-
ভাই লিভারেজ ব্যবহারের মাধ্যমে যদি সেটা সম্ভব হত তাহলে অনেকেই শুধু এটা নিয়েই পড়ে থাকত । তাহলে মানুষ আর কোন এনালাইসিস করতে যেত না, কোন ইন্ডিকেটর ব্যবহার করতো না । কারও একাউন্ট জিরো হওয়া নিয়ে আর কোন সমস্যাই হতো না, মানুষ আরামে ঘরে বসে শুধু লিভারেজ নিয়েই ট্রেড করে যেত ।
-
ফরেক্স মার্কেট এ লিভারেজ যত কম নেওয়া যায় ততই ভাল। তবে সব চাইতে বড় কথা হলো ফরেক্স এর ব্যপারে সঠিক জ্ঞান এবং ভাল প্র্যাকটিস থাকলে বা ট্রেডিং এর কলাকৌশল যদি জানা থাকে তাহলে লিভারেজ কোন সমস্যা নয়। আর ভাল মানিম্যানেজমেন্ট জানতে হবে তাহলে আমার মনে হয় যে একাউন্ট জিরো হবে না। আর অবশ্যই ভালভাবে ডেমো প্র্যাকিটিস করে নিতে হবে। যত ডেমো প্র্যাকটিস করবেন তত বেশী অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
-
দক্ষতার পাশাপাশি আমি ভাগ্য কেউ বিশ্বাস করি যদি ভাগ্য সহায় না থাকে তবে এক্সিডেন্টলি অনেক কিছুই হওয়া সম্ভব আজ অব্দি কোন দক্ষ ট্রেডার বলতে পারবেন না যে বর্তমানে বসে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না ফরেক্স মার্কেটে আমি বহুবার একাউন্ট ব্যালেন্স 0 করেছি এটা শুধু আমি নয় বরং সবাই করে তবে হ্যাঁ কিছুটা পার্থক্য থাকে একজন নতুন ট্রেডার এবং একজন পুরাতন ট্রেডার্স মধ্যে এজন্য ফরেক্স মার্কেটে অবশ্যই দক্ষতা জ্ঞান অভিজ্ঞতা এবং ধৈর্যের খুব বেশি প্রয়োজন
-
ফরেক্স মার্কেটে লস হবে এটা স্বাভাবিক। আসলে কিভাবে ট্রেড করলে লস হবে না সেই কৌশল আজও কেউ আবিস্কার করতে পারেনি তবে ব্যালেন্স জিরো হওয়া থেকে রক্ষা করা যেতে পারে যদি ভালোভাবে ফরেক্স শিখে ফরেক্স সম্পর্কে পুর্ন জ্ঞান অর্জন করে আত্মবিশ্বাসের সাথে ট্রেড করলে সবগুলো ট্রেডে লাভ করতে না পারলেও বেশিরভাগ ট্রেডে ভালো করা যায় এটা বলা যায়। আত্মবিশ্বাস না থাকলে ফরেক্স কেনো জীবনের কোন ক্ষেত্রেই সফলতা অর্জন করা সম্ভব না। ফরেক্স মার্কেটে ট্রেড করা সহজ কোন ব্যাপার নয়, এটি বেশ জটিল বিষয়। ব্যবসায়ের ক্ষেত্রে, আপনার ঝুঁকির মুখোমুখি হতে হতেই পারে, তাই বলে মনোবল হারানো যাবে না। এটি তিক্ত সত্য হলেও বাস্তব আসলে এরকমই। আ্পনি যেটা চাইবেন সেটা আপনা আপনিই আপনার কাছে এসে ধরা দিবে না, আপনাকে অর্জন করে নিতে হবে। ব্যবসায়ের সাফল্যের জন্য আপনার এমন একজন ব্যক্তির সাথে ডিসকাস করতে পারেন যার উচ্চ মানের অভিজ্ঞতা রয়েছে। আপনার আত্মবিশ্বাস থাকলে আপনি ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকিগুলি পরিচালনা করতে সক্ষম হবেন। আপনার দৃঢ় মনোবলের সাথে আপনি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি পরিচালনা করতে সক্ষম হবেন যদি থাকে strong আত্মবিশ্বাস। আপনি যদি নিজের মধ্যে সুরক্ষিত হন তবে আপনি বাণিজ্যের পথে থাকবেন। আপনি ট্রেড করার সময় আপনাকে এই জাতীয় কৌশল প্রনয়ন এবং তা কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে। মূলত, ইতিবাচক হওয়ার মানসিকতাই আপনাকে এগিয়ে রাখবে।
