-
একজন প্রফেশনাল ট্রেডার শুধু দুটি বিষয়ের উপরে গুরুত্ব দেয় । প্রথমটি হলো মার্কেট এর ট্রেন্ড এবং দ্বিতীয়টি হলো মানি ম্যানেজমেন্ট । ফরেক্স মার্কেট এ ট্রেন্ডকে ফ্রেন্ড বলা হয় । কারন আপনি যেই সিস্টেমই অনুসরন করেন না কেন । আপনাকে ট্রেন্ড অনুযায়ী ট্রেড করতে হবে । আবার মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি কখনই সফল হতে পারবেন না । আপনি যতো বেশি পরিমাণে ট্রেডিং সিস্টেম অনুসরন করবেন আপনার দ্বিমনোভাব ততোই বৃদ্ধি পাবে ।
-
প্রফেশনাল ট্রেডারদের মাঝে অনেক গুণ থাকে। তারা সারাদিন ট্রেড এর দিকে চেয়ে থাকেন না। যে কখন আমার টিপি হিট করবে। একটা ট্রেড দিলে সেটা অপেক্ষা করতে হবে লাভ বা লস এর জন্য। ট্রেড দিয়ে ট্রেড ক্লোজ করা যাবে না। কারন মার্কেট এ আপনি যত বেশি ট্রেড করবেন তত আপনার রিস্ক বেরে যাবে।
-
একজন প্রফেশনাল ট্রেডার সব সময় নিশ্চিন্তে ট্রেড করেন। সময় নিয়ে ট্রেড করেন, যখন তখন ট্রেড এ এন্ট্রি নেন না। প্রতিটি ট্রেড অত্যান্ত বিবেচনা করে এবং সঠিক এনালাইসিস এর মাধ্যেমে নেন। প্রফেশনার ট্রেডার কখনও ধৈর্য্য হারা হন না। কখনও যদি লস হয় সেটা সহজে মেনে নেন এবং সেটা রিকভার করার জন্য বেশী তারাহুরো করেন না। তবে ফরেক্স এ প্রফেশনাল হওয়া অনেক সময়ের ব্যপার।
-
আমার জানা মতে একজন প্রফেশনাল ট্রেডার সাধারণত যে সব বিষয়গুলো গুরুত্বসহকারে দেখে তা হল মার্কেট এর ট্রেন্ড অনুযায়ী তারা ট্রেড করার চিন্তা করে এবং দ্বিতীয় মানি ম্যনেজমেন্ট এর বিষয়টি খুব গুরুত্বসহকারে দেখে। যদি আপনি সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট পরিচালনা করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবেন।
-
আমার মতে ফরেক্স মার্কেটে ভাল ভাবে ব্যবসা করার জন্য একজন ট্রেডারকে আগে প্রফেশনাল হতে হবে। তারপর আশা করা যায় যে সে মাসিক একটা ভাল ইনকাম করতে পারবেন। তাই আগে আপনাকে কয়েকটি বছর কষ্ট করে নির্দিষ্ট কিছু গুণাবলী অর্জন করা আবশ্যক। যেমন: প্রপার মানি ম্যানেজ ম্যান্ট করা, দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞা অর্জন করা, এবং সর্বোপরি একটা ভাল স্ট্রাটিজি তৈরি করে ট্রেড করা ইত্যাদি।
-
আসলে আমার জানামতে যে সকল বিষয়গুলো ছিল তা এখানে অলরেডি উত্থাপন করা হয়েছে তাই নতুন করে আমার আর কিছু বলার নেই তবে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় সর্ম্পকে এখানে আলোচনা করা হয়েছে
-
সত্যি বলতে, আমার মতে একজন প্রফেশনাল ট্রেডারের মধ্যে উল্লেখ্য গুন গুলো থাকে-
ওভার ট্রেড না করা,
লোভ না করা,
বেশি বেশি অনুশীলন করা,
মার্কেট এ্যানালাইসিস করা,
অন্যকে দেখে ট্রেড না করা,
মার্কেট বুঝতে চেষ্টা করা, সেন্টিমেন্টাল হয়ে ট্রেড না করা, উদ্দেশ্যহীন ট্রেড করা থেকে বীরত থাকা। আমার মতে এসকল গুন গুলো থাকলে প্রফেশনাল ট্রেডার হওয়া সম্ভব।
-
