-
অন্যান্য ইন্ডিকেটরের মত মুভিং এভারেজও একটি ইন্ডিকেটর । বাংলাদেশি ট্রেডারদের নিকট এর জনপ্রিয়তা অনেক বেশি, প্রায় ৯০% ট্রেডার এটি ব্যবহার করেন । এটি মার্কেটের একটি এভারেজ মুভমেন্ট প্রদান করে । এটা দেখে আপনি মোটামুটি একটা ধারণা নিতে পারেন, তবে শুধু ইন্ডিকেটরের ভরসায় থাকলে হবে না আপনাকে আপনার নিজের একটি ট্রেডিং সিস্টেম বানাতে হবে যেটা আপনাকে ১০০% অথাবা ৪০% নিশ্চয়তা প্রদানে সহায়তা করবে ।
-
এখানে মুভিং এভারেজ হচ্ছে একটা ইন্ডিকেটর। যেটা এই ফরেক্স মার্কেটে ট্রেডারগণ মার্কেটের প্রাইজ ভ্যালু জানার জন্য ব্যবহার করে কাজ করেন। এবং এটা আপনাকে ট্রেডিং এর ক্ষেত্রে অনেকটা সহায়তা প্রদান করবে যে মার্কেটের গতিবিধিকে পর্যবেক্ষণ করে ভবিষ্যতের সম্ভাবনাকে কতটুকু সঠিক প্রমাণিত করা যায় ট্রেডের মাধ্যমে। তাই মুভিং এভারেজ সম্পর্কে ভাল ধারনা থাকা আমাদের সকলের জন্যই অত্যন্ত প্রয়োজনীয়।
-
ফরেক্সের ট্রেডিং প্লাটফরমে অনেক ইন্ডিকেটর ফ্রি হিসাবে আছে তার ভিতর একটি ইন্ডিকেটর হচ্ছে মুভিং এভারেজ। মুভিং এভারেজ ব্যবহার করে অনেক ট্রেডার ট্রেড করে থাকে এবং আমার জানামতে মুভিং এভারেজ মার্কেটকে একটি এভারেজ পজিশন বর্ণনা করে থাকে এবং তা ব্যবহার করে ট্রেডারবৃন্ধ ট্রেড করে থাকে। মুভিং এভারেজ ব্যবহার করে মার্কেটের পজিশন বা উঠানামা বুঝে ট্রেড করে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং প্রতিটি ট্রেডে ভালো রিটার্ণ পাওয়া যায় বলে আমি মনে করি।
-
ফরেক্স ট্রেডিং প্লাটফরমে অনেক ফ্রি ইন্ডিকেটর আছে আর সেগুলোর মধ্যে মুভিং এভারেজ অন্যতম। বিশ্বের অনেক দক্ষ ও অভিজ্ঞ ট্রেডাররা এই মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করে থাকে। আমার জানা মতে এটি দিয়ে মার্কেটের পজিশন বুঝা অনেক সহজ হয়ে পড়ে। আর এই মুভিং এভারেজ ব্যবহার করে খুব সহজেই বুঝায় কারেন্সি পেয়ারগুলো উঠানামা সম্পর্কে। এজন্য আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মুভিং এভারেজ সবচেয়ে বেশি একটি ইন্ডিকেটর।
-
বিশ্বের অনেক ট্রেডারদের কাছেই এই moving average এটি জনপ্রিয় ইন্ডিকেটর হিসেবে ব্যবহৃত হয়ে থাকে৷আবার এই movie average দিয়ে অনেকেই দুই বা ততোধিক crossover trading strategy তৈরি করে থাকেন এবং তা দিয়ে নিয়মিত প্রফিটও করতে পারেন৷ moving averageএর বিভিন্ন রেশিও কমিয়ে/বাড়িয়ে সেট করে ট্রেডারগণ ট্রেড করে থাকেন৷যেহেতু moving average একটি technical indicator তাই এর সাহায্যে ট্রেডাররা তাদের ট্রেডিং চার্টগুলোতে অতীত trend এবং Support/resistance level গুলো চিহ্নিত করতে পারবেন কিন্তু ভবিষ্যৎ Trend এবং support/resistance level নিয়ে কখনই 100% নিশ্চিত হতে পারবেন না৷টেকনিক্যাল এনালাইসিসের সুবিধার্থে এসব Moving average নামের indicator এর সামান্য সহযোগিতা নেওয়া যেতে পারে কিন্তু এগুলোর ওপর কখনই সম্পুর্ন নির্ভর করে ট্রেড করা উচিত নয়৷
