মত কম বেশি সবাই এখানে দুই পাচটা ডলার একাউন্ট এ নিতেই আসে। এখানে জ্ঞান আহরনের সুযোগ আসলেই সীমিত। তাই আপনি যদি আহরন করতে পারেন আপনাকে সাধুবাদ জানাই।
Printable View
একটা মনের কথা বলি ভাই - এখানে খুব কম লোক আসে শিখার জন্য। আমার মত কম বেশি সবাই এখানে দুই পাচটা ডলার একাউন্ট এ নিতেই আসে। এখানে জ্ঞান আহরনের সুযোগ আসলেই সীমিত। তাই আপনি যদি আহরন করতে পারেন আপনাকে সাধুবাদ জানাই।
হ্যা ভাই আমি মনে করি ফোরাম ফরেক্স শিখার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। কেননা এই ফোরামে ফরেক্স সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য ও কৌশলগত অভিজ্ঞতাগুলো প্রকাশ করে থাকে দক্ষ ট্রেডারগণ। আর বিশেষ করে আপনি যদি কোন সমস্যায় পড়েন তাহলে এই ফোরামের মাধ্যমে প্রকাশ করে এর সফলতার দিকগুলো খুব সহজেই খুজে পেতে পারেন। অতএব আমি মনে করি ফোরামে মাধ্যমে ফরেক্স সম্পর্কে শিখার অন্যতম একটি মাধ্যম।
হ্যা ভাই আপনি যদি প্রকৃত ভাবে ফরেক্স মার্কেটকে জানতে অথবা বুঝতে চান তাহলে আপনাকে এখানকার ফোরামের যারা মনে করেন সিনিয়র মেম্বার রয়েছেন তাদের জ্ঞানগুলো থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। কারন তার এই মার্কেটে বহু বছর ধরে একটু একটু করে তারপর তারা প্রফেশনাল ট্রেডারে পরিণত হয়েছেন। সুতরাং এই ফোরাম থেকেই আপনি নিশ্চিন্তে ফরেক্স শিখতে পারবেন।
আমি মনে করি আমরা যারা এই ফোরামে ঘোরাফেরা করি তারা সাধারণত খালি দুটো ডলারের জন্য ফ্যা ফ্যা করি। এখানে সত্যি সত্যি কেউ শিখতে আসে না বা আসবে না। আমার মনে হয় এই ফোরাম যদি আজকে বোনাস দেওয়া বন্ধ করে দেয় তবে আগামী কাল ৯৮% মেম্বার আর ফোরাম মুখি হবে না। এখানে আমার মত কম বেশি সবাই রথ দেখা কলা বেচাতে এসেছি।
আমি ফরেক্স শিখেছি মূলত আমাদের এই ফোরাম থেকেই এজন্য আমি সবাইকেই সবসময়ই একটি কথাই সর্বাধিক বলে থাকি আর সেটি হলো আপনারা সবাই আমাদের এই ফোরামে প্রতিদিন নিয়মিত কিছু কিছু সময় study করতে শিখুন যদি ফরেক্স মার্কেটে trader রূপে প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্যে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ফোরামেই আপনি আপনার সকল বিষয়সমূহ সংশ্লিষ্ট পেতে থাকবেন ফরেক্স ট্রেড এর খুঁটিনাটি বিষয় সহ সকল ট্রেডিং কৌশল এবং সঠিক বাস্তবসম্মত trading strategy তৈরি করতে পারবেন এজন্য ফোরামে শেখার চেষ্টা করুন ফোরামে সকল বিষয় নিয়ে আমরা সবাই আলোচনা করছি নিয়মিত তাই আশা করি আমরা সবাই ফোরাম থেকেই সবকিছু জানতে পারবো বুঝতে পারব এবং শিখতে পারব৷
ফরেক্স শিখার সবচেয়ে ভালো মাধ্যমটি হলো এই ফোরাম।আমি ফরেক্স শুরু থেকে এখন পর্যন্ত ফোরামের সাথে যুক্ত আছি এবং ভবিষ্যতেও থাকবো।এখানে থেকে অনেক শিক্ষা লাভ করেছি এবং প্রতিনিয়তই কিছু শেখে যাচ্ছি।
আমরা ফোরাম থেকে যতটা না শিখি তার থেকে বেশি বোনাসের জন্য ঘাটাঘাটি করি। এখানে আমার মত অনেকেই আসেন যারা একটা ফান্ড এর জন্য পাগল পারা হয়ে বসে আছে। আমি মনে করি এভাবে ফোরাম এ বোনাসের পাশাপাশি যদি কিছুটা শেখা যায় তাও খারাপ কি।
ফরেক্স থেকে আমাদের সকলের ফরেক্স ব্যবসা শিখতে হয় কারণ ফরেক্স ব্যবসা বই পড়ে শেখা যায় না । এই ব্যবসা ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে । অার যে ট্রেডার যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
এই কথাটা আসলেই সত্য কথা । কেননা আপনি যেখানেই ঠেকবেন সেখানেই শিখবেন । কারন আপনি বই পড়ুন আর ভিডিও দেখুন আর যা কিছুই করুননা কেন আপনাকে মূলত ফরেক্স থেকেই ফরেক্স শিখতে হবে । সেজন্য আমার মনে হয় যদি কেউ সরাসরি ছোট লর্ট নিয়ে অল্প ইনভেস্টে লাইভ একাউন্টে ট্রেড করে তাহলে সে অনেক কিছুই জানতে ও শিখতে পারবে । সে বুঝতে পারবে যে কোন জায়গাগুলোতে তার ভুল হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে এগুলো যদি সে সংশোধন করে ট্রেড করে তাহলে পরবর্তিতে তার ঐ সমস্ত জায়গায় আর লস হবে না । সুতারং এভাবেও ফরেক্স থেকে ফরেক্স শিখা যায় ।
ফরেক্স ফোরামের মাধ্যমে আমরা ফরেক্স বিষয়ে বেসিক জিনিস থেকে শুরু করে এ টু জেড অনেক বিষয়ই আমাদের জ্ঞান অর্জন করা সম্ভব হয়। ফরেক্স ফোরাম এর মাধ্যমে আমরা অনেক সমস্যার সমাধান পেয়ে থাকি। অনেক অজানা তথ্য ফরেক্স ফোরাম এর মাধ্যমে জানতে পারি।
এখানে অনেক অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার রয়েছে যাদের মাধ্যমে খুব সহজেই অল্প সময়ে যে কোন সমস্যা সমাধান করা সম্ভব হয়। তাই ফরেক্স ফোরামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।