-
আসলে ফরেক্স মার্কেট এ সফল হতে গেলে অনেক বেশি পরিশ্রম এবং সময় দিতে হবে এবং সফলতা অর্জনের জন্য আপনাকে নিদিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন: টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল এনালাইসিস এবং মানিম্যানেজম্যান্ট সম্পর্কে ভালমত জানতে হবে এবং নিদিষ্ট একটি স্ট্র্যাটেজি অনুযায়ী স্ট্র্যাটেজির সকল নিয়ম মেনে ডেমো ট্রেড করতে হবে। আমি আমার এই বেশ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে যা দেখলাম তাতে মনে হয় এই মার্কেট এ সবাই টিকে না থাকতে পারার প্রথম এবং প্রধান কারণ হল মার্কেট দ্রুত লাভের আশায় বড় ভলিয়মে ট্রেড করা বা এ বিষয়ের উপর জ্ঞান না থাকা।
-
আপনি অনেক ভাল কথা বলছেন ফরেক্স মার্কেট এ কিছু কিছু নিয়ম না মানলে আসলে ফরেক্স মার্কেট থেকে আপনি লাভ করতে পারবেন না তাই আপনাকে ফরেক্স মার্কেট এ নিয়ম করে ট্রেড করতে হবে আপনি ফরেক্স মার্কেট এ যত নিয়ম মেনে ট্রেড করবেন আপনি তত ফরেক্স মার্কেট এ লস কম করবেন আর লাভ বেশি করবেন যারা ফরেক্স মার্কেট এ নিয়ম মেনে ট্রেড করে না তারা ফরেক্স মার্কেট এ অনেক বেশি লস করে তাই নিজের ট্রেডিং সিস্টেম বুঝে ট্রেড করা উচিত
-
আপনি ফরেক্স মার্কেটে ব্যবসা করতে আসছেন ? তাহলে প্রথমে ধৈর্য ধারন করুন তার পরে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করুন এর পরে আপনি ডেমো একাউন্টে কম হলেও ০১ বছর কাজ করেন তারপরে আপনি মার্কেট সম্পর্কে কিছুটা ধারনা হবে । তাহলে আপনি এই মার্কেটে সফলতা অর্জন করতে পারেন । আপনাকে প্রতিদিন নিউজ দেখার অভ্যাস করতে হবে । আরো অনেক রকম ধারনা আছে যা বলে বা লেখে বুঝানো যাবে না ।
-
ফরেক্স মার্কেটে সফলতার মূল কারন হচ্ছে বেশি পরিশ্রম করা, যে যত বেশি পরিশ্রম করে সে তত বেশি এই মার্কেটে সফলতা লাভ করতে পারে । এই মার্কেটে সফল হতে হলে আপনাকে মার্কেট এনালাইসেস করতে হবে । আপনাকে মার্কেটের নিউজ দেখে ট্রেড করতে হবে । তাহলেই আপনি এই ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবেন । অন্যথায় আপনি এই মার্কেটে সফলতা অর্জন করতে পারবেন না ।
-
আমার মতে ফরেক্সের উপর ভাল করে জ্ঞান অর্জন করাই মূলমন্ত্র। তাহলে ফরেক্স মার্কেটে খুব সহজে সফল হওয়া যায়। ফরেক্স ট্রেডিং খুব কঠিন কিছু নয়। তবে না বুঝে ট্রেড করে থাকলে আপনি লসের মধ্যে পড়তে পারেন। সেজন্য আপনাকে আগে জনতে হবে। পরে জেনে বুঝে ট্রেড করতে হবে, তাহলে কিছুটা হলেও লসের সম্ভাবনা কমে আসবে।
-
ফরেক্স মার্কেটের সফলতার মূল হল দক্ষতা । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী সফলকাম হতে পেরেছে । ফরেক্সের সফলতার মূল অামরা সব সময় ধরে রাখার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা সফলতার জন্য অনেক ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব ।
-
এই কথাগুলোই বাস্তব সত্য৷ফরেক্স ট্রেডিং এর বেসিক থিউরীগুলো শিখতেই ৬ মাস যাবে৷তারপর নানা রকম লাল-নীল রঙ্গের ট্রেডিং স্ট্রেট্যাজীগুলো কালেক্ট করতে করতে আরোও ৬ মাস লাগবে৷কোন্ কোন্ স্ট্রেট্যাজী আপনার জন্য উপযুক্ত সেগুলোকে ডেমো প্র্যাকটিসে প্রয়োগ করে করে নিশ্চিত হতে সময় লাগবে ১ বছর৷তারপর আরোও ১ বছর সময় লাগবে রিয়েল ট্রেডিং করবেন সে্ন্ট বা মাইক্রো একাউন্টে৷এভাবেই ঠিক ৩ বছর নিয়মিত স্টাডির পর একজন আসল ট্রেডার হিসাবে নিজেকে তৈরী করা সম্ভব৷এর ব্যতিক্রম হলেই মার্কেটে টিকে থাকা ও লাভ করা খুব কঠিন,প্রায় অসম্ভব৷
-
ফরেক্স মার্কেট এ নিজের এনালাইসিস এবং বিভিন্ন সাইট এর এনালিস্টদের সাথে যদি মিলে যায় তাহলে প্রফিট করা সম্ভবনা বেশী থাকে। কারন আমার নিজের হয়তো ভুল হতে পয়ারে। কিন্তু দুই তিনজেনের একই ধরনের এনালাইসিস হলে অব্যশোই প্রফিট করার প্রবনতা বেশী হয়।
-
ফরেক্স সফলতার মেইন হচ্ছে ২ টা। পড়াশুনা অ্যান্ড ডেমো প্রেক্তিস।আপনি পড়ার পরে যখন ডেমো করবেন তখন আপনার ভুল গুলো ডেমোতে ধরা পরবে। তাই প্রচুর পড়াশুনা করতে হবে। যাহাই পরবেন টা ঠিক আছে কিনা টা জানার জন্য আপনা কে ডেমো ট্রেড করে দেকতে হবে আপনি পড়ে জা বুজেছেন তাহা ঠিক আছে কিনা। বা এটার ফলাফল কেমন।
-
ফরেক্স এ সফলতা পেতে হলে আপনাকে অবশ্যয় ধৈর্য্য ধরে ট্রেড অভিজ্ঞতা অর্জন করতে হবে। কারন ফরেক্স একদিনে শিখে ফেলারমত কোন বন্তু নয়। ক্রমাগত প্রাকটিস এবং এ্যানালিসিস করার মত ক্ষমতা অর্জন করতে পারলেই আপনি আস্তে আস্তে প্রফিট করতে পারবেন। আর যখন নিয়মিত প্রফিট করতে পারবেন তখনই বুঝবেন আপনি একজন ভাল ট্রেডার হতে পেরেছেন। কিন্তু ফরেক্স এমন একটি বিষয় এখানে লাভের পাশাপাশি লস হবেই। তাই লস করার মনমানসিকতা নিয়ে ফরেক্স ট্রেড শুরু করতে হবে।