ইকোনমিক কেলেন্ডার হচ্ছে বিভিন্নরকম বিষয় নিয়ে দেশের বিভিন তত্তর উপরে নির্বর করে যেটা বানানো হয় তাকেই ইকোনোমিক কেলেনদার বলা হয়ে থাকে। কেউ যদি ফরেক্স মার্কেটে ভাল করে এই বিষয়ে ভা জ্ঞান লাভ করে ফরেক্স ট্রেড করতে পারে তবে সে ফরেক্স মার্কেটে ভাল করবে।
Printable View
ইকোনমিক কেলেন্ডার হচ্ছে বিভিন্নরকম বিষয় নিয়ে দেশের বিভিন তত্তর উপরে নির্বর করে যেটা বানানো হয় তাকেই ইকোনোমিক কেলেনদার বলা হয়ে থাকে। কেউ যদি ফরেক্স মার্কেটে ভাল করে এই বিষয়ে ভা জ্ঞান লাভ করে ফরেক্স ট্রেড করতে পারে তবে সে ফরেক্স মার্কেটে ভাল করবে।
ইকুনোমি ক্যালেন্ডার হল ফরেক্স মার্কেটে সকল নিউজ গুলো সেই সাইটে প্রকাশ করা হয়। আমরা যারা ফরেক্স মার্কেটের সাতে জড়িত তাদের সাবাইকে ইকুনোমি ক্যালেন্ডার দেখে ট্রেড করতে হয় কারন এই নিউজ গুলো কখন কোন দেশের নিউজ প্রকাশ করবে সেটা আমরা এই নিউজ থেকে পেয়ে থাকি। আমাদের এই গুলো সম্পর্কে ভাল করে জ্ঞান অর্জন করতে হবে।
প্রত্যেক ফরেক্স ট্রেডার যারা ট্রেড করে প্রফিট করতে চায় তাদের জন্য ইকোনমিক ক্যালেন্ডার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । ইকোনমিক ক্যালেন্ডার দিয়ে মার্কেট এর বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ যা মার্কেট কে প্রভাবিত করতে পারে সে সব বিষয়ে ইকোনমিক ক্যালেন্ডার এর মাধম্যে জানতে পারবেন ।
ফরেক্স মার্কেটের ইকোনোমিক ক্যালেন্ডার ট্রেড করার জন্য একটা ভালো মাধ্যম । যে ট্রেডারগণ এই ব্যবসা করার জন্য ইকোনোমিক ক্যালেন্ডার সর্ম্পকে ধারণা রাখে তারাই শুধু ফরেক্স ব্যবসা দিয়ে সফলকাম হতে পারে ।
ফরেক্স মার্কেটে ইকোনমি ক্যালেন্ডার একটি গুরত্বপূর্ন বিষয় । নিউজের প্রিভিয়াস, ফরকাষ্ট সম্পর্কে ইকোনমি ক্যালেন্ডারে বিস্তৃত বর্ননা থাকে যেখান থেকে একজন ট্রেডার অতীত এবং ভবিষ্যত সম্পর্কে ধারনা লাভ করতে পারেন । আপকামিং নিউজের অ্যাকচুয়াল নির্ধারন করার জন্য ইকোনমি ক্যালেন্ডার হতে পারে একজন ট্রেডারের ফ্রেইন্ড গাইড ।
ফরেক্সে ইকোনোমিক ক্যালেন্ডার হচ্ছে অর্থনৈতিক পরিসংখ্যান।ইকোনোমিস্টরা নিয়মিত অর্থনৈতিক লেনদেন এবং অবস্থার পর্যালোচনা এবং বিশ্লেষন করে থাকে। তারা এসব অবস্থার বর্তমানের অবস্থা এবং ভবিষ্যতে কি হতে পারে তার পূর্ববর্তী ফোরকাস্টও তৈরী করে।আমরা ফরেক্স ক্যালেন্ডার হিসেবে ফরেক্স ফ্যাক্টরির অ্যাপস ব্যবহার করতরতে পারি।
ফরেক্স মার্কেটে আমরা ইকোনোমিক ক্যালেন্ডার বলতে মনে করি আগে এমন ঘটনা হয়েছিন তা আবার ঘটতে পারে তার উপরে নির্ভর করে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যা প্রফিট করা যায় তাকে আমরা ইকোনোমিক ক্যালেন্ডার বলে থাকি,ফরেক্স মার্কেটে আমাদের ট্রেডিং করার সময় ফরেক্স নিউজ দেখা দরকার।
আমি বলবো ফরেক্স মার্কেটে আমরা ইকোনোমিক
ক্যালেন্ডার বলতে মনে করি আগে এমন ঘটনা
হয়েছিন তা আবার ঘটতে পারে তার উপরে নির্ভর
করে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যা প্রফিট
করা যায় তাকে আমরা ইকোনোমিক ক্যালেন্ডার
বলে থাকি,ফরেক্স মার্কেটে আমাদের ট্রেডিং
করার সময় ফরেক্স নিউজ দেখা দরকার।
ফরেক্স জনতে হলে আমাদের ফরেক্সের ইকোনোমিক অবস্থা সম্পরকে জানা অত্যান্ত জরুরী।।। কোনো দেশের ইকোনোমিক অবস্থার উপর ভিত্তি করে সে দেশের অর্থননিতির পরিবর্তীত হয়।। সে সুযোগ টাকে কাজে লাগিয়ে ফরেক্সে মুদ্রা ব্যাবসা করা হয়।।।।
ফরেক্স মার্কেট ৫ দিন ৫ রাত একটানা খোলা থাকে৷মোট চারটি সেশনে প্রতিদিন ট্রেড হয়ে থাকে৷প্রতি সপ্তাহেই এই মার্কেটে নির্দিষ্ট তারিখ-সময় অনুসারে নির্দিষ্ট পেয়ারের উপর নিউজ প্রকাশিত হয়৷একেই ইকোনোমিক ক্যালেনডার বলে৷ফান্ডামেন্টাল এনালাইসিসের জন্য ইকোনোমিক ক্যালেনডার সর্বাধিক গুরুত্বপূর্ণ৷ট্রেড করার পূর্বে অবশ্যই এই ইকোনোমিক ক্যালেনডারের নিউজগুলো পর্যবেক্ষণ করতেই হবে৷