-
ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে আবেগ ত্যাগ করতে হবে । আপনি আবেগের বসে যদি ওভার ট্রেডিং করেন এতে আপনি অনেক বড় লস এর সম্মুখীন হতে পারেন । তাই প্রতিটি ট্রেড নেয়ার আগে আপনাকে ফরেক্স মার্কেট ভালো ভাবে এনালাইসিস করে ট্রেড নিতে হবে । একটি ট্রেড লস হয়ে গেলে কোন এনালাইসিস ছাড়া ওভার ট্রেডিং করা যাবে না । ওভার ট্রেডিং এর কারনে আপনার অ্যাকাউন্ট তারাতারি জিরো হওয়ার সম্ভবনা বেশি ।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে ওভার ট্রেড করা ঠিক নয়। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ওভার ট্রেডের কারনেই আমাদের বেশির ভাগ সময় এ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে থাকে। আর আমরা সাধারনত এই ওভার ট্রেড করি লোভের কারনেই। আপনি যদি লোভে না পড়ে ওভার ট্রেড না করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই কম। তবে মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। মাথা গরম হওয়ার কারনেই আমরা ওভার ট্রেড করে থাকি।
-
আমি মনে করি কোন ট্রেডারের জন্য ওভার ট্রেড কখনোই ভাল হতে পারে না। কারণ ওভার ট্রেড করলে আপনার এ্যাকাউন্ট এ লিভারেজের পরিমাণ অনেক কমে যেতে পার এমনকি লিভারেজ কম যাওয়ার ফলে আপনার অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে বরং তখন আপনি লসে পরে যেতে পারেন। এছাড়াও ওভার ট্রেডের ফলে যদি লস খান তাহলে হয়তো আপনার মাথা ঠিক থাকবে না বরং তার বিপরীতে আপনি লোভে পড়ে আরোও বেশি ট্রেড ওপেন করবেন ফলে আরোও বেশি আপনি লসে পড়ে যাবেন। এজন্য আমি মনে কোন ট্রেডারের জন্য ওভার ট্রেড কখনোই ভাল হতে পারে না।
-
ফরেক্স-এ ওভার ট্রেড একটি ঝুকিপূর্ণ বিষয় কিন্তু বেশিভাগ ফরেক্স ট্রেডাররা এটি করে থাকে। লোভের কারণে ফরেক্স ট্রেডাররা ওভার ট্রেড করে থাকে বেশি প্রফিটের আশায়। কিন্তু ওভার ট্রেডের ফলে বেশি ভাগ ক্ষেত্রেই ট্রেড বিপরীত দিকে যায়। যার ফলে অনেক ফরেক্স ট্রেডার তাদের মূলধন হারায় এবং তারা ফরেক্স থেকে ছিটকে পরে। মোট কথা ফরেক্স ট্রেড করার সময় অবশ্যই মানিম্যানেজমেন্ট -এর প্রতি লক্ষ রাখতে হবে। তা না হলে অতি দ্রুত মার্কেট থেকে সরে যেতে হবে।
-
ভাই ওভার ট্রেড বলতে আপনি কি বুঝিয়েছেন ? "অতিরিক্ত ট্রেড করা" নাকি "পজিশন ওভার হওয়ার পরে ট্রেড করা" । অতিরিক্স ট্রেডের ক্ষেত্রে বলবো যে, একজন ট্রেডার এর তখনই ট্রেড করা উচিৎ* যখন সে কমপক্ষে ৯০% নিশ্চিত থাকে, মার্কেট এর গতি সম্পর্কে । আর পজিশন ওভার হওয়ার ক্ষেত্রে বলবো যে, অনেক সময় সিগ্ন্যাল পাওয়ার সাথে সাথে ট্রেড করা সম্ভব হয় না, আমাদের ব্যস্ততার কারণে । তাই যদি সিগ্ন্যাল পাওয়ার পরে ২০ পিপস্ মার্কেট মুভ করে ফেলে তাহলে , সেই পজিশনকে ওভার পজিশন বলে । এবং এখানে ট্রেড করা খুবই রিস্কি । একজন প্রফেশনাল ট্রেডার সকল বিষয় চিন্তা ভাবনা করেই ট্রেড করে ।
-
ফরেক্স মার্কেটে লস হওয়ার ও ব্যালেন্স জিরো হওয়ার অন্যতম প্রধান কারনই হচ্ছে এই 'ওভার-ট্রেড'৷আর এই ওভার-ট্রেড করার কারন হচ্ছে আমাদের ভেতরে লুকিয়ে থাকা লোভ ও অধৈর্য্য নামের দুইটা গোপন রিপু৷আমারা যখন কোনোও এন্ট্রী করবো তখন নিশ্চয়ই ট্রেডিং চার্টে ভালো ভাবে দেখে বুঝে সঠিক ভাবে এনালাইসিস করেই এন্ট্রী করবো৷একবার এই এন্ট্রী করার পর আবার কেন এনট্রী করবো ? একবারের প্রফিট তুলে নেওয়াই তো নিরাপদ তাহলে আবার কেন নতুন এন্ট্রী করি ? কারন এই রিপু !
