আমি ফরেক্স এ একেবারে নতুন আমি এখনো ট্রেড করা শুরু করিনি করলে তার ভিত্তিতে আমি আমার প্রফিট বুঝে নিব।
Printable View
আমি ফরেক্স এ একেবারে নতুন আমি এখনো ট্রেড করা শুরু করিনি করলে তার ভিত্তিতে আমি আমার প্রফিট বুঝে নিব।
ফরক্সে মার্কেট হতে আমি কত% লাভ করবো তা নির্ভর করে সম্পুর্ন নিজের ট্রেডিং দক্ষতা আর কতটাকা বিনিয়োগ করা হয়েছে তার উপর। কারন সাধারনত দক্ষতা আর মালধন বিবেচনা করে রিক্স গ্রহন করা হয়। তবে আমি ৪০পিপ্স আশা করি। ধন্যবাদ।
আমি বর্তমানে আমার ১০০ ডলারের অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ৬০-৮০ ডলার আয় করে থাকি।আমি আশা রাখি ভবিষ্যতে আমার ইনভেস্ট বাড়িয়ে এই আয়কে আর বাড়ানো।
ফরেক্স মার্কেট থেকে প্রাপ্য প্রফিট নির্ভর করে ট্রেডার ট্রেডিং দক্ষতার উপর। আপনি যত দক্ষ আপনার লাভ করার সম্ভাবনাও তত বেশি। সাধারনত ফরেক্স মার্কেট থেকে ২০% লাভকে স্বাভাবিক লাভ হিসেবে ধরা হয়। তবে এর জন্য আগে আপনাকে দক্ষ হতে হবে।
ফরেক্স মার্কেট থেকে আমি প্রথম মাসে ৫০% প্রফিট করেছিলাম তবে আমি এই প্রফিটে নিয়মিতভাবে ধারাবাহিক নয়। ধন্যবাদ।
আমার মতে ফরেক্স মার্কেট থেকে মাসে আমার ইনভেষ্ট এর ৩০% লাভ করতে পারলেই আমি সার্থক । হয়ত আনেক এ আমার সাথে এক হবেন অথবা হবেন না। এখন আপনি কোন পেয়ার থেকে কত লাভ করবেন সেটা আপনার বিষয়। কারণ আপনি সব পেয়ার থেকেই ইচ্ছা করলে লাভ করতে পারবেন। তবে আমার মতে ২-৩ টা পেয়ার যেটা আপনি খুব ভাল বুজেন সেটা নিয়ে ট্রেড করা ভাল।
ফরেক্স মার্কেটে খুব বেশি লোভ না করাই শ্রেয়। আমি মনে করি প্রতি দিন বুঝে মানে প্রপার এনালাইসিস করে সবোর্চ্চ 20% প্রফিট করলেই যথেষ্ট। এর বেশি করতে গেলে অনেক সময় বড় ধরনের ক্ষতির সমূখিন হতে পারে।
আমি ফরেক্স বাজার হতে আমার মুলধন করা অর্থের তুলনায় ৫০% বেশি লাভ অর্জন করতে চাই। আমি স্ক্যাল্পিং ট্রেডিং করি এবং ইউরো বনাম ইউ.এস.ডি পেয়ারে স্বল্প পিপস নিয়ে ঝুকি কম গ্রহন করে মাত্র ৫০% লাভ অর্জন করার চেষ্টা করে থাকি।
ফরেক্স থেকে অামি এখনো অায় করতে পারি নাই কিন্তু অামি অাশা করি যে পারডে অামি মিনিমাম ২০ ডলার অাপ অায় করতে পারবো ৷
আমি ফরেক্স মার্কেট থেকে ১০০% আয় করতে চাই। তবে এই ১০০% আয় করার পূর্বে আমি নিজেকে ফরেক্স মার্কেটে কাজ করার জন্য ১০০% ফিট হিসাবে গড়তে চাই। আমি চাই আমি যেন ফরেক্স এর উপর পরিপূর্ণ জ্ঞান , অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারি। আমার বিশ্বাস তাহলে আমি অবশ্যই ১০০ % আয় করতে পারব।