একজন ট্রেডারের উচিৎ প্রতিদিন একটা নির্দষ্ট পরিমান টার্গেটে ট্রেড করা। এতে করে লসের সম্ভাবনা থাকে নআ বললেই চলে। মার্কেট সম্পর্কে ভালো ধারনা রাখা। কোন ট্রেড ওপেন এর পূর্বে যে কারেন্সিতে ট্রেড ওপেন করতে চাচ্ছেন সেই কারেন্সি সম্পর্কে ভালো করে জেনে নেওয়া। ফরেক্স এর নিউজ গুলো সব সময় খেয়াল রাখা।ফরেক্স মার্কেটে যারা প্রফেশনাল ট্রেডার তারা সবসময় মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান অর্জনে সক্ষম, মার্কেট দেখেই তারা বুঝতে পারে এখন মার্কেট অবস্থান কোন দিকে যেতে পারে। এছাড়া নিয়মিত ফরেক্স নিউজগুলো তারা পর্যবেক্ষণ করে এবং বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহারে তারা খুবই এক্সপার্ট হয়ে থাকে। কোন ধরনের লোভের চিন্তা করেন না বরং সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট ব্যবস্থা ঠিক রেখে ট্রেড করে আর এইসব কারণে তারা ফরেক্স মার্কেট প্রফেশনাল ট্রেডার হিসেবে তারা পরিচিত।ট্রেডিং করার জন্য একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি ব্যবহার করবে, ফান্ডামেন্টাল , সেন্টিমেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিসের উপর সঠিক বিশ্লেষন করে ট্রেড করে। সঠিক মানিম্যানেজমেন্ট করে ও রিস্ক রিওয়ার্ড হিসেব করে ট্রেডিং পরিচালনা করে।
-
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার/প্রফেসনাল হতে হলে কতগুলো বৈশিষ্টের অধিকারী হতে হয়।শুধু ফরেক্স মার্কেট থেকে ডলার ইনকাম করতে পারলেই প্রফেসনাল ট্রেডার হওয়া যায় না। একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডারের অনেক গুনাবলী থাকে। যেমন: একজন ফরেক্স ট্রেডার একটি ভাল ব্রোকার নির্বাচন করবে । ট্রেডিং করার জন্য একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি ব্যবহার করবে, ফান্ডামেন্টাল , সেন্টিমেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিসের উপর সঠিক বিশ্লেষন করে ট্রেড করে। সঠিক মানিম্যানেজমেন্ট করে ও রিস্ক রিওয়ার্ড হিসেব করে ট্রেডিং পরিচালনা করে।একজন প্রফেসনাল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে।তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।আর প্রফেসনাল ট্রেডাররা এলোমেলো ট্রেড না করে নিজস্ব কৌশলে ট্রেড করে থাকে। মার্কেট এ্যনালাইসিস,মানি ম্যানেজমেন্ট ,কঠোর পরিশ্রমী, সততা, ভাল দক্ষতা, রিস্ক নেয়ার প্রবনতা এবং জানার ইচ্ছা ইত্যাদি প্রফেসনাল ট্রেডারের বৈশিষ্ট।
-
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার/প্রফেসনাল হতে হলে কতগুলো বৈশিষ্টের অধিকারী হতে হয় । শুধু ফরেক্স মার্কেট থেকে ডলার ইনকাম করতে পারলেই প্রফেসনাল ট্রেডার হওয়া যায় না । একজন প্রফেসনাল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে । তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । আর প্রফেসনাল ট্রেডাররা এলোমেলো ট্রেড না করে নিজস্ব কৌশলে ট্রেড করে থাকে । মার্কেট এ্যনালাইসিস,মানি ম্যানেজমেন্ট ,কঠোর পরিশ্রমী, সততা, ভাল দক্ষতা, রিস্ক নেয়ার প্রবনতা এবং জানার ইচ্ছা ইত্যাদি প্রফেসনাল ট্রেডারের বৈশিষ্ট।