-
এক কথায় মন স্তির করাই সেন্টি মেন্টাল এনালাইসিস। তবে আমার মতে - ব্যবসার ক্ষেত্রে যতবারেই মনের শুনবেন - ততবারই লস করবেন বা করতেই হবে। আপনাকে ব্যবসা করতে হবে ব্যবসায়ীর মত করে। এখানে সেন্টিমেন্ট এর কোন মুল্য আছে বলে আমার মনে হয় না। তারপরও যদি কেউ এখানে তা ব্যবহার করতে চায় তো করুক।
-
সেন্টিমেন্টাল এনালাইসিস হল ফরেক্স মার্কেটে নিজের জ্ঞান দক্ষতা এবং মেধাকে কাজে লাগিয়ে ট্রেড করার পূর্বে মার্কেটের দিক নির্ধারণ করা কে সেন্টিমেন্টাল এনালাইসিস বলা হয় ফরেক্স মার্কেটের ক্ষেত্রে সাধারণত তিন ধরনের এনালাইসিস রয়েছে ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সাধারণের খুবই গুরুত্বপূর্ণ সময় বিশেষ একটি ব্যবহার হয়ে থাকে ফরেক্স মার্কেটে যখন ফান্ডামেন্টাল এনালাইসিস এবং টেকনিকাল এনালাইসিস এর ব্যবহার প্রয়োজন হয় না নিজের বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে সেন্টিমেন্টাল এনালাইসিস করে ট্রেড করতে হয়
-
মার্কেটে যে তিন ধরনের এনালাইসিস আছে তার মধ্য অন্যতম হরো এই সেন্টিমেন্টাল এনালাইসিস । ফরেক্সে আমরা যেভাবেই ট্রেড করি না কেন আমাদের অনেক বেশি পরিমাণে মনে রাখতে হবে যে এনালাইসিস করেই প্রফেশনালরা ট্রেড করে এবং তারা সফল হতে পারে । আমার মতে ফরেক্সে ট্রেডিং করতে হলে সবচেয়ে বেশি প্রযোজন হয় আমাদের দক্ষতা ও মানসিক বিশ্লেষণ যেটা সেন্টিমেন্টাল এনালাইসিস হিসেবে পরিচিত ।
-
ফরেক্স মার্কেটে সাধারণত তিন ধরনের এনালাইসিস হয়ে থাকে।1,ফান্ডামেন্ট াল এনালাইসিস,, 2টেকনিক্যাল এনালাইসিস,,এবং 3, সেন্টিমেন্টাল এনালাইসিস সেন্টিমেন্টাল। এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ এখানে যদি আপনি খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন এবং সেন্টিমেন্টাল এনালাইসিস যদি আপনি সফলতা অর্জন করতে পারেন তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। আসলে মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য আপনি বিভিন্নভাবে এনালাইসিস করে থাকেন। এখানে 70 পার্সেন্ট ট্রেডারি সেন্টিমেন্টাল এর উপর অনেকাংশে নির্ভর করে থাকে যার ফলে এরা ব্যর্থতার শিকার হয়। অনেক সময় সফলতা অর্জন করতে পারে তবে আপনার পক্ষে থাকে তাহলে আপনি ভাল প্রফিট করতে পারবেন এখান থেকে।
কারন যারা সেন্টিমেন্টাল ভাবে ট্রেড করেন তারা তাদের ইমোশোনকে ওভারকাম করতে বেশি পছন্দ করে থাকেন। তারা একসঙ্গে মনে করেন যে অনেকগুলো করে ট্রেড নিয়ে থাকেন, তাদের মধ্যে কোন প্রকার দুঃচিন্তা কাজ করে না,,অর্থাৎ লোভ লালসাকে নিয়ন্ত্রণে রেখে নিজের দক্ষ ও অভিজ্ঞতা দ্বারা সঠিকভাবে কৌশল অবলম্বন করে ট্রেড করে প্রফিট অর্জন করাটাই হচ্ছে সেন্টিমেন্টাল এনালাইসিস এর কাজ ধন্যবাদ।