-
ডেমো ট্রেড না করে দ্রুত রিয়েল ট্রেডিং এ চলে আসা , টিকে থাকার জন্য ট্রেড করা ও অন্ধভাবে ট্রেড সিগন্যাল অনুসরনের ফলেই আমরা নতুন ট্রেডাররা ঝরে পড়ি । তাই আমাদের উচিত হবে ঝরে পড়ার কারণগুলোকে যথার্থভাবে বিশ্লেষণ করে খুব বেশি পরিমাণে প্রেকটিস করা । ফরেক্সে যে যত বেশি ট্রেডিং করতে পারে সে তত বেশি পরিমাণে ফরেক্সে সফল হতে পারে । চর্চাই একজন মানুষকে উত্তম করতে পারে ।
-
অনেক কারনেই একটা ট্রেডার ঝরে যায় । যদি আমি আমার দিক থেকে হিসেব করি তাহলে আমি তিন টা কারনের মধ্যে সবার আগে রাখবো ধোর্য কম থাকাটা। আমাদের ধৈর্য অনেক কম তাই আমরা খুব জলদি রিয়েল ট্রেডে চলে যাই আর লস করে ফেলি। দ্বিতীয় যে কারন টা আমি বলবো তা হলো লস রিকভার করতে না পারা। না শিখে না বুঝে ট্রেড করার কারনে যে লস হইছে সেইটা রিকভার করতে না পারার জন্য অনেকে চলে যায়। তৃতীয় যে কারন টা বলবো তা হলো না বুঝা বা এনালাইজ করতে না পারা। এনালাইজ অনেক বড় একটা ব্যাপার এনালাইজ ছাড়া আসলে লাভ করা তো সম্ভব ই না লস আটকানোও সম্ভব না
-
ফরেক্স ট্রেডিং ব্যবসায় সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিজ্ঞতা অর্জন এবং অভিজ্ঞতা কে সটিক ভাবে কাজে লাগানো। ফরেক্স ট্রেডিং ব্যবসায় অভিজ্ঞতা টা কোব তারাতাড়ি অর্জন করা যায় না। যারা মনে করে অল্প সময়ে অভিজ্ঞতা অর্জন করে অনেক কিছু শিখে ফেলেছে তারাই কোব সহজে তারা তাড়ি ঝরে পরে ফরেক্স ট্রেডিং ব্যবসায়।
-
যে তিনটি কারণে ট্রেডার্সের ঝরে যায় তার প্রধান কারণ হলো অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেড করা। লোভ করা, এবং বেশি লিভারেজ নিয়ে ট্রেডিং করা। এই সকল কারণের জন্য বেশিরভাগ ট্রেডার্স অল্পতেই ঝরে যায়।
-
আপনি যে কারন গুলোর কথা বলেছেন সেগুলোর চেয়ে ও লস খাওয়ার অন্যতম বড় কারন হল অতিরিক্ত রিক্স নিয়ে বড় বড় লটে ট্রেড করা এবং লোভ করা। তবে আপনার কথাগুলোও গুরুত্বপূর্ণ আমরা যদি এগুলো পরিহার করতে পারি তাহলে আমরা সফল হতে পারব এবং আমরা লসকে বিদায় জানাতে পারব।
-
অধিকাংশ ট্রেডার অনেক কারণে লসে পড়ে যায় । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লস ঠেকাতে হবে । আমরা এই লসের জন্য সমস্যায় পড়ে যাই । এই ক্ষতিগুলো হল :
(১) লোভ
(২) ধৈর্য্য
(৩) লিভারেজ ।
-
প্রিয় ভাই আপনি ঠিক বলেছেন আমরা আমাদের অভ্যন্তরীণ আরাধ্য ব্রুট এর সম্পূর্ণতা করি। আমরা আশাহীন হয়ে আগ্রহী হয়ে উঠি, আমরা বিশাল পার্সেল বিনিময় করি, আমরা নির্বাহীদের যথাযথভাবে অনুসরণ করি না। এটাই সেই মাধ্যম যার দ্বারা আমরা সামগ্রিকভাবে ভোগ এবং উত্সাহ। অতৃপ্তি এবং হতাশাই মৌলিক বিষয়
-
আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লস ঠেকাতে হবে । আমরা এই লসের জন্য সমস্যায় পড়ে যাই । এই ক্ষতিগুলো হল :
(১) লোভ
(২) ধৈর্য্য
(৩) লিভারেজ ।
-
ফ্রী ফরেক্স মার্কেট থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে ট্রেডার গান হারিয়ে যায় এর নির্দিষ্ট কোন কারণ নেই এক একজন এক একটা ভুলের কারণে ফরেক্স মার্কেট থেকে তাদের বিদায় নিতে হয় আমি মনে করি ফরেক্স থেকে বিদায় নেওয়ার আরো বেশ কিছু কারণ আছে যদি ফরেক্সে কেউ জ্ঞান বা দক্ষতা অর্জন না করে ট্রেডিংয়ে চলে আসে সে ক্ষেত্রে বেশিদিন মার্কেটে টিকে থাকতে পারে না তারপর অনেকেই ট্রেড করে ধৈর্যহীন হয়ে পড়ে আসলে ফরেক্স মার্কেটে ধৈর্যের অনেক বড় একটি বিষয় রয়েছে আমি মনে করি যার ধৈর্য্য নেই ফরেক্স মার্কেটে তার কাজ না করাটাই উত্তম কারণ এখানে প্রচুর ধৈর্যের প্রয়োজন টিকে থাকতে হলে অবশ্যই ধৈর্যের সাথে টিকে থাকতে হবে এবং আরেকটি কারণ হলো লোভ ফরেক্স মার্কেটে যাদের অধিক লোভনীয় হয়েছে তারাও খুব বেশি দিন টিকে থাকতে পারে না বড় বড় মনীষীদের কথাই আছে লোভে পাপ পাপে মৃত্যু ফরেক্স মার্কেটের যদি কেউ একাধিক লোভের ফাঁদে পা দেয় তাহলে খুব বেশিদিন ফরেক্স মার্কেটে স্থায়িত্ব হয় না এমন অসংখ্য কারণ রয়েছে যে সকল কারণে ফরেক্স ট্রেডার 100 ভাগের 95 ভাগ ঝরে পড়ে তাই সকল বিষয় আমাদের জ্ঞান ও দক্ষতা অর্জন করে তারপর ফরেক্স মার্কেটে কাজ করতে আসা উচিত
-
আপনি একদমই ঠিক কথা বলেছেন। ফরেক্স মার্কেট থেকে ঝরে যাওয়ার প্রথম কারণ হলো ট্রেডিং সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন ছাড়াই ট্রেডিং শুরু করে দেয়া। অতিরিক্ত লোভ এবং অধৈর্যতা। অন্যের সিগন্যাল নির্ভর অন্ধভাবে ট্রেডিং করা। আর তাছাড়া রিভেঞ্জ ট্রেড নেয়াও ফরেক্স মার্কেট থেকে ঝরে যাওয়ার অন্যতম কারণ। এগুলো এই ফরেক্স মার্কেটের লস করার প্রধান কারণ। আমরা পুরোপুরি ফরেক্সের সম্পর্কে না জেনেই ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন না করেই ট্রেড শুরু করে দিন। ফরেক্স সম্পর্কে সামান্যতম জ্ঞান নিয়েই তড়িঘড়ি করে ফরেক্স ট্রেডিং করতে চলে আসি। ফরেক্স এ লস করা অন্যতম কারণ হলো অতিরিক্ত লোভ এবং অধৈর্যতা। আর ফরেক্স এ সফলতার জন্য মূলধনের থেকেও যেটা বেশি দরকার সেটা হলো ফরেক্স সম্পর্কে দক্ষতা এবং অভিজ্ঞতা। কিন্তু সে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন না করেই ফরেক্স সম্পর্কে এবিসি নলেজ নিয়েই আমরা ট্রেনিং শুরু করে দেই। এটাই হলো ফরেক্সের লস করার বড় কারন। যতক্ষণ না পর্যন্ত এই মানসিকতার পরিবর্তন না ঘটবে ততোদিনে ফরেক্সে লাভ করার সুযোগ নেই।