যখন বড় কোন নিউজ থাকে মার্কেট এ তখন হঠাত ভোলাটিলিটি এত বেড়ে যায় যে কোন প্রকারের অপারেশন কাজ করতে চায় না। যে কারনে নিউজ আওয়ারে ট্রেড করা উচিত নয়। নিউজ আওয়ারে সঠিক কোন ট্রেড টেক করা যায় না এটা সবার ক্ষেত্রেই একই। আমাদের উচিত নিউজের সময়ে ট্রেড করা থেকে বিরত থাকা। অনেকে এই সময়ে ট্রেড করার চেষ্টা করেন যা মোটেই ঠিক নয়। কারণ এই সময়ে আপনার একাউন্টে লাভ যোগও হতে পারে আবার ভূল হলে পুরো একাউন্ট জিরো হয়ে যেতে পারে।