সবার ই কিছু প্রিয় পেয়ার থাকে। যে কণ কারন্সি তে ট্রেড করবে। যেমন অনেক আছেন যারা শুধু ডেমো ট্রেড করে যে কোন একতি পেয়ার এ দক্ষ হয়। আমি লাইভ ট্রেড ও gbpusd কারনেসি পেয়ার এ ট্রেড করি। কারন এই পেয়ার টি খুব ভালো ভাবে মুভ করে থাকে।
Printable View
সবার ই কিছু প্রিয় পেয়ার থাকে। যে কণ কারন্সি তে ট্রেড করবে। যেমন অনেক আছেন যারা শুধু ডেমো ট্রেড করে যে কোন একতি পেয়ার এ দক্ষ হয়। আমি লাইভ ট্রেড ও gbpusd কারনেসি পেয়ার এ ট্রেড করি। কারন এই পেয়ার টি খুব ভালো ভাবে মুভ করে থাকে।
আপনি যেহেতু নতুন তাই আমার ধারনা মতে বলব আপনি ইউএসডি জেপিওয়াই কারেন্সি পেয়ারে কাজ করতে পারেন। কারন এটার ট্রেন্ড সাধারণত একই দিকে থাকে এবং এর মুভ খুব কম হয়ে থাকে। আর তাছাড়া আপনি যে কোন কারেন্সি পেয়ারে ট্রেড করে লাভ করতে পারবেন । কারন আপনার যদি ট্রেডিং স্কিল ভাল থাকে, মার্কেটের চাহিদা মোতাবেক যদি চলতে পারেন, মার্কেটের ট্রেন্ড ধরে ও সাইকোলোজি বুঝে যদি আগাতে পারেন, তাহলে যে কোন কারেন্সি পেয়ারে আপনি ট্রেড করে ভাল প্রফিট নিতে পারবেন ।
যেকোনো পেয়ারেই আপনি লাভ করতে পারবেন আবার লসও করতে পারবেন৷ফরেক্স মার্কেটের লাভ-লস সম্পূর্ণ নির্ভর করে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার উপর৷আপনার ট্রেডিং স্ট্রাটেজি যতোই মজবুত থাকবে আপনি ততোই প্রফিট করতে পারবেন৷আপনার এই ট্রেডিং স্ট্রেটিজিকে তৈরি করতে এবং তা মজবুত করতে দীর্ঘদিন যাবত নিয়মিত প্র্যাকটিস করে করে পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে৷এরপর আপনি যেকোনোও পেয়ারে ট্রেড করবেন আপনার লাভ হবেই হবে৷তাই নির্দিষ্ট কোন পেয়ারে ট্রেড করলে আপনার লাভ হবে লস হবে - এটা কখনোই সঠিক নয়৷তবে প্রথমদিকে নতুন অবস্থায় মেজর পেয়ার-eur/usd,gbp/usd,usd/jpy ইত্যাদিতে প্র্যাকটিস করে করে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করুন৷
আরে ভাই ডেমো ট্রেড তো লস করার জন্যই। আপনি ডেমো ট্রেড এ যে লস গুলো করছেন কেন করছেন সেগুলো কি আপনি এনালাইসিস করেছেন। নাকি শুধু লস করেই বসে আছেন। আপনি যদি ডেমো ট্রেড এর লসগুলো ভাল করে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভূল কোথায়। ফরেক্স ট্রেডিং শেখার এটি একটি ট্রিক বলতে পারেন যে, নিজের করা ভূল থেকে শিক্ষা গ্রহন করতে হবে। যদি ভালভাবে লেগে থেকে অাপনি যদি ভূল গুলো সংশোধন করতে পারেন এবং আপনি বুঝে ট্রেড নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার বোধ হয় অন্য কারও কাছে যেতে হবে না।
