-
আমার জানা মতে ফরেক্স ট্রেডিং ব্যাবসায়ের পরিধী সারা পৃথিবী ব্যাপি বিস্তৃত এবং এটি একটি সঠিক বা রিয়ার আয়ের উতস এটি কখনই প্রতারনা করেছে বলে আমার জানা নেই আর এটিকে অন্য কোন অনলাইন আয়ের উতসের সাথে তুলনা করাও চলে না ফলে আমি মনে করি আপনি এটির সাথে যুক্ত হলে প্রতারিত হবেন না বরং এখান থেকে অনেক ভাল ভাবে আয় করতে পারবেন।
-
হ্যা আপনি চাইলে ফরেক্স আপনি সারা জীবনই করতে পারবেন। ফরেক্স মার্কেট কখনোই উদাও হয়ে যাবে না। মানব সভ্যতা টিকে থাকলে ফরেক্স ও টিকে থাকবে। এ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আপনি নিশ্চিন্তে ফরেক্স শিখতে মনোযোগী হউন। ভাল ভাবে ফরেক্স শিখুন। নিজের ক্যারিয়ার নিজেই গড়ুন।
-
আমার মতে ফরেক্স মার্কেট বন্ধ হবে এমন কোন সম্ভাবনা দেখিনা বিশ্ব অর্থনৈতিক অবস্থার পরিবির্ততে এমন সময আসবেনা যাতে মার্কেট বন্ধ হবে। যত দিন যাবে তত মার্কেট বিস্তুর হবে।আর বোকার হাউস গুলো ভবিষ্যতে আরো সুবিদা প্রদান করবে । মার্কেটে সারা জীবন করতে হলে আমাদের নিজেদের কে মার্কেট উপয়োগী করতে হবে। আমাদের প্রফিট করতে শিক্ষতে হবে। বার বার লস করলে আমরা মার্কেটে ঠিক থাকতে পারবেনা ।
-
ফরেক্স একটি আন্তর্জাতীক সুপ্রতিষ্ঠিত ব্যাবসা এটি বিশ্বের আনাচে কানাচে চড়িয়ে পরেছে। এটি কিন্তু এক দিনে হয়নি প্রায় দীর্ঘ ত্রিশ চল্লিশ বছর ধরে চলছে এ ব্যাবসা, তাই এটি এক দিনে শেষ হয়ে যাওয়ার মত কিছুনা, তবে আল্লাহ চাইলে সব কিছু মুহর্তের মধ্য শেষ করে দিতে পারেন। তবে আমরা ধারণা করতে পারি এটি উধাও বা বাঘিয়ে যাওয়ার মত কোন প্রতিষ্ঠান নয়। তাই আমারা চাইলে সারা জীবন এ ব্যাবসা করতে পারি।
-
হ্যা আপনি ফরেক্স ট্রেড সারা জীবন করতে পারবেন। আর ফরেক্স মার্কেট ও সারা জীবন থাকবে বলে আমার মনে হয়। এই কাজ আপনি ঘরে বসে করতে পারবেন। এর কাজ এর জন্য আপনাকে দক্ষতা অর্জন করতে হবে আপনি যত দক্ষ হবেন তত বেশি ফরেক্স থেকে আয় করতে পারবেন। আর এই কাজের কন বয়স নেই।
-
ফরেক্স এ করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতার তেমন দরকার না হলেও আপনার ইংলিশ সম্পর্কে ভাল ধারনা থাকে হবে। কারন ফরেক্স সম্পর্কে বিভিন্ন গুরুত্ব পুরন তথ্য এবং টিওটওরিয়াল গুলও ইংলিশ এই থাকে। এবং এর পাশাপাশি আপনাকে নেট কিভাবে ব্রাউজ করে সেই অভিজ্ঞতাও থাকতে হবে তা না হলে আপি কোনও গুরুত্ব পূর্ণ বিশয় কিভাবে খুজে বের করতে হয় তা পারবেন না।
-
হ্যা আপনি চাইলে ফরেক্স সারা জীবনই করতে পারবেন। তবে আপনি যদি সারা জীবনই ফরেক্স করতে চান তাহলে আপনাকে ভাল ভাবে ফরেক্স শিখতে হবে। যাতে আপনি সারা জীবন ঘরে বসে আয় করতে পারেন। এর জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। কিভাবে ফরেক্স হতে আয় করা যায়? ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে কি করতে হবে। সে বিষয়গুলো আপনাকে ভাল ভাবে শিখতে
-
মনের ইচ্ছা আর ধৈর্য্য থাকলে ফরেক্স ব্যবসা সারা জীবন করা যাবে।এছাড়াও আপনাকে দক্ষ ট্রেডার হতে হবে। যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী স্থায়িত্ব অর্জন করবে । অতএব ফরেক্স ট্রেডিং এ দক্ষতা বা অভিজ্ঞতার কোন বিকল্প নেই। তাই এই ব্যবসা সঠিক জ্ঞান আর দক্ষতা থাকলে সারা জীবন করা যাবেে এবং সফলতার সহিত ঠিকে থাকবে ।
-
আমি মনে করি ফরেক্স যদি আপনি পারটাইম জব হিসেবে এখন করতে থাকেন এবং যখন আপনি চাকরি করবেন না তখন আপনি আপনার দক্ষতার মাধ্যমে ফরেক্স সারা জীবন করতে পারবেন বলে আমি মনে করি ।যখন অবসর সময়ে সময় কাটবে না তখন ফরেক্স করবেন ভালো লাগবে এক দিক থেকে টাকা ও হবে সময় ও কেটে যাবে ।
-
ফরেক্স মার্কেটে আপনি ভালোভাবে ট্রেড করতে পারলে অবশ্যই সারাজীবন প্রফিট করতে পারবেন।কেননা ফরেক্স ট্রেডার এবং ফরেক্স ব্রোকার স্ক্যাম হতে পারে কিন্তু রিয়েল ফরেক্স ট্রেডিং কখনই স্ক্যাম হবেনা। ফরেক্স সারাজীবন চলবে। তাই সারাজীবন ফরেক্স মার্কেটে ট্রেড করে আয় করতে চাইলে আপনাকে অবশ্যই ভালোভাবে ফরেক্স ট্রেডিং শেখার প্রয়োজন।