-
আসলে আমরা মানি ম্যানেজমেন্ট তেমন একটা মানতে চাই না তার আসল কারণ হল আমরা ট্রেড ম্যানেজমেন্ট ফলো করতে চাই না। আমরা আসলে শতকরা হিসেবে ট্রেড করি না। আমরা চাই আমাদের একাউন্ট ডাবল বা ট্রিপল করতে। তাই তো আমরা বার বার একাউন্ট জিরো করি। কিন্তু মানি ম্যানেজমেন্ট কোনভাবেই শিখা হয় না।
-
বেশি লাভ করতে যেয়ে ফরেক্স এ ট্রেডাররা তাদের একাউন্ট পর্যন্ত হারিয়েছে। আপনার যত ইনভেস্ট থাকুক না কেন আপনি ও শুন্য হতে পারেন যদি মানিমেনেজমেন্ট না মানেন। মানি মেনেজমেন্ট করে ট্রেড না করলে ট্রেডাররা কখনওই বিজয় লাভ করতে পারবে না।
-
আপনি একেবারে সঠিক কথাই বলেছেন ভাই। এখানে আমাদের মধ্যে এরকম অনেক ট্রেডার আছেন যারা লাইনে থাকতে থাকতে হটাৎ* লাইন থেকে মনের অজান্তে সরে পড়েন ,এবং মানি ম্যানেজম্যান্ট ছাড়াই রেনডমলী যেখানে সেখানে ট্রেড নিয়ে ধরা খান। সুতরাং আমরা যদি একটু বিবেচনা করে এখানে নিজের লোভকে কন্ট্রোল করে, সঠিকভাবে মানি ম্যানেজম্যান্ট ফলো করে সঠিক এনালাইসিসের মাধ্যমে ট্রেড গুলো করি তাহলেই আশা করা যায় সফলকাম হওয়ার।
-
ভাই কথাটা অত্যন্ত সুন্দর ভাবে বোঝাতে পেরেছেন। আমি বলি মানিম্যানেজমেন্ট হলো গিয়ে আপনার একাউন্টের সুরক্ষা কবজ। যা ব্যবহার করলে আপনার একাউন্ট থাকবে ১০০ভাগ সুরক্ষিত। সুতরাং মানিম্যানেজমেন্ট ব্যবহার করবেন তাহলে আপনি আপনার লাভটাকে ধরে রাখতে পারবেন। প্রতিটি কাজের এক একটা সিস্টেম থাকে ফরেক্স এর ও সেই রকম বিশেষ একটা সিস্টেম হলো মানিম্যানেজমেন্ট। সঠিক মানিম্যানেজমেন্ট করার জন্য অাপনাকে ডেমো প্র্যাকটিস করতে বার বার তাহলে সঠিক সিস্টেমটা বের হয়ে যাবে।
-
আমি মনে করি মানি ম্যনেজমেন্ট হলো ট্রেডারদের তাদের ট্রেডিং কৌশল পরিচালনা করার জন্য একটি সুরক্ষা কবজ। যার মাধ্যমে আপনার এ্যাকাউন্ট শতভাগ সুরক্ষিত থাকবে। আর এভাবে যদি প্রত্যেক ট্রেডার তাদের মানি ম্যনেজমেন্টকে সঠিকভাবে পরিচালনা করতে পারে তাহলে অবশ্যই তাদের লাভটাকে ধরে রাখতে পারবে। আর সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট পরিচালনার করার জন্য আপনি নিয়মিত ডেমো অনুশীলন করতে পারেন তাহলে আপনি অবশ্যই এক সময় সঠিক নিয়ন্ত্রণের মধ্যে চলে আসতে পারবেন।
-
ভাই ফরেক্স মার্কেটে আসলে মানি ম্যানেজ ম্যান্টকে বলা হয়ে থাকে ফরেক্সের প্রাণ। তাই এখানে ফরেক্সের সকল শিক্ষাই যদি আপনি সম্পূর্ণভাবে শিখে ফেলেন তাতে কোন লাভ হবেনা,যদিনা আপনি ট্রেডিং এর সময় মানি ম্যানেজম্যান্ট ফলো করেন। তাই আমাদেরে প্রতিটি ট্রেডারের উচিত হবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এই মানি ম্যানেজ ম্যান্টকে, তাহলে এখানে আপনার ব্যালেন্সটা অন্তত পক্ষে বজায় থাকবে।
