-
উপরের সব পরামর্শের সাথে একমত হয়ে বলছি আপনি ফরেক্স এ আসছেন কিভাবে? নিশ্চয় আপনার কোন ফ্রেন্ড এর সাহায্যে। টাকা উত্তোলনের প্রক্রিয়গুলো তার কাছ থেকে হাতে কলমে শিখে নিন। এটাই সবচেয়ে নিরাপদ। কারণ উপরের প্রক্রিয়গুলো আপনি নিজে নিজে করতে গেলে কোথাও ভূল হওয়ার সম্ভাবনা রয়েছে। তারচেয়ে বরং আপনার পাশের জনের হ্যাল্প নিন। ধন্যবাদ।
-
ফরেক্স থেকে আয় করা টাকা আপনি অনেক মাধ্যমে উঠাতে পারেন । পেজা, স্ক্রীল মাস্টার কার্ড ইত্যাদি মাধ্যমে। আপনি ফরেক্স থেকে দক্ষতার সাথে ট্রেড করলে অনেক আয় করতে পারবেন আর সে আয় উঠানোর ও অনেক মাধ্যম আছে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনি যা আয় করবেন তা একান্তই আপনার আর সেই টাকা উত্তোলনের জন্য আপনাকে অব্যশই বিশ্বাস যোগ্য একটি উইড্রো সিস্টেমের সাথে থাকতে হবে এবং আমার কাছে উইড্রো সিস্টেমের মধ্যে র্স্কিল ও নিটেলার সব থেকে বিশ্বাস যোগ্য আর আমার আয় আমি এই দুই টি মাধ্যমে উইড্রো করি।
-
এখানে একটি কথা হলো যে পেমেন্ট পদ্ধতিতে ডিপোজিট করবে সেটা দিয়ে ডলার বা প্রফিট উত্তোলন করতে হবে। এখন আমরা যারা ফোরাম পোস্টিং করছি তারা কিভাবে প্রফিট উত্তোলন করতে পারি। এখানে আমরা তো কোন ডিপোজিট করিনি। তাহলে যে কোন পেমেন্ট সিস্টেম এ কিভাবে তোলা যাবে।
-
প্রফিট উইথড্রো করার জন্য বর্তমান সময়ে অনেক সহজ,দ্রূত ও নিরাপদ সিস্টেম তৈরি হয়েছে৷এখন আমাদের ব্যাক্তিগত প্রত্যেকে নিজ নিজ বিকাশ একাউন্টের মাধ্যমে প্রফিটের টাকা উইথড্রো করে হাতে নিয়ে আসতে পারবেন৷এজন্য কিছু নির্ভরযোগ্য ভালো ই-কারেন্সী ডলার এক্চেন্জ ওয়ালেট অনলাইনে কাজ করছে৷তবে তাদের চার্জ একটু বেশিই নেয় কিন্তু মাত্র ৫/৬ মিনিটের মধ্যেই ডিপোজিট বা উইথড্রো করা যাচ্ছে৷বিভিন্ন পেমেন্ট মেথড-পেয়জা/নেটেলার/স্ক্রীল একাউন্ট থেকে>ই-ওয়ালেট একাউন্ট এবং সেখান থেকে> বিকাশ একাউন্ট৷
-
টাকা ওঠানোর জন্য ফরেক্সে অনেক ধরনের পেমেন্ট মেথড আছে । তার মধ্য স্ক্রিলকেই আমি বেস্ট মনে করি । অনেক গুলো পেমেন্ট মেথড থেকে সবচেয়ে ভালোটা বের করা কষ্টসাধ্য ব্যাপার হলেও রেপুটেড যে কোন একটা পেমেন্টে মেথড ব্যবহার করলেই চলে। টাকাা তোলার আগে একাউন্ট ভেরিপিকেশন করে নেওয়াটা জরুরী ।
-
আমার দেখা মতে বর্তমানে মোটামোটি সবাই স্ক্রীল এবং নেটেলার ব্যবহার করে থাকে টাকা উত্তোলন কিংবা বিনিয়োগের জন্য। আপনি যদি চান তাহলে সেগুলো আপনিও ব্যবহার করতে পারেন। আমি সবসময় স্ক্রীল ব্যবহার করে থাকি। কারণ স্ক্রীল অনেক সহজ আর স্ক্রীল থেকে ব্যাংকেও টাকা উত্তোলন করা যায়। আর আপনার যেহেতু ব্যাংক একাউন্ট নেই সেহেতু আপনি অনলাইনে বিক্রয়ও করে দিতে পারেন। বর্তমানে অনলাইনে স্ক্রীল এর চাহিদা অনেক আর ব্যাংক এর থেকে বেশি মূল্যও পাওয়া যায়।
-
আমি যতদূর জানি ফরেক্স থেকে টাকা ওঠানোর সবথেকে সহজ উপায় হল স্ক্রীল।বাংলাদেশ স্ক্রিল থেকে টাকা উঠানো সহজ।স্ক্রিল থেকে টাকা লেনদেনের জন্য বাংলাদেশে অনেক ডিলার বা লোক আছে।এছাড়াও বাংলাদেশের অনেক বানিজ্যিক ব্যাংক স্ক্রিল থেকে টাকা ট্রান্সফার করে থাকে।
-
আমি যতদূর জানি ফরেক্স থেকে টাকা ওঠানোর সবথেকে সহজ উপায় হল স্ক্রীল আপনি যদি চান তাহলে সেগুলো আপনিও ব্যবহার করতে পারেন। আমি সবসময় স্ক্রীল ব্যবহার করে থাকি। কারণ স্ক্রীল অনেক সহজ আর স্ক্রীল থেকে ব্যাংকেও টাকা উত্তোলন করা যায়। আর আপনার যেহেতু ব্যাংক একাউন্ট নেই সেহেতু আপনি অনলাইনে বিক্রয়ও করে দিতে পারেন। বর্তমানে অনলাইনে স্ক্রীল এর চাহিদা অনেক আর ব্যাংক এর থেকে বেশি মূল্যও পাওয়া যায়
-
ইনস্টাফরেক্স এ আপনি কয়েকটি মাধ্যমে আপনি আপনার প্রফিট উত্তোলন করতে পারেন। সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে স্ক্রিল। এছাড়া সরাসরি ব্যাংকের মাধ্যমে আমরা উঠাতে পারি। তবে একেক সিস্টেম এ একেক ধরনের সময় লেগে থাকে। আবার আপনি নেটেলার ও ব্যবহার করতে পারেন।