-
আমার জানামতে আপনি ট্রেড খোলার পর যতদিন ইচ্ছা বাজারে রাখতে পারেন, এটার কোন সীমিত সময় নেই। তাছাড়া ট্রেড কতক্ষণ খোলা রাখবেন বা কিভাবে বন্ধ করবেন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার কৌশল এর উপর। যারা স্বল্পমেয়াদী ট্রেড করে তারা সাধারণত দিনের ট্রেড দিনেই বন্ধ করে দেয় কিন্তু যারা দীর্ঘমেয়াদী ট্রেড করে তারা অনেক লম্বা সময়ধরে তার ট্রেড বাজারে খোলা রাখে। আর আমার মনে হয় দীর্ঘসময় বাজারে থাকরে ভাল মুনাফাও আসে।
-
একটি ট্রেড খোলার পর তা আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী টিকিয়ে রাখতে পারবেন।ব্যালেন্স যদি কম হয় তবে আপনি হয়তো ট্রেডটি টিকিয়ে রাখতে পারবেন না।এক্ষেত্রে কম লটে ট্রেড ওপেন করলে এবং যথেষ্ট ব্যালেন্স থাকলে অনেকদিন ট্রেড টিকে থাকবে এতে করে লসও রিকোভারি হবে।
-
একটা ট্রেড খোলার পর যদি আপনার অনেক লস হয় আপনি ততখন পর্যন্ত ট্রেড টা রাখতে পারবেন যতখন পর্যন্ত আপনার লসের সিমা আপনার একাউন্ট ব্যালেন্স কে অতিক্রম না করে।
-
আপনি কেন আপনার লসের ট্রেড ২/৩ মাস ঝুলিয়ে রাখবেন ? এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের ওপর৷আপনার একাউন্টের ব্যালেন্স যদি পর্যাপ্ত পরিমাণ থাকে আর ট্রেডকৃত লট বা ভলিয়ম যদি তুলনামূলক অনেক কম থাকে তাহলে আপনি আপনার ইচ্ছামত ২/৩ মাস কেন ৫/৬ মাসও ঝুলিয়ে রাখতে পারবেন৷এটা আপনার মন-মানসিকতার ওপরও নির্ভর করবে৷আর অনেকেই একটি লসের ট্রেডকে দীর্ঘদিন যাবত এভাবে ঝুলিয়ে না রেখে বরং অল্প লস দিয়েই ক্লোজ করে দেন৷ এজন্যই stop loss যথাযথ স্থানে ব্যবহার করে সঠিকভাবে risk reward ratio সেট করে এন্ট্রি করে থাকেন৷
-
আমার জানা মতে আপনি এই মার্কেটে একটি ট্রেড কতক্ষণ খোলা রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার কৌশল ও অভিজ্ঞতার উপর। তবে এই মার্কেটে ব্রোকারদের নিয়ম অনুযায়ী যে কোন ট্রেড মিনিমাম ৫ মিনিট ওপেন রাখতে হবে। এরপর যে কোন সময় আপনার ট্রেডটি ক্লোজ করতে পারবেন মার্কেটের অবস্থান এবং আপনার কৌশলগত অভিজ্ঞতা বিচার বিশ্লেষণ করে।
-
ভাই এখানে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার নির্ধারণ করা নির্দিষ্ট টাইমফ্রেমের উপর। তাই আপনি যদি এখানে শর্ট-টাইম ফ্রেম নিয়ে কাজ করেন তবে আপনার সময় অনেক কম লাগবে এবং লং টাইমফ্রেমগুলোতে অনেকদিন অপেক্ষা করে থাকতে হবে। তবে এখানে যারা এক্সপার্ট লেবেলের ট্রেডার এবং যাদের মনে করেন ইনভেস্টও অনেক তারা মনে করেন যে তাদের ট্রেডগুলো দীর্ঘ সময় নিয়ে করে থাকেন। তাই এখানে ধরাবাঁধা কোন নিয়ম নেই, আপনি আপনার সুবিধে মত যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আপনার ট্রেড হোল্ড করে রাখতে পারবেন।
-
একটি ট্রেড ওপেন করার পর সেই ট্রেড ততখন পর্যন্ত টিকে থাকবে যতখন পর্যন্ত আপনার ব্যালেন্স শেষ হবে না ।কারন আপনি যদি স্টপলস বা টেক প্রফিট ছাড়া ট্রেড করেন সেক্ষেত্রে ট্রেড কখনোই অটোমেটিক ক্লোজ হবে না ইন্স্টাফরেক্সে ।তবে ট্রেড ঝুলিয়ে না রেখে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়া উচিত ।
-
এটা ট্রেডারের মত করে বলা হল না। আপনি যদি একজন সত্যি সত্যি ট্রেডার হয়ে থাকেন তবে আপনি যে কোন ট্রেডে স্টপলস ব্যবহার করবেন এবং আপনি স্টপআউট এর জন্য প্রতিক্ষা করবেন না। আপনি আমার মত নন ট্রেডার তাই একটা ট্রেড নিয়ে বছরের পর বছর বসে থাকতে চাচ্ছেন। একটু ব্যবসায়ী হতে শিখুন।
-
আপনি একটি পেয়ার কত দিন পর্যন্ত খোলা রাখতে পারবেন তা নির্ভর করে আপনি আপনার মার্জিন লেভেলের উপর। আপনার ওপেন ট্রেডটি যদি ক্রমাগত লস করতে থাকে তাহলে মার্জিন লেভেলে যখন ২৫% এ নেমে আসবে তখন ব্রোকার আপনাকে মার্কিন কল দিবে, অথাৎ আপনাকে সতর্ক করবে যে আপনার ব্যাল্যান্স শেষ হয়ে আসেছে এবং আপনার ডিপোজিট বাড়াতে হবে। এরপর আরো লস করলে মার্জিন লেভেল যখন ১০% এ নেমে আসবে তখন আপনার ওপেন ট্রেড গুলো স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে অথাৎ Stop Out হবে। এছাড়া আপনি যতদিন ইচ্ছা ততদিন ট্রেড ওপেন রাখাতে পারবেন।
-
আমার মতে ফরেক্স মার্কেট এ লস এ ট্রেড ধরে রাখা উচিত না লসে ট্রেড ধরে রাখলে আপনার অ্যাকাউন্ট এর বড় ক্ষতি হতে পারে আপনাকে ফরেক্স মার্কেট এ লাভ এ ট্রেড ধরে রাখতে হবে আর লস কম করতে হবে আর লাভ বেশি করতে হবে এই ভাবে আপনি ফরেক্স মার্কেট এ খুব সহজ এ সফল হতে পারবেন আর আপনি ফরেক্স মার্কেট এ একটা ট্রেড অনেক দিন ধরে রাখতে পারবেন