পরিকল্পনা মাফিক কাজ করলে ট্রেড এ সফলতা পাওয়া সম্ভব। ট্রেড করার আগে আমাদের টার্গেট কত পিপ এবং স্টপ লস কত পিপ আসে তা দেখতে হবে। লোভ কে নিয়ন্ত্রন রাখতে হবে। অধিক লাভ করতে যেয়ে যেন সব লস করে না ফেলি। সতর্ক হয়ে ট্রেড করতে হবে।
Printable View
পরিকল্পনা মাফিক কাজ করলে ট্রেড এ সফলতা পাওয়া সম্ভব। ট্রেড করার আগে আমাদের টার্গেট কত পিপ এবং স্টপ লস কত পিপ আসে তা দেখতে হবে। লোভ কে নিয়ন্ত্রন রাখতে হবে। অধিক লাভ করতে যেয়ে যেন সব লস করে না ফেলি। সতর্ক হয়ে ট্রেড করতে হবে।
ফরেক্স মার্কেটে পেশাদার ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হতে চাইলে আপনাকে কিছু ট্রেডিং কলা কৌশল,ট্রেডিং রুলস,ট্রেডিং ডিসিপ্লিন,ট্রেডিং প্ল্যান বা ট্রেডিং স্ট্র্যাটেজী ইত্যাদি যা ই বলুন না কেন সেগুলো কঠোরভাবে মেনে চলতে হয়৷তিন ধরনের এনালাইসিস করা,সেসন বুঝে ট্রেড করতে বসা,
প্রতিদিনের নিউজ ইমপেক্টগুলো দেখা,লিভারেজ কম নিয়ে ট্রেড করা,মানি মেনেজমেন্ট সঠিক ভাবে ফলো করে ট্রেড করা,হাইয়ার টাইমফ্রেমে ট্রেড করা...ইত্যাদি বিষয়গুলো মেনে চলাই হলো সফল ও ভালো ট্রেডারদের অপরিহার্য কর্তব্য৷
ফরেক্স মার্কেটে প্রফেশনাল ট্রেডার হতে গেলে আপনাকে ধৈর্যের সাথে ডেমো প্রাক্টিস করতে হবে।যত দিন পর্যন্ত আপনি নিজেকে পরিপূর্ণ ফরেক্স ট্রেডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারছেন ততো দিন পর্যন্ত আপনাকে প্রাক্টিস চালিয়ে যেতে হবে।এর সাথে সাথে লোভ ধৈর্যের পরীক্ষা দিতে হবে ।রিক্স মেনেজমেন্ট মেনে চলতে হবে।
কাজের মাধ্যমে অবিজ্ঞতা অর্জন হয়। একজন ভালো ট্রেডার্স হতে হলে নিয়মিত কাজ করতে হবে। পরিকল্পনা মাফিক ট্রেড করতে হবে। মার্কেট সম্পর্কে এনালাইস করতে হবে। আর অতিরিক্ত ট্রেড না করা। এতে ক্ষতি হতে পারে।
আমাদের সফল ট্রেডার হতে হলে ধৈর্য্য ধরে এনালাইসিস এর মাধ্যমে ট্রেড ওপেন করতে হবে। মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এক কথায় একজন সফল ট্রেডার হতে চান তাহলে কখনোই লোভ রা চলবে না। ধৈর্য্য সহকারে নিজের এ্যানালাইসিসের উপর বিশ্বাস রেখে ট্রেড করতে হবে। কখনো আত্মবিশ্বাসী হয়ে ট্রেড করা যাবে। বিশ্বাস থাকতে হবে মার্কেটের উপর। নিজের ভূল গুলো নিজে নিজেই সংশোধন করে নিতে হবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে লং টাইম ট্রেডার হতে হবে কারন শর্ট টাইম ট্রেডার মার্কেটে বেশি ক্ষতি গ্রস্ত হয় তাই আমাদের কে ট্রেড দেওয়ার আগে অনেক পরিকল্পনা করে ট্রেড দিতে হবে। প্রতিটা ট্রেডে আমাদের কে অনেক কিছু ভেবে ট্রেড দিত হবে।
একজন ট্রেডারের সব সময় ট্রেডিং সিস্টেমের দিকে নজর দিতে হয়।কখন ট্রেড করবেন ,কহখন ট্রেড ক্লোজ করতে হবে,কিভাবে ট্রেড করতে হবে এই সব দিকে বিবেচনা করতে হই।প্রতিনিয়ত ডেমো একাউন্টে ট্রেড করার কৌশল আবিশকার করুন দেখুন কোন পদ্ধতিতে ট্রেড করলে লসেরে সম্ভবনা কম বা লাভ বেশি হচ্ছে।
আলোচিত বিশয়গুলি খুবি মুল্যবান আলোচনা যা
একজন ট্রেডারের প্রফিট করার চাবিকাঠি হতে
পারে তাই এইগুলি প্রত্যেক ট্রেডারের মেনে চলা
উচিত । সবচাইতে বড় কথা হলো কখন ট্রেড শুরু
করবেন আর কখন তা ক্লোজ করবেন এটা যদি সঠিক
হয় তবে প্রফিট নিশ্চিত ।
মার্কেটের পূর্ববর্তী অবস্থা, বর্তমান অবস্থা, এবং এই বিষয় গুলোর উপর ভিত্তি করে মার্কেট এর মুভমেন্ট কি হতে পারে তা সম্পর্কে ধারনা রাখতে হবে সর্বদা। ট্রেড ওপেন করার পূর্বে মার্কেটের বর্তমান মুভমেন্ট বুঝে নিতে হবে। যে যত বেশি অভিজ্ঞ ট্রেডার সে তত বেশি দক্ষ ট্রেডারও বটে । তাই আমাদেরকে অনেক বেশি পরিমাণে ফরেক্সে ট্রেডিং দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা চালাতে হবে যাতে করে আমরা প্রফেশনাল ট্রেডার হতে পারি ।
আমার মতে সফল ট্রেডার হওয়ার ক্ষেত্রে খুব বেশী কিছুর প্রয়োজন হয় না শুধু ইচ্ছাশক্তির আগ্রহ অনুশীলন করার মন-মানসিকতা থাকলেই যথেষ্ট। কেননা একজন ব্যক্তি যখন কোন বিষয়ে সফল হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তখন সেই বিষয়ে পথটি খুঁজে নেয় আর সমস্যার সমাধান নিজে থেকেই করতে হয়। আর ফরেক্সে সফল হওয়ার পেছনে সবচেয়ে বড় বাধা হলো অতিরিক্ত লোক এবং অলসতা। ট্রেড বিষয়ে বা ট্রেড করার ক্ষেত্রে নিয়ম নীতি অনুসরণ করে ট্রেড করলে একসময় আপনি সফল হতে পারবেন