মুভিং এভারেজ ফলো করে ট্টেড করলে অনেক ভালই হয় । আমি বলতে পারি যে মুভিং এভারেজ একটা ভাল ইন্ডিকেটর । আমি এই মুভিং এভারেজ ফলো করে ট্টেড করি সব সময়ে ও আমার অন্য ফরেক্স বন্ধুদের বলি মুভিং এভারেজ ফলো করে ট্রেড করতে । আমি ফরেক্স ব্যবসাকে অনেক ভালবাসি ।
Printable View
মুভিং এভারেজ ফলো করে ট্টেড করলে অনেক ভালই হয় । আমি বলতে পারি যে মুভিং এভারেজ একটা ভাল ইন্ডিকেটর । আমি এই মুভিং এভারেজ ফলো করে ট্টেড করি সব সময়ে ও আমার অন্য ফরেক্স বন্ধুদের বলি মুভিং এভারেজ ফলো করে ট্রেড করতে । আমি ফরেক্স ব্যবসাকে অনেক ভালবাসি ।
ফরেক্স মার্কেট এ সব থেকে বেশি যে ইনডিকেটর ব্যবহার করা হয় সেই ইনডিকেটর এর নাম হোল মুভিং এভারেজ । আমি ফরেক্স মার্কেট বড় বড় ট্রেডার কে মুভিং এভারেজ ইনডিকেটর ব্যবহার করে ট্রেড করতে দেখছি আমি নিজে ও ফরেক্স মার্কেট ট্রেড মুভিং এভারেজ ব্যবহার করে ট্রেড করি ফরেক্স মার্কেট ট্রেড করতে বেশি ইনডিকেটর লাগে না সুধু মুভিং এভারেজ দিয়ে লাভ করা যায় ফরেক্স মার্কেট এ
আমি মনেকরি আগে নিজে নিজে ফরেক্স মার্কেট এ ট্রেড করা উচিত এরপর ইন্ডিকেটর ব্যবহার করা যায়। কারন আপনি যদি প্রথম থেকে ইন্ডিকেটর এর প্রতি মুখাপেক্ষি হইয়ে যান তাহলে আপনার কোন এক সময় ইন্ডিকেটর এর জন্য পস্তাতে হবে, তাই আগেই নিজে এনালাইসিস করে ট্রেডিং মুভমেন্ট কোন দিকে বের করে নিন, এরপর ইন্ডিকেটর এর সাথে মিলিয়ে নিন। ধন্যবাদ।
অব্যশোই মুভিং এভারেজ দিয়ে ট্রেড করলে লাভ করা যাবে। ফরেক্স এ এমন কোন ট্রেডার খুজে পাওয়া যাবে না যে মুভিং এভারেজ ইউজ করে না। এটি আসলে গুরুত্তপূর্ন ট্রেডইং টুল। মার্কেট ট্রেন্ডিং বুঝতে এটি সাহায্য করে। আর তাছারা এটি ডাইনামিক সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স হিসাবে ও কাজ করে।
কারো যদি মুভিং এভারেজ সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাহলে অব্যশই সে মুভিং এভারেজ দিয়ে ট্রেড করতে পারে। ফরেক্স মুভিং এভারেজ ব্যবহার করে না এমন লোক খুজে পাওয়া যাবে না। ফরেক্স মার্কেট এ মুভিং গুরুত্তপূর্ন ভূমিকা পালন করে।
আমি এক ট্রেডারকে দেখেছি যে শুধু মুভিং এভারেজ ক্রসোভারে ট্রেড নিয়ে থাকে। শুধু মুভিং এভারেজ দিয়ে ট্রেড করেও ভালো লাভ করতে পারা যায়। এজন্য আমাদের মুভিং এভারেজ সম্পর্কে জানতে হবে। শীখতে হবে কিভাবে মুভিং এভারেজ কাজ করে।
মুভিং এভারেজ ফলো করে ট্রেড করা ভাল তবে পুরাপুরি এর উপর নির্ভর করা ঠিক হবে না । কারন হলো মুৃভিং এভারেজ আপনাকে শুধু সাময়িক ধারনা দিতে পারে । সুতরাং এটার সাথে আপনি আরও অন্যকিছু ব্যবহার করতে পারেন, যেটা কিনা আপনার নিজস্ব তৈরী একটা সিস্টেম, যেটা শুধু আপনি ছাড়া আর অন্য কেউ বুঝতে পারবেনা ।
ফরেক্স এর মধ্যে সবচেয়ে যে ইন্ডিকেটরটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে মুভিং এভারেজ এটা দিয়ে আপনি মার্কেট এর দিক নির্দেশনা পেতে পারেন। যদি দুটি মুভিং এভারেজ এক সংগে দিতে পারেন তাহলে আপনি ট্রেড সিগন্যাল পেতে পারেন। তবে পুরো মুভিং এভারেজ এর উপর নির্ভর করে ট্রেড কতটুকু করতে পারবেন এটা নির্ভর আপনার কতটুকু দক্ষতা আছে এ ব্যপারে। তবে আরও কোন ভাল সিস্টেম থাকলে মুভিং এভারেজ এর সাথে ব্যবহার করতে পারলে ভাল।
আমরা সকলেই মুভিং এভারিজ এর কম বেশি ফ্যান৷ মুভিং এভারিজ একটি অত্যান্ত ফল দায়ক ইন্টিকেটর৷ এটি একটি MT4 এর ডিফলট ইনটিকেটর৷ আমি খোদ অনেক দিন ধরে এটা ব্যবহার করে আসছি৷ এবং অনেক ফল পেয়েছি৷
:ok::o:tie::dance:
মুভিং এভারিজ খুবি ভাল কাজ করলেও, দেখা যায় ওনেক সময় োন কাজে আসে না৷ বিষেস করে, যে সময় মারকেট দ্রুত গতিতে চলা চল করে৷ তাই যদি কেহ হুধ মাত্র কোন ইন্টিকেটর বা শুধু মুভিং এভারিজ এর উপর ভরসা করে ট্রেড করবে মনে করে, তবে তার জন্য এটা অনেক ব্যডলাক হওয়ার সম্ভাবনা থাকে৷
;):dance::bravo::woo: