-
আসলে ফরেক্স মার্কেটে ভাল ব্যবসায়ী হতে হলে আপনাকে বেশি করে এনালাইসেস করতে হবে । আপনি এনালাইসেস ব্যতিত ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন না । এনালাইসেস ছাড়া ট্রেড করলে আপনি লসে পরে যাবেন । আপনি মার্কেটে যত বেশি এনালাইসেস করবেন তত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন । মার্কেট এনালাইসেস ব্যতিত আপনি ফরেক্স মার্কেটে কোন দিনও সফলতা লাভ করতে পারবেন না ।
-
আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ঠিকে থাকতে হলে আপনাকে আগে অবশ্যই এনালাইসিস করা শিখতে হবে। কারন আপনি যদি এনালাইসিস করতে না পারেন তবে আপনি ট্রেড এ প্রবেশ করতে পারবেন না। আর এনালাইসিস ছাড়া ট্রেড করলে আপনি নিশ্চিত লস এর মুখ দেখবেন। ফরেক্স এ তিন ধরনের এনালাইসিস আছে যা আপনি বিভিন্ন সোর্স থেকে জেনে নিতে পারবেন।
-
যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা সব সময় এ্যানালাইসিস বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব । মার্কেট অ্যানালাইসের জন্য প্রথমে নিউজগুলো ভালভাবে দেখা দরকার।তারপর আমরা আমাদের টেকনিকেল ইন্ডিকেটরের সিগনালগুলো নিউজ ও এক্সপার্টদের সিগনালের সাথে মিলিয়ে ভাল অ্যানালাইসিস করতে পারি। আর যদি এনালাইসিস না করে মার্কেটে ওপেন করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই বেশী এমনকি ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা রাখে ।
-
আপনি যদি ফরেক্স মার্কেট এ ভাল করে আনাল্যসিস করতে পারেন তাহলে আপনার ৮০ % এর ও বেশি ট্রেড লাভ এ বন্দ হবে মানে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক ডলার লাভ করতে পারবেন তাই আপনি ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ করতে চাইলে আপনাকে ফরেক্স মার্কেট এ ট্রেড ভাল করে শিখতে হবে মার্কেট এ ভাল করে আনাল্যসিস করতে পারলে আপনি অনেক ভাল করবেন ফরেক্স মার্কেট এ ইন্সতাফরেক্স এ অনেক অনেক আনাল্যসিস পাওয়া যাই ওই গুল দেখেও আপনি অনেক কিছু শিখতে পারবেন
-
সফল হতে হলে সঠিকভাবে এনালাইসিস করতে হবে। টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, নিউজ এনালাইসিস এইগুলো ভালোভাবে ফলো করলে ফরেক্সে টিকে থাকা অনেক সহজ হয়ে যায়।
-
https://www.instaforex.com/bd/fibonacc_levels_dinapoli
এই লিংকটি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ । আমি মনে করি এনালাইসেস এর অর্থ হচ্ছে মার্কেটকে বেশি করে বুঝা এখানে মার্কেট সম্পর্কে যে যত বেশি এনালাইসেস করবে সে তত বেশি লাভবান হবে । তাই আমরা যদি মার্কেট সকল সময় এনালাইসেস এর উপরে থাকি তাহলে আপনি আমি সফল হবো ।
-
বিশ্বের সকল ট্রেডারগণ তিন পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল এনালাইসিস৷এই টেকনিক্যাল এনালাইসিসের প্রয়োজনে কিছু ইনডিকেটর ব্যাবহার করা হয়৷এগুলোর মধ্যে"ফিবোনাকি রেশিও" অন্যতম৷এর সঠিক ব্যবহারে প্রাইসের ট্রেন্ড,সাপোর্ট/রেসিস্টেনস্ কনফার্ম হওয়া যায়৷এক্সপার্ট ট্রেডারগণ সকলেই ফিবোনকি রেশিও প্রয়োগ করে থাকেন৷
-
এ্যানালাইসিস সর্ম্পকে অার কি বলব যা করতে হবে তা নিয়ে চিন্তা করতে হবে না । শুধু করতে হবে ডেমো অার ধরতে হবে ধৈর্য্য । অামরা এ্যানালাইসিস ছাড়া কোন সময়েই ট্রেড করব না । তাহলেই অামরা কোন টেনশনে পড়ব না । অতএব বেশী বেশী এ্যানালাইসিস করব ।
-
ফরেক্স মার্কেট এ চমৎকার একটি ট্রেডিং টুল হচ্ছে ফিবোনাচি। এই টুল দিয়ে অনেক প্রফেশনাল ট্রেডাররাও ট্রেড করে। আমি ব্যাক্তিগত ভাবে এই টুল দিয়ে এনালাইসিস করে থাকি। আমি এখানে ফিবোনাচি টুল হাইয়ার টাইম ফ্রেম এ ব্যবহার করে থাকি।
-
ভাই এখানে এনালাইসিস মূলত তিন প্রকার যথা: সেন্টিমেন্টাল, টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল ইত্যাদি । তবে আপনি যেটার কথা এখানে উল্লেখ করেছেন ফিবনাসি এনালাইসিস কি ? সেজন্য বলছি যে, ফিবনাসি রিট্রেসমেন্ট হল একটা ইন্ডিকেটর যেটা আপনাকে খুব সহজেই মার্কেটের সাপোর্ট ও রিজিসটেন্স খুজে পেতে বা বের করতে সহায়তা প্রদান করবে, কিংবা মার্কেট আর কতটুকু রিট্রেস করতে পারে সেটা জানতে পারবেন ।