-
লিভারেজ হচ্ছে লোন যেটা ব্রোকার প্রদত্ত দেওয়া থাকে। লিভারেজ অনেকটা নিজের ইচ্ছা অনুযায়ীই নিতে পারবো আমরা ব্রোকার থেকে যেমন কেউ চাইলে ১ঃ২০ লিভারেজ নিতে পারবো আবার চাইলেই তা ১ঃ২০০০ ও নিতে পারবো। লিভারেজ কম নিলে ট্রেড কম নিতে পারবেন আর লিভারেজ বেশি নিলে ট্রেড বেশি নেওয়া যেতে পারবে। যদি ট্রেডার যদি অভিজ্ঞ থাকে তবে তার কাছে লিভারেজ কোন প্রভাব ফেলে না।
-
লিভারেজ হলো ব্রকারের প্রদত্ত লোন বা ঋন।ব্রোকরা আপনাকে আপনার ডিপোজিটে লেভারেজ দিবে।ব্রোকার নানান রকমের লেভারেজ দিবে,আপনার পছন্দ অনুজায়ি লেভারেজ পছন্দ করবেন এক কথায় বলতে গেলে লিভারেজ মুলত লোনের ন্যায়। আপনি চাইলে বেশি লিভারেজ নিতে পারেন আবার কমও নিতে পারেন। বেশি লিভারেজ নিলে অনেক কম ব্যালেন্স নিয়েও বেশি ভলিউমে ট্রেড করা যাবে আবার বেশি ব্যালেন্স নিলেও কম লিভারেজের দরুন অতিরিক্ত ট্রেড নেওয়া সম্ভব না। তাই লিভারেজটা বুজে শুনে নেয়া উচিত।
-
এক কথায় বলতে গেলে লিভারেজ মুলত লোনের ন্যায়। আপনি চাইলে বেশি লিভারেজ নিতে পারেন আবার কমও নিতে পারেন। বেশি লিভারেজ নিলে অনেক কম ব্যালেন্স নিয়েও বেশি ভলিউমে ট্রেড করা যাবে আবার বেশি ব্যালেন্স নিলেও কম লিভারেজের দরুন অতিরিক্ত ট্রেড নেওয়া সম্ভব না। তাই লিভারেজটা বুজে শুনে নেয়া উচিত।