-
সম্ভবতঃ আপনি রেজিস্ট্যান্স এবং সাপোর্ট সম্পর্কে জানতে চেয়েছেন। যে কোন টাইম ফ্রেমে চার্ট অপেন করুন। দেখবেন মার্কেট উপরে এবং নীচে যাচ্ছে। কিছুক্ষণ উর্ধ্বমুখী থেকে আবার নিম্নমুখী হচ্ছে।এভাবেই মার্কেট চলে। যে লেভেলে উঠার পর মার্কেট আবার নিম্নমূখী হয় -সেটিই রেজিস্ট্যান্স লেভেলএবং যে লেভেল পর্যন্ত নামার পর মার্কেট আবার উর্ধ্বমুখী হয় - তা সাপোর্ট লেভেল।
-
আপনি খউব সহজে এটা সম্পর্কে জানতে পারেন গুগল থেকে। তবে আমার যেটা মনে হয় সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেল বের করার জন্য অনেক ইন্ডিকেটর পাওয়া যায় । যদি সহজে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেল বের করার ইচ্ছে থাকে তাহলে ওই গুলো অ্যাপলাই করতে পারেন । আর যদি হিসাব করে করতে চান তাহলে সেটা এখানে বলা সম্ভব না ।।সাপোর্ট এন্ড রেসিসটেন্স লেভেল হচ্ছে একটি এরিয়া বা একটি সীমানা।আপট্রেন্ড মার্কেটের সর্বোচ্চ চুড়া হল রেসিসটেন্ট লেভেল এবং নিচের চুড়া হচ্ছে সাপোর্ট লেভেল।
-
আপনাকে প্রথমে চাটের কেন্ডল টপ বের করতে হবে। অর্থাৎ দেখবেন যে প্রাইস একটা লেবেল গিয়ে আর উপরে যাচ্ছে না আবার নিচে চলে আসছে । প্রাইস নিচে নামলো। তার পর আবার প্রাইস যখন আবার উপরে ওঠলো তখন যদি প্রাইস আবার ঐ প্রাইস লেবেলে গিয়ে আর না ওঠে তাহলেই ঐ প্রাইস লেবেল আপনার রেজিটেন্স লেবেল। আপনি গুগোল থেকে বিস্তারিতো জেনে নিতে পারবেন।
-
বাস্তবিভাবে আমি রেজিস্টার লেভেল বার সম্পর্কে তেমন কোন পড়ালেখা করিনি, যার কারণে এ প্রশ্নটা দেখা মাত্রই আমি আজ সকাল থেকে চিন্তিত যে এটা আবার কি? অতপর কিছুটা বুঝতে পারলাম যে, রেজিস্টার লেভেল হচ্ছে এমন কিছু যেমন সাপোর্ট আর রেসিসটেনট, এ ধরণের কাজ করে থাকে, দয়া করে আপনার মতামত কামনা করছি।
-
আপনার এই প্রশ্নের মানেই আমি বুঝিনি কিভাবে আপনার প্রশ্নের জবাব দিব আশা করি পরবর্তিতে আপনি আবার ভাল করে প্রশ্ন করতে সক্ষম হবেন।
-
ফরেক্স মার্কেটে কিছু কিছু জন আছে যেখানে গিয়ে ফরেক্স মারকেটের প্রাইস সেখানে গিয়ে আবার ফিরে আশে তাই বার বার সেখানে যায় আবার ফিরে ফিরে আশে আর শেখানে একটা রেজিস্টেন্স তৈরি হয় এইরেজিস্টেন্স কে এই ভাবে ভের করতে হয়।
-
আপনার প্রশ্নটি ক্লিয়ার নয় । দয়া করে কোন পোস্ট করার আগে বানানগুলো ভালভাবে দেখে নিন । তাতে করে কারও বুঝতে অসুবিধা হবে না । যাইহোক আপনি সম্ভবত সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেলের কথা বলছেন । ফেরেক্স মার্কেটে আপনি সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেল নির্নয় করা জন্য বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন । মার্কেটের আপট্রেন্ড ক্যান্ডেলের সর্বোচ্চ চুড়া হচ্ছে রেসিস্ট্যান্ট এবং ডাউন ট্রেন্ডের নিচের চুড়া হচ্চে সাপোর্ট ।
-
আপনি রেসিস্ট্যান্ট লেভেল বের করার কথা বলছেন । সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেল বের করার জন্য অনেক ইন্ডিকেটর পাওয়া যায় । যদি সহজে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেল বের করার ইচ্ছে থাকে তাহলে ওই গুলো অ্যাপলাই করতে পারেন । আর যদি হিসাব করে করতে চান তাহলে সেটা এখানে বলা সম্ভব না । আপনাকে কিছু বই পড়তে হবে বা সার্চ ইঞ্জিন এর সাহায্য নিতে হতে পারে ।
-
ফরেক্স মার্কেটে আমরা তিন ধরনের এনালাইসিস করে থাকি এক টেকনিক্যাল এনালাইসিস। আর সাপোর্ট এবং রেজিসটেন্স লেভেল হল ফরেক্স মার্কেটের গুরুত্বপুর্ন এনালাইসি। সাপোর্ট রেজিসটেন্স ধরতে হলে ফরেক্স মার্কেটের ডেইলি টাইম প্রেমে পিবোনাক্কি প্রয়োগ করে সেটা কয়েকটি লেভেল ক্রস করলে সেটা হবে রেজিসটেন্স লেভেল।
-
আপনার বানানের দিকে মনোযোগ দিন । আপনার থ্রেডে কি বোঝাতে চেয়েছেন পরিষ্কার নয় । আপনি অবশ্যই বোঝাতে চেয়েছেন রেসিসট্যান্স লেভেল কিভাবে বের করতে হয় । এর জন্য আপনি বিভিন্ন রকম ইন্ডিকের ব্যবহার করতে পারেন । অনলাইনে বিভিন্ন রকম কাস্টমাইজ ইন্ডিকেটর ব্যবহার করা যায় । এসব ইন্ডিকেটর আমাদেরকে অনেক সহায়তা করে ।