-
আমি একজন নতুন ট্রেডার আমি এখনো পর্যন্ত গোল্ডে তেমন ট্রেড করিনি । তবে যে সব ট্রেড করেছি তার ইতিহাসও কোন ভাল নয় । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে অনেক বেশি পরিমাণে পড়াশোনা দরকার । অর্থ্যাৎ ফরেক্স এর *উপর বিশদ স্টাডি করতে পারলে তবেই অনেক বেশি পরিমাণে এর বিভিন্ন বিষয় নিয়ে অভিজ্ঞ হওয়া যাবে এবং ভালো একজন ট্রেডার হওয়া যাবে ।
-
ফরেক্স মার্কেটে নতুন,অদক্ষ ট্রেডারদের জন্য গোল্ড ট্রেড না করাই উত্তম৷গোল্ড ট্রেড করা অনেক লাভজনক এবং এজন্য যথেষ্ঠ অভিজ্ঞতা ও পুজিঁর প্রয়োজন হবে৷তাই নতুন ট্রেডারগণ গোল্ডে ট্রেড করার চিন্তা বাদ দিয়ে প্রথমে eur/usd পেয়ারে ট্রেড করার অভ্যাস তৈরি করুন৷অন্যের লোভনীয় কথায় কান দিবেন না৷ক্ষতিগ্রস্হ হবেন এবং ফরেক্স মার্কেট থেকে বিদায় হয়ে যাবেন৷
-
গোল্ড এ ট্রেড করা ভালো। গোল্ড এ ট্রেড করতে হলে শুধুমাত্র্ গোল্ড নিয়েই এনালাইসিস পূর্বক দীর্ঘসময়ব্যাপী বা লং ট্রেড করতে হবে। গোল্ড ট্রেড না বুঝলে নির্ঘাত বিপদ হবে। সুতরাং রিয়েল ট্রেডিং এর পূর্বে চার বা পাঁচ মাস ডেমো ট্রেডিং করতে হবে।ডেমোতে সফলতা থাকলে মানি ম্যানেজমেন্ট ঠিকভাবে চালিয়ে রিয়েল ট্রেডিং এ গেলে গোল্ড খুবই লাভজনক এবং নিরাপদ পেয়ার।
-
আমরা কখনই গোল্ডে ট্রেড করব না ।গোল্ডে ট্রেড করতে হলে আপনাকে অনেক অভিগতা অতজন করতে হবে ।তাই কার কথা শুনে বা টাকার জন্য এই ভুল কজ টি করতে জাবে না ্*তাহলে আপনার প্রচুর লস হবে ।তাই আমরা যদি গোল্ডে ট্রেড করতে চাই তাহলে আমাদের অনেক দখতা নিতে হবে অনেক কিছু শিখতে হবে তাহলে এই ব্যবসায় লাভবান হয়ে পারব।
-
গোল্ডে ট্রেদ করতে হলে আপনাকে জানতে হবে গোল্ডের মার্কেট সম্পর্কে।আপনি যদি গোল্ডের মার্কেট সম্পর্কে যদি ভালভাবে জানতে পারেন তাহলে আমি মনে করব গোল্ডে ট্রেদ করা কোন বিষয় না।তবে গোল্ড ট্রেদ এ স্প্রেড একটু বেশি।
-
গোল্ড পেয়ারটি প্রচুর মুভ করে থাকে। এতে লাভ করার সুযোগ ও বেশি থাকে। কিন্তু গোল্ড এ অনেক স্প্রেড। অন্যান্য কারেন্সি এর তুলনায় এত স্প্রেড বেশী যে আপনি ট্রেড করার সাথে সাথে অনেক পিপ লসে ট্রেড ওপেন হবে। তাই আমি গোল্ড ট্রেড থেকে বিরত থাকি।
-