লস করলে প্রত্যেক ট্রেডারেরই মনের অবস্থা খুব খারাপ হয়। আমি এখনো ট্রেড করতে পারিনি তবুও সিনিয়র ট্রেডারদের এমন অবস্থা কাছ থেকে দেখেছি, তাই এ ব্যাপারে কিছুটা ধারনা আছে। প্রথমিক পর্যায়ে ফরেক্স মার্কেটে কিছু লস হতে পারে, তাই বলে ভেঙ্গে পড়া যাবে না, বরং এখান থেকে উত্তরনের পথ খুজে বের করতে হবে। ফরেক্স মার্কেটে লস হলে সর্বোপ্রথমে লসের কারন ও দুর্বলতাগুলো খুজে বের করতে হবে। সে অনুযায়ী ভুলগুলো সংশোধনের জন্য বেশি বেশি ভিডিও ও টিউটোরিয়াল দেখতে হবে। মার্কেট এনালাইসিস করতে হবে। বেশি বেশি ডেমো প্রাকটিস করতে হবে। মার্কেটে এসেই আপনি সফলতা অর্জন করবেন ব্যাপারটা এমন করে ভাবা যাবে না। প্রথমিক পর্যায়ে আপনি যতগুলো ট্রেড নিবেন দেখা যাবে তার ৫০% আপনি লস করছেন। চেস্টা করে যেতে হবে এই % যেনো ৫৫% বা ৬০% এ উন্নিত করা যায়। ৬০% ট্রেডে ভালো করলে ধরে নিতে পারেন নিঃশন্দেহে আপনি একজন ভালো ট্রেডার। তাই হতাশ না হয়ে ধৈর্য ধরে নিষ্ঠার সাথে ট্রেড করে যাওয়া উচিত বলে আমি মনে করি, একটু দেরিতে হলেও সফলতা একদিন আসবেই।
-
আপনার অ্যাকাউন্ট জিরো হবে না এটার মূলসূত্র হল জিরো করার জন্য যে সকল কারণ রয়েছে সেগুলো যদি আপনি এড়িয়ে চলেন। সেজন্য আপনাকে জানতে হবে কি কি কারনে আপনার একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে। বিশেষ করে আমার ক্ষেত্রে যদি বলি আমার একাউন্ট ব্যালেন্স জিরো আর পেছনে দায়ী হলো অতিরিক্ত লটে ট্রেড করা এবং অতিরিক্ত লোভ না নিয়ন্ত্রণ করতে পারো। আর অবশ্যই লিভারে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আপনার জীবনে যদি অত্যন্ত বেশি হয়ে থাকে তাহলে আপনি বেশি লটে ট্রেড করতে পারবেন আর বেশি লটে ট্রেড করলে আপনার ব্যালেন্স জিরো হয়ে সম্ভাবনা বেশি থাকবে। আমি ১ঃ৫০ লিভারেজ নিয়ে একাউন্ট ওপেন করেছি যেটা একটি নিরাপদ বা স্টান্ডার লিভারেজ।
-
লিভারেজ তো অবশ্যই কম নিতে হবে এবং মানি মেনেজমেন্ট সঠিক ভাবে ফলো করতে হবে৷তাহলে আশা করা যায় আপনার পুজিঁ নিরাপদে থাকবে শুন্য হবে না৷ ফরেক্স এ একাউন্ট জিরো হবার অনেক কারন আছে। তার মধ্য সবচেয়ে বড় কারন হলো প্রতিশোধ। যা ওভার ট্রেড ও বলা যেতে পারে। যেহেতু এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় যা কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর দ্বারা কখোনোই নিয়ন্ত্রণ সম্ভব নয় তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হয়৷যত আয়ত্ত্ব করবেন ততই ঝুকিঁ কমতে থাকবে৷ওভার ট্রেড করলে কোন্ দিন ফরেক্স এ টিকে থাকা যাবে না। ফরেক্স এ কম ট্রেড করে লাভ বেশি করতে হবে।বা আমরা ট্রেড করার সময় স্টপ লস টেক প্রফিট এগুলো ব্যবহার করতে পারি তাহলে আমাদের মূলধন সংরক্ষণ করা সম্ভব কিন্তু মানি মেনেজমেন্ট না মেনে আমরা যদি হাজার হাজার ডলার ইনভেস্ট করি ফরেক্স এ টিকে থাক্তে পারব না। ফরেক্স অত্যন্ত জটিল একটি মার্কেট।
-
ফরেক্স থেকে টাকা আয় করার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছি। আর এই পরিশ্রমের মধ্যেউ একটু ভুল থাকার কারনেও লস হয়। আমার কম আর বেশী একাউন্ট এ ব্যালেন্স জিরো হয়ে গিয়েছিল। আমি ফরেক্স এর সকল রুলস মেনে ফরেক্স এ সময় দিয়ে ফরেক্স করে যাচ্ছি। একদিন না একদিন আমি ভাল ট্রেডার হব আর সেই দিন থেকে আমি আশা করব আমার একাউন্ট এ ব্যালেন্স জিরো হবে না বা ব্যালেন্স জিরো করতে দিব না।
-
আমাদের লোভই এর মূল কারন। আমরা যদি লোভ না করি তাহলে কখনোই আমাদের এ্যাকাউন্ট জিরো হবে না। কম রিক্স নিয়ে ট্রেড করতে হবে। ছো্ট ভলিউমে ট্রেড করতে হবে। একটির বেশি ট্রেড করা যাবে না। কারন ফরেক্স ব্যবসা মানে লাভ ও লসের ব্যবসা । তাই মাঝে মাঝে সবার একাউন্ট জিরো হয়ে থাকে । তবে আমার একাউন্ট ব্যালেন্স জিরো খুব কম হয় । তাহলে আমি ছোট ছোট লটে ট্রেড করে অল্প অল্প প্রফিট করি । আমি বলতে পারি সকল ট্রেডারদের সতর্ক হয়ে ট্রেড করা উচিত ।