হ্যা প্রত্যেক মানুষের আত্মবিশ্বাস থাকা ধরকার। কিন্তু অতি আত্মবিশ্বাস করা ভাল নয় কেননা আপনি যদি ট্রেড সম্পর্কে অবহেলা করেন তাহলে পরে গিয়ে অধিক লস হওয়ার সম্ভাবনা থাকে। লাভ হওয়ার জন্য আত্মবিশ্বাস থাকতে হবে। তবে লস কে অবহেলা করা যাবে না।
Printable View
হ্যা প্রত্যেক মানুষের আত্মবিশ্বাস থাকা ধরকার। কিন্তু অতি আত্মবিশ্বাস করা ভাল নয় কেননা আপনি যদি ট্রেড সম্পর্কে অবহেলা করেন তাহলে পরে গিয়ে অধিক লস হওয়ার সম্ভাবনা থাকে। লাভ হওয়ার জন্য আত্মবিশ্বাস থাকতে হবে। তবে লস কে অবহেলা করা যাবে না।
আমি মনে করি যে ফরেক্সে শুরুতে এসেই অামাদের হুঠ করেই ইনভেস্ট করা উচিত নয় । কেননা একজন ট্রেডার যখন নতুন আসে তখন সে ফরেক্স সম্পর্কে প্রায় থাকে অজ্ঞ । ফরেক্সে ট্রেড করে টিকে থাকতে হলে আগে দক্ষতা অর্জন করতে হবে । আগে দক্ষতা অর্জিত হলে তবেই আমাদের ইনভেস্ট করা উচিত । যে যত বেশি ইনভেস্ট করবে সে তত বেশি পমিাণে দীর্ঘ সময় নিয়ে টিকে থেকে অনেক টাকা আয় করতে পারবে ।
ফরেক্সে ট্রেড করার জন্য নুন্যতম ১ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারবেন। কিন্তু আপনি ভাল ভাবে ব্যবসা করে ইনকাম করতে চাইলে নুন্যতম ৫০০/১০০০ ডলার দিয়ে শুরু করতে পারেন। তা ছাড়া আপনি ইনভেস্ট ছাড়া বিভিন্ন বোনাস গ্রহণ করে ট্রেড় শুরু করতে পারেন।
মিনিমাম ১০০ ডলার ইনভেস্ট করা উচিত কারন ইনভেস্ট যতবেশি একাউন্টে রিস্ক ততকম।তবে ১০০ ডলার ইনভেস্ট হলেও এখানে ভলিউম কম করে দিতে হবে কারন মার্কেট আপনার বিপরীতে গেলেও একাউন্টে যাতে কোন সমস্যা না হয়।
মিনিমাম $100 ডিপোজিট করলে মোটামুটি কয়েকদিন ট্রেড করতে পারবেন। যদি আপনি ইনেসটাফরেক্স ট্রেড করেন তো অনেকদিন করতে পারবেন। তাছাড়া 500 করলে ভাল হয় যার যেমন ইচ্ছে। ধন্যবাদ।
আমার মতে প্রথমে ১০০ ডলার দিয়ে ট্রেড করলে ভাল হয়। সাথে সাথে ডেমো ট্রেড করলে অনেক কিছু যাচাই বাছাই। এবং বিভিন্ন ইন্ডিকেটর পরিক্ষা নিরীক্ষা করা যায়। প্রথমদিকে লাভ হলে তুলে নেয়া ভাল।
প্রথমেই মনে রাখতে হবে যে ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা ৷কমপক্ষে ১,০০০ $ পুজিঁ নিয়ে এই ব্যাবসা শুরু করা উচিত৷তবে রিয়েল মানি বিনিয়োগ করার পূর্বে এই ব্যাবসার খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷প্রকৃতপক্ষে ব্যলেন্স খুব বেশী একটা গুরুত্ত্বপূর্ণ বিষয় নয় ট্রেডিং দক্ষতা ও অভিজ্ঞতার তুলনায়৷
ফরেক্স মার্কেটে ডিপোজিট করতে হবে যত পারা যায় । কেননা অামরা এই মার্কেটকে খুব বেশী বিশ্বাস করব । এখানে ডলার ইনভেষ্ট করলে কোন প্রকার লস হবে না । অামরা ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই অামরা লক্ষ্যে পৌছাতে পারব । অামরা মিনিমাম ৫০০ থেকে ১০০০ ডলার ইনভেষ্ট করব ।
আমার মনে হয় মিনিমাম ৫০০ ডলার ফরেক্স মার্কেটে ইনভেষ্ট করলে কিছু একটা অাশা করা যায় । আমরা ইনভেষ্টের দিকে না তাকিয়ে দক্ষতা দিকে তাকালেই লাভবান হতে পারব । যে ট্রেডার দক্ষতা যত বেশী অর্জন করেছে সে তত বেশী লাভবান হতে পেরেছে । সুতরাং আমরা সব সময় ইনভেষ্ট উপর না তাকিয়ে অভিজ্ঞতার উপর তাকানোর চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারবো।
ডিপোজিট একটু বেশি করতে পারলে ভালো হয়। ডিপোজিট কম মানে ভলিয়ম কম ব্যবহার করতে হবে। আর আপনি যদি ভলিয়ম বেশী ব্যবহার করতে চান সেক্ষেত্রে বেশী ডিপোজিট করা উচিত। বেশি ডিপোজিট থাকলে আপনি এক সাথে কয়েকটা ট্রেড ওপেন করতে পারেন।