ফরেক্স মার্কেটে গোল্ড পেয়ারটি হলো সবথেকে বেশি ভোলাটাইল এবং বেশি স্প্রেডের। এ কারণে যাদের মূলধন কম তাদের কখনোই গোল্ড পেয়ারে ট্রেড করা উচিত নয়। মার্কেট বেশি ভোলাটাইল এবং স্প্রেড বেশি থাকায় লসের পরিমাণ অনেক হয়ে যেতে পারে ফলে মূলধন কম হলে খুব সহজেই মূলধন শুন্য হয়ে যেতে পারে। তাছাড়া গোল্ড পেয়ারে ট্রেডিং করতে হলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন। যারা ফরেক্স মার্কেটের দীর্ঘদিন ধরে ট্রেডিং করছেন তারা গোল্ডে ট্রেডিং করতে পারেন কিন্তু যারা ফরেক্স মার্কেটে নতুন তাদের গোল্ডেন ট্রেড করা খুবই বিপদজনক। ফরেক্স মার্কেটে আমি নতুন অবস্থায় গোল্ডে ট্রেড করতে গিয়ে একাউন্ট ব্যালান্স শূন্য করে ফেলেছিলাম কারণ গোল্ডে যদি কোন কারণে ভুল ট্রেড করা হয় তাহলে আর রক্ষা নাই অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য হবেই।
-
গোল্ড অনেক বেশি ভোলটালিটি সম্পন্ন একটা পেয়ার এখানে অনেক বেশি মুভ হয়ে থাকে যা অনেক ছোট একাউন্টই নিমিষেই খালি করে দিতে পারে। তাছারা যদি ভালো অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার না হওয়া তাতে করে গোল্ডে এ যাওয়া ঠিক হবে না। কারন গোল্ড পেয়ার সঠিকভাবে বুজতে অনেক বেশি এনালাইসিস এর দরকার পড়বে।
-
ফরেক্স মার্কেট এ বিভিন্ন দেশ এর কারেন্সি,ক্রস পেয়ার,গোল্ড,সিলভার ,ওয়েল ট্রেড করা যাই,কিন্তু আমি সাধারণত কারেন্সি পেয়ার এ এন্ট্রি নিয়ে থাকি,গোল্ড ট্রেড খুব রিস্কি,গোল্ড খুব বেশি মুভ করে থাকে,তাই ব্যালেন্স হারানোর সম্ভবনা বেশি থাকে,তাই আমি এই গোল্ড ট্রেড থেকে বিরত থাকি,এর জন্য প্রচুর দক্ষতার প্রায়োজন।
-
আমার মতে গোল্ডে ট্রেড করার জন্য একজন ট্রেডারের অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ হওয়ার প্রয়োজন হয় পাশাপাশি অনেক ব্যালেন্স থাকার দরকার হয়, কারণ গোল্ডে মার্কেট একদিনে 1,000 পিপস পর্যন্ত মুভমেন্ট করে থাকে,আর একারণেই যদি ট্রেডারের অ্যাকাউন্টে যথেষ্ট ব্যালেন্স না থাকে এবং মার্কেট যদি তার বিপরীত দিকে যেতে থাকে তাহলে যেকোনো সময় ব্যালেন্সে জিরো হয়ে যেতে পারে,তাই প্রচুর ব্যালেন্স এবং প্রপার অভিজ্ঞতা ও দক্ষতা ছাড়া গোল্ডে না করাই উত্তম বলে আমার কাছে মনে হয়।তাছাড়া আমরা যারা ফরেক্স মার্কেটের নতুন এবং আমাদের ব্যালেন্সের পরিমাণ তুলনামূলক ভাবে কম তাদের গোল্ডে ট্রেড করার কথা চিন্তাও করা উচিত নয়। বরং অন্যান্য কারেন্সিতে ট্রেডিং করে ছোট ছোট লাগভ সন্তুষ্ট থেকে মার্কেটে টিকে নিজেদেরকে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তোলা উচিত, যাতে করে ভবিষ্যতে ফরেক্স ট্রেডিং থেকে খুব ভালো আয় করতে পারে।