-
শক্তিশালী নিয়ন্ত্রিত এবং ভিক নিয়ন্ত্রিত। অভ্যন্তরে বিভক্ত কয়েকটি ধরণের ব্রোকার সিস্টেম রয়েছে, যেমন - ডিলিং ডেস্ক সিস্টেম, নন ডিলিং ডেস্ক সিস্টেম, স্টিপ সিস্টেম, ইকন সিস্টেম, মিমি সিস্টেম ইত্যাদি d , ছড়িয়ে ছিটিয়ে, বিভিন্ন শাখা অফিস রয়েছে, ডেমো / রিয়েল অনেকগুলি সার্ভার রয়েছে, বিভিন্ন প্রচারের অফার রয়েছে, রেফারেল সুবিধা রয়েছে, অনেকগুলি
-
ফরেক্স মার্কেটে আমরা ব্রোকারের সাহায্যেই ট্রেড করে থাকি। প্রধানত দুই ধরনের ব্রোকার রয়েছে ফরেক্স মার্কেটে এটা আমরা সকলেই কমবেশি জানি তার একটি হলো ডিলিং ডেস্ক ব্রোকার অপরটি হলো নন ডিলিং ডেস্ক ব্রোকার। এখানে ডিলিং ডেস্ক ব্রোকার মুলত মার্কেট মেকার হয়ে থাকে যেখানে ট্রেডাররা ট্রেড নিলে তার বিপরীতে ব্রোকার ট্রেড এ এন্ট্রি নিয়ে থাকে। তবে নো ডিলিং ডেস্কে এরকম এন্ট্রি নেওয়া হয়না। আমার কাছে নো ডিলিং ডেস্কে ইচিএন এ ট্রেড করে সুবিধা বেশি মনে হয়েছে। [IMG]http://forex-bangla.com/customavatars/690322717.jpg[/IMG]
-
আমি বহুবার মোবাইলের মাধ্যমে ট্রেড করেছি। যখন আমি বাড়ির বাইরে থাকি তখন তো আর কম্পিউটারের মাধ্যমে ট্রেড করার সুযোগ থাকে না। তাই তখন আমি আমার মোবাইল ফোন ব্যবহার করি। আর আমি মোবাইলে কোনরকম ঝামেলা খুজে পাই নাই। তবে হ্যা এটা সত্য কথা যে মোবাইলের থেকে কম্পিউটারে ট্রেড করা অনেক সহজ। কারণ তখন খুব সহজভাবেই সবকিছু করা যায়।
-
ফরেক্স মার্কেট এ ব্রোকার এর অভাব নেই। তবে এখানে কিছু ব্রোকার আছে যেমন মার্কেট মেকার ব্রোকার। আবার কিছু আছে ecn ব্রোকার। এই ব্রোকার গুলো আপনাকে সঠিকভাবে ক্যন্ডলস্টিক দেখাবে। আর মার্কেট মেকার ব্রোকার এ আপনি ট্রেড করে শান্তি পাবেন না। আসলে আপনি যেগুলো বললেন আমি সে সম্পর্কে শুনেছি কিন্তু ভালো ধারনা ছিলো না এখন হলো। আমি যতটুকু জানতাম তা হলো রেগুলেটেড ব্রোকার ভালো এবং ইসিএন এ ট্রেড একাউন্ট করলে স্প্রেড কম আরো অনেক সুবিধাও থাকে।
-
আমরা ফরেক্স মার্কেটে যে ট্রেড করি তার জন্য একজন মধ্যস্থতাকারী দরকার। আর সেই মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানই হলো ফরেক্স ব্রোকার। ফরেক্স ব্রোকার বলতে বুঝায় মধ্যস্থতাকারী। ব্রোকার বায়ার এবং সেলারদের মধ্যে মধ্যস্থতা করে থাকেন। অন্যভাবে বলতে গেলে, আমরা যে প্রতিষ্ঠানের আন্ডারে একাউন্ট খুলেছি এবং ট্রেডিং কার্যক্রম পরিচালনা করে থাকি সেই প্রতিষ্ঠানকে ব্রোকার বলা হয়ে থাকে'। ফরেক্স মার্কেটে দুই ধরনের ব্রোকার থাকেন। যথা-
১। ডিলিং ডেস্ক ব্রোকার
২। নন-ডিলিং ডেস্ক ব্রোকার
যে ব্রোকারগুলো নিজে ট্রেডিং না করে একজন বায়ারের বিপরীতে একজন সেলার খুঁজে দেন বা একজন সেলারের বিপরীতে একজন বায়ার খুঁজে দেন তাদেরকে ডিলিং ব্রোকার বলে। আবার যে ব্রোকারগুলো আপনার প্রতিটি এন্ট্রির একটি বিপরীত এন্ট্রি ওপেন করে থাকেন সেসব ব্রোকারকে নন-ডিলিং ব্রোকার বলে। এরা কোন ট্রেডারদের মধ্যে সমন্বয় ঘটান না, নিজেই ট্রেডারদের বিপরীত পক্ষ হিসেবে কাজ করে থাকেন।