আপনার পোষ্টটি পড়ে আমি যতোটুকু বুঝতে পারলাম যে আপনি টেক প্রফিট এর কথা বলেছেন এবং এর উপকারীতার সম্পর্কে তুলে ধরেছেন। নিঃসন্দেহে টেক প্রফিট অপশনটি একটি গুরুত্বপূর্ণ একজন ট্রেডারের এর জন্য। কেননা অনেক সময় আমরা মার্কেট থেকে দূরে থাকি বা কম্পিউটার বা মোবাইলের কাছ থেকে দূরে থাকা হয়। আর এ সময় আমাদের টার্গেট অনুযায়ী যদি মার্কেট টাচ করে সে ক্ষেত্রে ট্রেডটি অটোমেটিকভাবে ক্লোজ হয়। যার ফলে আমরা অনুপস্থিত থাকা সত্ত্বেও টেক প্রফিট নিতে পারে। তাই আমাদের টেক প্রফিট এবং স্টপ লস সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে কোথায় টেক প্রফিট বসাতে হবে কোথায় স্টপ লস বসাতে হবে এ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।