নতুনদের এমনটা হয় চিন্তার কিছু নাই। এর একমাএ কারন তারা ঘন্টায় ৬-৭ টা ট্রেড ওপেন করে, যখন এমটি ৪ এর সামনে বসে তখনই এন্টি নেয়, মাকের্ট নিচে বা উপরে নামতে দেখলে এন্টি নেয় আরো অনেক কারন। আমি প্রথম দিকে এমনটা করাকে খারাপ মনে করি না কারন এমনটা করলে কখনো লাভ করা সম্ভাব নয় তা বুজতে এটা করতে হবে। এবার আসি মূল আলোচনায় এমনটা করলে আপনি কখনো লাভ করতে পারবেন না। আপনার যা করতে হবে দিনে ১ টা বা ২ টা ট্রেড নিতে পারেন সাপোর্ট রেসিটেন্স দেখে। আপনি প্রথম দিকে শুধু ইউরো ইউএসডিতে ট্রেড নিন।
আপনি যে ট্রেডিং সিস্টেম এ ট্রেড করছেন সেই ট্রেডিং সিস্টেম এ দেখেন কোন কোন পেয়ার এ আপনার ট্রেডিং সিস্টেম ভাল কাজ করে সেই সব পেয়ার এ ট্রেড করলে আপনি অনেক ভাল করতে পারবেন আর আপনি যদি এটা না জানেন কোন কোন পেয়ার এ ভাল কাজ করে তাহলে আপনি মেজর পেয়ার এ ট্রেড করতে পারেন কাজ মেজর পেয়ার প্রাই সব ট্রেডিং সিস্টেম এই ভাল কাজ করে
আমি সকল কারেন্সি পেয়ার এ ট্রেড নিই,আমার সব পেয়ার পছন্দ,কারণ আমি আমার কৌশল এবং সিস্টেম অনুযায়ী এন্ট্রি নিয়,আমি ভালো লেভেল হতে এন্ট্রি পেলে নিয়,তাই আমার কাসে সব পেয়ার সমান।
আপনাকে লাভ করতে হলে প্রথম যেটি করতে হবে তা হলো ট্রেডিং কৌশল এবং কিছু ইনডিকেটর সম্পর্কে ধারণা নিতে হবে তাহলে আপনি সব কারেন্সী তাই কম বেশি লাভ করতে পারবেন. যেমন আমি মুভিং এভারেজ এবং এম এ সি ডি ব্যবহার করি. আপনি এই দুটি ইনডিকেটর আপনার ডেমো একাউন্ট এ সেট করুন এবং দেখুন কখন মার্কেট উপরে যাই এবং কখন মার্কেট নিচে যাই. তখন ইনডিকেটর কোন পর্যায় ছিল. এটি একবার বুজতে পারলে আপনি ইনডিকেটর দেখে পরবর্তী ট্রেড কি করবেন বুজতে পারবেন.
ফরেক্স মার্কেটে অনেকগুলি কারেন্সি পেয়ার রয়েছে।এগুলোর মধ্যে কিছু জনপ্রিয় কারেন্সি পেয়ারও রয়েছে।যেমন জিবিপি/ইউএসডি,ইউরো/ইউএসডি,ইউরো/ জিবিপি,ইউএসডি/এইউডি ইত্যাদি।এ সকল জনপ্রিয় কারেন্সি পেয়ারগুলো মোটামুটি ভালই মুভ করে থাকে এবং এগুলো অনেক বিশ্বস্ত।একজন ট্রেডার হিসেবে আমি সবসময় এসকল কারেন্সিতে ট্রেড করে থাকি।
যে কারেন্সি পেয়ারগুলো যত দ্রুত মুভ করে তার প্রফিট তত বেশি।আপনি যদি দ্রুত প্রফিট আনতে চাই তবে এই দ্রুত মুভ করা পেয়ারগুলো ফলো করতে হবে।jpy পেয়ারগুলো মারাত্মক ভাবে মুভ করে।নির্দিষ্ট কারেন্সি পেয়ারে সবসময় ট্রেড সিগন্যাল পাওয়া যায় না।মার্কেট অনেক সময় সমান্তরাল ভাবে চলতে থাকে।তখন ট্রেড ওপেন করা অনেক বেশি ঝুকিপূর্ণ।এজন্য আগে আমাদের অনেক বেশি দক্ষ হয়েই ট্রেড করা উচিত।