-
আপনি বাই করলে কি হয় সেল করলে কি হয় বুঝাতে চেয়েছেন তবে আরও সহজ করে বলে বুঝতে আরও ভাল হল যারা জানে না যে বাই করলে কি হয় আর সেল করলে কি হয় এই পোস্ট পরলে তার অনেক উপকার হবে আপনি যদি সহজ করে এই ফোরাম এ আরও কিছু পোস্ট করে তা হলে নতুন ট্রেডার এর অনেক উপকার হবে ফরেক্স মার্কেট এ
-
ফরেক্স মার্কেটে দুটা টাইমফ্রেম কাজ করে, একটা হচ্ছে লং এবং অপরটি হচ্ছে সট টাইমফ্রেম নিয়ে ট্রেড করা । এখানে সট টাইম ফ্রেমে সুবিধা একটাই যে, আপনার ট্রেডগুলো তাড়াতাড়ি ক্লেজ হবে, আপনাকে দীর্ঘদিন বসে থাকতে হচ্ছে না । আবার লং টাইম ফ্রেমে সুবিধা এই যে, যদিওবা আপনার ট্রেড ক্লোজ হতে সময় লাগবে কিন্তু আপনার রিসকের পরিমানটাও কম থাকছে এবং আপনি একবারে ৪ থেকে ৫ হাজার পিপস পাচ্ছেন ।
-
আমি মনে করি লং র্টার্ম সবচেয়ে সুবিধাজনক একটি সিস্টেম। কেননা একজন নতুন ট্রেডারের জন্য লং টার্ম সবচেয়ে বেশি কার্যকরি ভুমিকা পালন করে। আপনি যদি লং টার্ম ট্রেড করেন তাহলে ফরেক্স মার্কেট এর বিভিন্ন খুটিনাটি বিষয়গুলো খুব সহজেই ধরতে পারবেন এমনকি দীর্ঘদিন টিকেও থাকতে পারবেন। এছাড়াও রিক্স এর পরিমাণ কম থাকে। আর যদি শর্ট টার্ম ট্রেড করেন তাহলে আপনার মূলধন রিক্স এর মধ্যেও থাকবে এমনি অধিক দক্ষ ও অভিজ্ঞ না হলে আপনার ব্যালেন্স ফরেক্স মার্কেটে চলে যেতেও পারে।
-
আমরা যারা নতুন ট্রেডার রয়েছি তারা অবশ্যই লং ট্রেড করব কেননা লং ট্রেডে ঝুকি কম । আমরা যারা নতুনরা রয়েছি তারা যেন বেশী ঝুকির সন্মুখীন না হই তাহলেই আমরা বিপদে পড়ে যাব । অতএব আমরা সব সময় লং ট্রেড করব তাহলেই আমাদের ঝুকি কম হবে । আর সব সময় মার্কেট এ্যানালাইসিসি করতে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
নতুন ট্রেডার রয়েছি তারা অবশ্যই লং ট্রেড করব কেননা লং ট্রেডে ঝুকি কম । আমরা যারা নতুনরা রয়েছি তারা যেন বেশী ঝুকির সন্মুখীন না হই তাহলেই আমরা বিপদে পড়ে যাব । অতএব আমরা সব সময় লং ট্রেড করব তাহলেই আমাদের ঝুকি কম হবে । আর সব সময় মার্কেট এ্যানালাইসিসি করতে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
BUY = Long Position। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ট্রেডার একটি জিনিসকে অনেক ভাবে বলে থাকে। ঠিক সে অনুযায়ী বাই এবং সেল এর ও অনেক নাম রয়েছে। BUY অর্ডার এর আরেক নাম হল Long অর্ডার। ঠিক Sell অর্ডারকে Short অর্ডার নামে ডাকা হয়। এছাড়াও BUY = Long Position ও বলা হয় এবং Sell= Short Position ও বলা হয়। আসলে আমাদের এই অভিধানিক শব্দগুলো সম্পর্কেও ভাল ধারনা থাকা জরুরী। তা না হলে অনেক বিষয় আমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে।
অপশন ট্রেডিং এ বাই এবং সেল এর আলাদা নাম রয়েছে। যখন মার্কেট উপরে দিকে যায় তখন আমরা যে বাই দেই তাকে অপশন ট্রেডিং এর ভাষায় Call Option বলে। আর মার্কেট যখন নীচের দিকে যায় আর আমরা যে সেল অপশন দেই তাকে বলে Put অপশন।
-
আমরা যারা নতুনরা রয়েছি তারা যেন বেশী ঝুকির সন্মুখীন না হই তাহলেই আমরা বিপদে পড়ে যাব । অতএব আমরা সব সময় লং ট্রেড করব তাহলেই আমাদের ঝুকি কম হবে ।বিশেষ করে ফরেক্স ফোরাম এসে নতুন নতুন অনেক তথ্য শিখতে পেরেছি কিন্তু আমি কোথায় পাই নাই যে লংট্রেড মানে বাই করা, শর্ট সেল মানে সেল করা।আমি লং টাইম ট্রেড বলতে বুঝি যে ট্রেড ওপেন করা হয় এক দিনের বেশি, এক সাপ্তাহ, একমাস ধরে।
-
ফরেক্স মার্কেটে আমি একজন অথবা যার যার ফলে আমার ইনভেস্টমেন্ট অনেক কম বিধায় আমি পুরুষ মার্কেটে কম ঝুঁকিতে লং টাইম ফ্রেমে করছি যাতে করে আমি কখনো বড় ধরনের লঞ্চের সম্মুখীন না হই পাশাপাশি নিজের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে ট্রেডিং ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে
-
ফরেক্স এ লং মানে হচ্ছে বাই আর শর্ট মানে হচ্ছে সেল। এই জিনিস্অটা প্রথম অবস্থায় আমরা অনেকে বুঝতে পারি না। কিন্তু আমাদের সব কিছু জানতে হবে এবং বুঝতে হবে যে কোনটা কি। তা না হলে আমরা ভুল ট্রে করে ফেলতে পারি।