ধন্যবাদ ভাই পেন্ডিং অর্ডার সম্পর্কে আগে তেমন কিছু জানার ছিল না তবে এবার একজন ভাই পোস্ট করেছেন তার পোস্টটি দেখে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম আসলে পেন্ডিং অর্ডার সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ সেই ভাইকে।
Printable View
ধন্যবাদ ভাই পেন্ডিং অর্ডার সম্পর্কে আগে তেমন কিছু জানার ছিল না তবে এবার একজন ভাই পোস্ট করেছেন তার পোস্টটি দেখে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম আসলে পেন্ডিং অর্ডার সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ সেই ভাইকে।
পেন্ডিং অর্ডার হল কোন ট্রেডার কোন একটি কারেন্সি পেয়ারে একটি ট্রেড নির্দিষ্ট প্রাইসে গেলে সেখানে ট্রেডটি ওপেন করার জন্য ব্রোকারকে অনুরোধ জানানো। একটি উদাহরণ এর সাথে বিষয়টি বুঝে নেওয়া যাক। ধরুন আপনি eur/usd পেয়ায়রে ট্রেড এটি পেন্ডিং অর্ডার করতে চান এখন আপনাকে স্থির করতে হবে যে প্রাইস কোন লেভেলে গেলে আপনার অর্ডারটি ওপেন হবে। এখন আপনি ধরুন eur/usd পেয়ারে বর্তমান প্রাইস হল ১.২০০০ এখন আপনি চান যে প্রাইস ১২৫০ তে গেলে সেখানে একটি ট্রেড ওপেন হবে। আর প্রাইস যদি বাড়তে বাড়তে সেই প্রাইস চলে যায় তাহলে সেখানে একটি স্বয়ংক্রিয়ভাবে একটি ট্রেড ওপেন হয়ে যাবে। এই ক্ষেত্রে সারাদিন আপনাকে কম্পিউটার এর সামনে বসে থাকতে হবে না। কম্পিউটার বন্ধ থাকলে ও ট্রেডারের ট্রেডটি ওপেন হয়ে যাবে।
ফরেক্স মার্কেটে পেন্ডিং অর্ডার একটি অতীব গুরুত্বপূর্ণ টুলস ট্রেড নেওয়ার ক্ষেত্রে। কোন প্রাইজের যাওয়ার আগেই পূর্বে থেকে বাই বা সেল নির্দিষ্ট করে দেওয়ার টার্গেট হলো পেন্ডিং অর্ডার। এজন্য অবশ্যই একজন ট্রেডারকে পেন্ডিং অর্ডার সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে। পেন্ডিং অর্ডার সাধারণত চার প্রকার এ সম্পর্কে আলোচনা করা হলো-
বাই লিমিটঃ- কোন প্লেয়ারের প্রায় যখন নিম্নমুখী মুভমেন্ট করে একটি নির্দিষ্ট প্রাইস থেকে সাপোর্ট লাইন বাস করে মার্কেট ঊর্ধ্বমুখী মুভমেন্ট চেষ্টা করে উক্ত সময়ে নির্দিষ্ট প্রাইসে অটোমেটিকভাবে বাই ট্রেড নেওয়ার প্রক্রিয়া হল বাই লিমিট। বর্তমান মার্কেট প্রাইস এর চাইতে আরো নিচে বাই ট্রেড নেওয়ার প্রক্রিয়া এই হইল বাই লিমিট।
সেল লিমিটঃ- ঠিক একইভাবে মার্কেট যখন ঊর্ধ্বমুখী মুভমেন্ট করে রেসিসটেন্স লাইনটা টাচ করে যখন নিম্নমুখী মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। উক্ত নির্দিষ্ট প্রাইজে অটোমেটিকভাবে সেল নিয়ে ট্রেড ওপেন হওয়ার প্রক্রিয়া হল সেল লিমিট। বর্তমান প্রাইজেট চেয়ে আরো উপরে ট্রেড নেওয়ার প্রক্রিয়া হলো সেল লিমিট।
বাই স্টপঃ- বাই স্টপ হল বর্তমান মার্কেট এর রেঞ্জ থেকে আরো উপরে যখন আপনি একটি নির্দিষ্ট প্রাইজে ট্রেড নিতে চান সেই ট্রেড নেওয়ার প্রক্রিয়া হল বাই স্টপ।
সেল স্টপ- বর্তমান মার্কেট থেকে বা নির্দিষ্ট সাপোর্ট রেন্জ থেকে আরো নিচে যদি আমরা সেল নিতে চাই সে ক্ষেত্রে এই প্রক্রিয়ায় হলো সেল স্টপ।
মার্কেট প্রাইস থেকে উপরে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং বাই অর্ডার প্রদান করা । প্রাইসে নিচের থেকে বাই করা আর sell limit হল নির্দিষ্ট প্রাইসে উপর থেকে সেল করা । বর্তমান মার্কেট প্রাইস থেকে উপরে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং বাই অর্ডার প্রদান করা ।