-
ওভার ট্রেড একাউন্ট জিরো করার অন্যতম কারন। ফরেক্স মার্কেটে ওভার ট্রেড করা ঠিক নয়। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ওভার ট্রেডের কারনেই আমাদের বেশির ভাগ সময় এ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে থাকে। আর আমরা সাধারনত এই ওভার ট্রেড করি লোভের কারনেই। আপনি যদি লোভে না পড়ে ওভার ট্রেড না করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই কম। তবে মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। মাথা গরম হওয়ার কারনেই আমরা ওভার ট্রেড করে থাকি।
-
ফরেক্স মার্কেট ওভার ট্রেড বলতে মানি ম্যানেজমেন্টের বাইরে ট্রেড ওপেন করাকে বোঝানো হয়, যেটা ফরেক্স মার্কেটে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এর জন্য খুবই বিপদজনক,কেননা ওভারে ট্রেডিং এর ফলে যেকোনো মুহূর্তে লস করার মাধ্যমে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে, আর যেটা মূলত অতিরিক্ত লাভের আশায় লোভের দ্বারা প্রভাবিত হয়েই করা হয়ে থাকে,তাই ফরেক্স মার্কেটে টিকে থেকে সফলতার সাথে ব্যবসা করতে চাইলে অবশ্যই আমাদেরকে লোভকে নিয়ন্ত্রণে রেখে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে সেটাকে গুরুত্ব দিতে হবে, এবং ওভারে ট্রেডিং থেকে বিরত থাকতে হবে।
-
ওভার ট্রেডিং এর বাংলা হল অতিরিক্ত ট্রেডিং।আমরা যখন একটি একাউন্টে মানি ম্যানেজমেন্ট করি এবং নির্দিষ্ট লটে ট্রেড করি তাকে সাধারণত নরমাল ট্রেড বলে থাকে।কিন্তু যখন মানি ম্যানেজমেন্ট ক্রস করে অতিরিক্ত লটে করি ট্রেড করলে তাকে ওভার ট্রেডিং বলা হয়।এক্ষেত্রে বেশিরভাগ সময় একাউন্ট জিরো হয়ে থাকে অথবা বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা থাকে।
-
ওভার ট্রেড আপনার বেলেন্স জিরো করার প্রধান কারণ। আপনাকে মানিমেনেজমান্ট করতে হবে, আপনার বেলেন্স অনুযায়ী ভলিউম সেট করতে হবে৷ মার্কেট এন্টি থেকে ট্রেড নিতে হবে। মার্কেট ট্রেন্ড বুজতে হবে। প্রতিটি ট্রেড টিপি আর স্টোপ লস ব্যবহার করতে হবে। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে। ডেইলি প্রফিট আসলে মার্কেট থেকে সেই দিনের জন্য দুরে থাকা টায়ে উত্তম কাজ।