-
গল্পটি চমৎকার ভাবে আপনি বুঝিয়েছেন আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে। কেউ যদি শুধু ট্রেডের জন্যই ট্রেড করে আর ট্রেড করতে করতে ভুলে যায় তার আসলে কতটুকু বোঝা নেওয়ার ক্ষমতা আছে তাহলে তাকে মার্জিন কল খেয়ে শুন্য হতে হবে এখানে। আমার মতে এমনভাবে ট্রেড করা উচিত যেন তার বিপদমাত্রা সবসময় লক্ষ্য থাকে তানাহলে সে যেকোন সময় বিপদে পড়ে যেতে পারে আর সবকয়টি ট্রেড অটোমেটিক ক্লোজ হতে পারে যেকোন সময়। সাবধানে ট্রেড করা উচিত আমাদের কারণ আমাদের বিনিয়োগকৃত টাকা অনেক কষ্টার্জিত টাকা ভুললে চলবে না।
-
চমৎকার একটি উদাহরণ আমরা পড়লাম৷এই উদাহরণ থেকে আমরা আমাদের ট্রেডিং অ্যাকাউন্টের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করা উচিৎ৷ফরেক্স মার্কেটে ট্রেড করতে এসে আমরা সবাই খুব দ্রুত ধনী হওয়ার লোভে পড়ে বেশি লাভের আশায় আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সের তুলনায় বড় বড় সাইজের লটে ট্রেড করতে শুরু করে দেই৷আবার মাঝে মাঝে একটু প্রফিট আসতে থাকলেই ওভার ট্রেড করতে থাকি৷তখন দেখা যায় লাভের পরিবর্তে একটু একটু করে লস হচ্ছে এবং পরবর্তীতে লস বৃদ্ধি পেতে পেতে পুরো ব্যালেন্সটাই যেন শূন্য হয়ে যায়৷এভাবে আমি এবং আমরা অনেকেই এই সঠিক মানি ম্যানেজমেন্ট না মানার ফলে একাউন্ট অসংখ্যবার শূন্য করেছি৷যেসকল ট্রেডারদের মানি ম্যানেজমেন্ট যত ভাল তাদের প্রফিটও তত ভালো আসে৷
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে চাইলে আর নিয়মিত লাভ করতে চাইলে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে কারন যে যত ভাল করে মানি ম্যানেজমেন্ট করতে পারবে সে তত বেশি লাভবান হবে কারন মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করলে অ্যাকাউন্ট টিকে থাকবে আর অ্যাকাউন্ট যদি টিকে থাকে তাহলে আপনি ফরেক্স মার্কেট এ লাভ করতে পারবেন অনেক সহজ এ
-
ফরেক্স এ সফলতার গোপন রহস্য হচ্ছে মানিম্যানেজমেন্ট এটা অভিজ্ঞদের কথা। আসলে ফরেক্স ট্রেড করার জন্য কিছু নিয়ম কানুন আছে যেগুলোকে সব সময় মেনে চলতে হয়। কোন নিয়মের ঘাটতি থাকলেই ফরেক্স ট্রেড এ টেকা যায় না যেমন মানিম্যানেজ অত্যান্ত গুরুত্ব পূর্ন একটি বিষয় ফরেক্স ট্রেড এর জন্য।যেই ট্রেডার যত ভাল মানিম্যানেজমেন্ট করতে পারেন তিনি ততটাই সফল এই মার্কেট এ। তাই আমাদের ফরেক্স শেখার মধ্যে সবচেয়ে আগে গুরুত্ব দিতে হবে মানিম্যানেজমেন্টকে।