-
হ্যাঁ বন্ধু আমি আপনাকে অনুসরণ করছি যদি আমরা জীবনে সফল হতে চাই তবে কঠোর পরিশ্রমের প্রয়োজন সর্বদা প্রয়োজন সেই ব্যক্তিরা সর্বদা জীবনে কঠোর পরিশ্রম করেন এবং তবুও, এই লোকেরা সর্বদা ব্যর্থ হয় যারা নিস্তেজ এবং কান্নাকাটি করে যদি আমরা সফল হতে চাই ফরেক্স ট্রেডিং, তারপরে আমাদের এতে আরও কঠোর পরিশ্রম করতে হবে। আমরা যদি কাজ না করি তবে আমরা ব্যর্থ হব তাই আজ আমাদের মনে আছে আমরা জীবনের প্রতিটি সকালে কঠোর পরিশ্রম করব এবং সাফল্য অর্জন করব
-
ফরেক্স মার্কেটে মুুভিং এভারেজ আমরা আমরা অবশ্যই ব্যবহার করব । ক্যান্ডেললিস্ট গুলো বাই ও সেল করার জন্য মুভিং এভারেজ ব্যবহার করা দরকার । মুভিং এভারেজ ইনডিকেটরটি মেটাট্রেডার ইন্ডিকেটর লিস্টে ডিফল্ট হিসেবে দেয়া আছে । আমরা অবশ্যই মুুভিং এভারেজ ব্যবহার করার চেষ্টা করব ।
-
মুভিং এভারেজ দ্বারা ফরেক্স মার্কেট এর অনেকটা ভাল করে সুবিধা মত বুঝা যায় যে মার্কেট কোন দিকে যেতে পারে।মুভিং এভারেজ ফরেক্স মার্কেটে জনপ্রিয় একটি অন্যতম ইন্ডিকেটরগুলোর মধ্যে একটি। আপনি যদি সঠিকভাবে ফরেক্স মার্কেটে মুভিং এভারেজ সম্পর্কে জ্ঞান অর্জনে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারেন তাহলে অবশ্যই ফরেক্স মার্কেট একজন সফল ট্রেডার হয়ে উঠতে পারবেন।আমি মনে করি মুভিং এভারেজ ছারা কোন ট্রেডারদের রিয়েল ট্রেড করা ঠিক না । আসলে মুভিং এভারেজ হল সব থেকে বেশি পরিমাণে ব্যবহৃত এনালাইসিস টুল।১০০ ২০০ বা ১২০ এইগুলা বেসি ইউজ হয়।
-
যারা ফরেক্স ট্রেড এর সাথে জড়িত আছেন তারাই সবাই কম বেশি মুভিং এভারেজ ব্যবহার করে থাকেন। মুভিং এভারেজ ইন্ডিকেটরটি মেটাট্রেডারে ডিফল্টভাবে দেওয়া থাকে। মুভিং এভারেজ দিয়ে আমরা মার্কেট এর গড় প্রাইচ সম্পর্কে ধারনা নিতে পারি। কেননা মুভি এভারেজ মার্কেট এ অনেকটা ডাইনামিক সাপোটং রেজিসট্যান্স হিসেবেও কাজ করে।
-
ফরেক্স মার্কেটে মুুভিং এভারেজ আমরা আমরা অবশ্যই ব্যবহার করব । ক্যান্ডেললিস্ট গুলো বাই ও সেল করার জন্য মুভিং এভারেজ ব্যবহার করা দরকার । মুভিং এভারেজ ইনডিকেটরটি মেটাট্রেডার ইন্ডিকেটর লিস্টে ডিফল্ট হিসেবে দেয়া আছে । আমরা অবশ্যই মুুভিং এভারেজ ব্যবহার করার চেষ্টা করব ।