-
ফরেক্স মার্কেটে আজ আমি প্রায় চার বছর যাবত কাজ করছি কখনো ইন্ডিকেটর ব্যবহার করিনি এবং এ বিষয়ে সম্পর্কে আমার কোন ধারণা নেই তবে আমি যেটা মনে করি একজন নতুন ট্রেডার হিসেবে অবশ্যই নিজের জ্ঞান ও দক্ষতা কে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেটে কাজ করা উচিত এতে করে প্রাথমিকপর্যায়ে লস হলেও পরবর্তীতে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলা খুব সহজ ব্যাপার
-
অনেক ব্রোকার তাদের ক্লায়েন্টদের ট্রেডিং স্ট্র্যাটেজী দেখতে পারেন না বা বুঝতে পারেন না৷এক্ষেত্রে তাদের কোনো এডভান্স টেকনোলোজী কাজ করেনা৷তবে নির্দিষ্ট এক্সপার্ট এডভাইজার বা e.a. টুলস দিয়ে ক্লায়েন্টগণ যদি ট্রেড করেন সেক্ষেত্রে ব্রোকারগণ তা দেখতে পারেন৷আর সব ব্রোকারই সব ধরনের এক্সপার্ট এডভাইজার বা e.a. টুলস ব্যাবহার করতে দিতে পারেনা৷