-
আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ধারনা থাকে তাহলে খুব কম সময় এ আপনি ফরেক্স মার্কেট থেকে ভাল ইনকাম করতে পারবেন আর আপনার ভাল ধারনা না থাকলে ফরেক্স মার্কেট থেকে তেমন ভাল ইনকাম করতে পারবেন না। তাই কম সময়ে ভাল ইনকাম করতে হলে আপনাকে আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে হবে।
-
শর্টকার্ট কিছু বেশিরভাগ সময়ে খারাপ হতে পারে । তাই ম্যানুয়ালি ট্রেড করতে হবে । মনে রাখতে হবে যে ফরেক্সে একজন ট্রেডার হওয়া একদিনের ব্যাপার নয় । বরং এটা একটা প্রসেস । একদিনে নয় বরং স্টেপ বাই স্টেপ আপনি উন্নতি করতে পারবেন । এভাবেই একটা সময় গিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন । ফরেক্স মার্কেটে ধৈর্য্য ও পরিশ্রমের সঠিক সমন্বয় আপনাকে সফল করে তুলবে ।
-
আমার জানা মতে ফরেক্স মাকেট থেকে সহজে আয় করা যায় ফরেক্স থেকে আয় করতে হলে তবে অনেক পরিশ্রম করতে হবে ফরেক্স থেকে আয় করার জন্য আমি মনে করি ফরেক্স মাকেতে ধয্য ধারন করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে খুব সহজে আয় করতে পারবেন না তবে আস্পনি লস করবেন |
-
অল্প সময়ের মধ্যে আয়ের জন্য ফরেক্স মার্কেট নয়। আপনাকে অনেক বেশি ধৈর্য্য ধরে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। একটি ট্রেড ওপেন করার সাথে সাথেই যে আপনার লাভ হবে এমনটি নয়। এমনও হতে পারি একটি ট্রেড ওপেন করে আপনাকে দু’একদিন ও ধৈর্য্য ধরে অপেক্ষা করা লাগতে পারে। তাই ধৈর্য্য ধরে ট্রেড করতে থাকুন। ব্যালেন্স কম হলে যত পারেন কম লটে ট্রেড করুন। প্রয়োজনে.01 লটে ট্রেড করুন। মার্কেট আপনার ট্রেডের প্রতিকুলে গেলে ভয় পাবেন না। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করুন।
-
ভাই আপনি ফরেক্স থেকে আয় করতে হলে আপনি কম সময়ে ফরেক্স থেকে আয় করতে পারবেন না আপনাকে ফরেক্স মাকেটে থেকে দক্ষতা অজন করতে হবে তার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে | আপনি যদি দক্ষতা অজন করতে পারেন তবে আপনি ফরেক্স থেকে সহজে আয় করতে পারবেন |
-
অামরা যদি স্ক্যাল্পিং ট্রেড করি তাহলেই কম সময়ে অধিক অায় করার একটা রাস্তা খুলে দেয়া যায় । অামরা এজন্য দক্ষতা বেশী বেশী অর্জন করার চেষ্টা করব । যে ট্রেডার যত বেশী কাজহ করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা কম সময়ে বেশী অায় করতে যাব না তাহলেই অামরা বিপদে পড়ে যেতে পারি ।
-
আমার মনে হয় ফরেক্স এ কম সময়ে বেশি লাভবান হতে চাইলে আপনার মার্কেট এ্যানালাইসিস টা শতভাগ সঠিক হতে হবে। আপনি যদি মার্কেট এ্যানালাইসিস করে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন তাহলে অবশ্যই আপনি কম সময়ে অনেক বেশি আয় করতে পারবেন। তাই প্রথম কাজ হল মার্কেট এ্যানালাইসিস শিখা। মার্কেট এ্যানালাইসিস করে মার্কেট এর গতি-বিধি বুঝা।
-
ফরেক্স মার্কেট এ যেমন আয় দ্রুত করা যায়। তেমনি লস ও দ্রুত করা যায়। কারন সেদিন আমি ট্রেড দিলাম কয়েক ঘন্টা পরে দেখি আমার অনেক লস হয়ে গেছে। কিন্তু কোন সময় দেখলাম না যে আম্আর লস এর পরিবর্তে অনেক ডলার লাভ হয়ে আছে।
-
ভাই এখানে আপনি কম সময়ে যদি আয় করার চিন্তা করেন তাহলে বলব আপনি শর্ট টাইম ফ্রেমে ট্রেড করেন যেমন, একমিনিট, পাঁচমিনিট, পনেরো মিনিটের টাইমফ্রেমে । কারন এতে আপনার সময়ও কম লাগবে আর ট্রেডগুলোও খুব তাড়াতাড়ি ক্লোজ করতে পারবেন । সুতরাং আমার মতামত হল মানি মেনেজমেন্ট ঠিক রেখে সঠিক জায়গায় ট্রেড নিতে পারলে সময়ও কম লাগবে আর কম সময়ে আয়ও করতে পারবেন ।
-
ফরেক্স মার্কেট এ কম সময়ে আয়ের চিন্তা করলেই বিপদ। আপনি ধরে নিতে পারেন লস করবেন প্রচুর। ফরেক্স তারাতারি আয় করার জায়গা নয়। যদি তাই হতো দুনিয়ার সবার হাতে মিলিয়ন মিলিয়ন ডলার থাকতো। যদি ধৈর্য্য ধরে শিখতে পারেন এবং ভালভাবে ট্রেড শিখে অন্তত ২ বছর ডেমো প্র্যাকটিস করে আসতে পারেন তাহলে হয়তো আপনি ভাল আয় করতে পারেন তবে তার আগে কিছু করা সম্ভব। র্শটকাট তরিকার কোন সূত্র এখনও কেউ বের করতে পারেন নাই ফরেক্স এর জন্য।