ট্রেড ভাল করে শিখতে হলে কত সময় দেয়া প্রয়োজন তা সম্পূর্ণভাবে একজন ট্রেডারের উপর নির্ভর করে । আপনি যদি সময়ের সঠিক প্রয়োগ করেন তাহলে আপনি ৬ মাসেই ফরেক্স এ কিছু হলেও উপার্জন করা শুরু করবেন কিন্তু যদি না শিখে শুধু অর্থের পেছনে ছুটেন তাহলে ৫ বছরেও সম্ভব না । তাই আমি বলব যদি খুব আগ্রহ থাকে তাহলে ৬ মাস খুব ভাল করে শেখার পেছনে সময় দিন ।