-
ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷তাই তারা নিয়মিত প্রফিটের জন্য অবশ্যই অসংখ্য ইনডিকেটর ব্যবহার করতে চাইবে৷কিন্তু মনে রাখবেন কোনো প্রকার ইনডিকেটর বা এক্সপার্ট এডভাইজার অথবা কোনো প্রকার সুপার ডুপার রোবোট ই বলেন না কেনো স্বয়ং আপনি ব্যতিত অন্য কোনো কিছুই আপনাকে ১ টাকা প্রফিট দিতে পারবে না৷শুধুমাত্র প্রাইস একশান স্ট্র্যাটেজী-ই সঠিক কার্যকরী পদ্ধতি৷কোনো ইনডিকেটরের প্রয়োজন নাই৷
-
আমি কেন্ডেল দেখিই এখন ট্রেড করি তাতে করে আগের চেয়ে একটু ভাল মনে হচ্ছে। তবে আরো একটি বিষযে শেয়ার করি সাপ্তাহিক শুক্রবারের কেন্ডেল দেখলে মনে হবে যা তা কিন্তু আসলে ঘটে না ফলে সব কিছুই্ এলোমেলো হয় যখন শুক্রবারের ট্রেড কেন্ডেল কাজ করে না আমার হয়্।
-
ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা কেন্ডেল দেখে ট্রেড করে ফরেক্স মার্কেট এ শুরু থেকে যারা কেন্ডেল দেখে ট্রেড করে তারা পরে মার্কেট এ আরও অনেক ভাল করে অনেক সময় দেখা যাই ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করে ইনডিকেটর দিয়ে পরে তারা ট্রেড করার সময় ইনডিকেটর বুঝতে না পারার কারন এ তারা অনেক ডলার লস করে তাই লস থেকে বাচতে অনেকে কেন্ডেল দেখে ট্রেড করে তারা ট্রেড করে সফলতা পাইছে অনেকে
-
আমার মনে হয় কেন্ডেল দেখে কখনোই সেল বা বাই করা যাবে না । অামরা অাগে বুঝব যে মার্কেট কোন দিকে মুভমেন্ট করতে পারি তা অামরা অাগে থেকেই বুঝতে পারব । অামরা কখণোই এ্যানালাইসিস ছাড়া ট্রেড করব না তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা বেশী করে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড এর সুবিধার জন্য বিভিন্ন ইন্ডিকেটর দেওয়া আছে। কারন আমরা প্রথম অবস্থায় ইন্ডকেটর দেখে মার্কেট এর অবস্থা বুঝে নিব। আস্তে আস্তে আমরা ইন্ডিকেটর ছারাই ট্রেড করতে পারব। তবে যদি কেউ না বুঝে তবে সে ইন্ডকেটর নিয়ে স্টাডি করতে পারে।
-
শুধু ক্যান্ডল দেখে লাভ করা সম্ভব নয়। আমাদের ফরেক্স এ আর ও কিছু জানতে হবে। কিভাবে ইন্ডিকেটর ব্যবহার করতে হয়। কারন ইন্ডিকেটর দিয়ে আমরা মার্কেট এ বাই এবং সেল করতে পারব। আর তাছারা সাপোর্ট রেসিস্ট্যান্স সম্পর্কে জানতে হবে।
-
হ্যা ভাই আপনি সঠিক কথাই বলেছেন। এটা মূলত টেকনিক্যাল এনালাইসিসের মধ্যে পড়ে। তাই আপনি যদি মার্কেটের ক্যান্ডেলস্টীক প্যার্টান মিলেয়ে প্রাকটিক্যালী এখানে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তবে সেটা আপনার জন্য অনেক ভাল ফলাফল বয়ে আনবে। তবে ক্যান্ডেলের কনফারমেশন থাকতে হবে। যারা কর্নফারমেশন পাওয়ার পর সেই সাথে তার সব সিকুয়েন্স মিলে যায় সেই ব্যক্তি এখানে সফলতা পান।
-
বাজার বিশ্লেষণ না করে শুধুমাত্র যদি ক্যান্ডেল দেখেই ক্রয় বিক্রয় করলে মুনাফা হতো তাহলে সবাই এতদিনে অনেক টাকার মালিক হতো। আপনি যদি মনে করেন শুধুমাত্র ক্যান্ডেল দেখেই আপনি বাজারে প্রবেশ করবেন তাহলে আপনি ভুল পথে হাটছেন, আপনাকে আরও অনেক কিছু জানতে হবে। আমি আশা করি আপনি ইন্টারনেট ঘেটে আরো অনেক কিছু জানতে পারবেন এতে করে আপনার অনেক ভুল ভেঙ্গে যাবে আর তখন আপনি আরো ভাল উপার্জন করতে পারবেন।
-
আপনি যা বোঝাতে চেয়েছেন সেটা আসলে প্রাইজ একশন স্ট্রেটেজি। হ্যা সবচেয়ে কার্যকরী স্ট্রেটেজি এটি তবে ক্যান্ডেলস্টীক চিনতে হবে ভালভাবে। ক্যান্ডেস্টীক যত ভালভাবে চিনতে পারা যাবে তত বেশী পরিমানে সফলতা আসবে এই স্ট্রেটেজীতে। আসলে যে কোন স্ট্রেটেজি কাজ করেন না কেন সেটা থেকে ভাল ফলাফল পেতে হলে অন্তত ৬মাস সময় দিতে হবে সেটাকে সাপোর্ট করার জন্য এটা অভিজ্ঞদের মতামত। আমরা অধৈর্য্য না হয়ে যেকোন একটি স্ট্রেটেজি নিয়ে কাজ করতে থাকবো অন্তত একবছর তাহলে ই ভাল ট্রেড করা যাবে এবং লাভবান হওয়া যাবে।
-
কেন্ডেল স্টিক এনাল্যসিস করে কিন্তু বাই সেল অর্ডার করা যায়। ফরেক্স মার্কেট এ ট্রাড অন করার আগে অনেক দিক বিস্লিস্ন করে কিন্তু ট্রাড অন করতে হয়, তাহলে সাফ্লতা অই ট্রেড থেকে লাভ আসবাই।