-
না, ফরেক্স কোনো খেলার অংশ না। এটা একটা সিরিয়াস বিজনেস। এখানে আপনাকে ইনভেস্ত করে আনাল্যসিস করে ট্রেড করে প্রফিত করতে হবে। লস হলে আপ্নাকেই তা বহন করতে হবে। গেম হল সেটা যেখানে আপনি মজা করে কাজ করবেন এটা তো সেটা না। তারা আসলে সেভাবে মিন করে নাই আপনি জেভাবে ভাবছেন।
-
ফরেক্স কোনো গেইম নয়।কিন্তু আমি পারসনালি মনে করি ফরেক্স হচ্ছে গেম না এর একটা অংশ তার প্রধান কারন হোল গেইম হিসেবে নেয় তারা মার্কেটে বেশিক্ষন থাকে না।আপনি যদি ধর্য ধরে নিজের লোভ না করে মানি ম্যানেজম্যান রেখে এই ব্যবসার ট্রেড করতে পারেন।
-
ফরেক্স অবশ্যই কোন ধরনের গেইম নয় বরং এটা একটা ব্যবসা যার মাধ্যমে আমরা লাভবান হতে পারি । ফরেক্সে যারা গেইম মনে করেন মূলত তাদের কাছে ফরেক্স এর কোন সম্মান নেই । হয়ত তারা নিজেদের কোন স্বার্থর জন্য ফরেক্সকে গেইম বলছে । ফরেক্স একটা বৃহৎ ব্যবসা পৃথিবীব্যাপি যার দৈনিক লেনদেন হলো ৫.৫ ট্রিলিয়ন ডলার । আর এটাই ফরেক্স এর প্রধান বিশেষত্ব ।
-
যারা জ্ঞানগর্ভ মন্তব্য করেছেন এবং করেননি সবাইকে ধন্যবাদ। আমি আজও এর উত্তর এর জন্য ঘুরছি।
তবে মার্কেট কে ছেড়েও যাই নি। আছি সবার সাথে। দেখা যাক কোথাকার স্রোত কোথায় নিয়ে যায়।
-
আমার জানা মতে গেম খেলতে হলে কোন প্রকার এনালাইসিস করা লাগে না । কিন্তু ফরেক্স ব্যবসা করতে হলে টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ভাল ভাল ইন্ডিকেটর, ও বড় এমাউন্ট ইনভেষ্ট করা লাগে । তাহলে ফরেক্স গেম হলো কি করে ? ফরেক্স কখনো গেম হতে পারে না ।
-
মূলত ফরেক্স কোনো গেম নয় ফরেক্স একটা ব্যবসা। ট্রেডিং এর দক্ষতা জ্ঞান এবং কৈৗশলের উপর। হবে।কারন ফরেক্স ধৈর্য ও বুদ্ধির ব্যাবসা।প্রচুর কৈৗশল,পরিবর্তন,বৈদেশিক বিনিয়োগ বাজারের বিশ্লেষণ ইত্যাদি সম্পর্কে জানুন।আর নিজের মেধা,শ্রম আর ভাল কোন সিস্টেম দিয়ে খুব ভালো প্রফিট করতে পারেন।
-
ভাই এখানে আপনি ফরেক্সকে যদি গেইম মনে করেন তাহলে এটা গেইম। আর যদি এটাকে ব্যবসা মনে করেন তাহলে এটা ব্যবসা। কেননা এখানে যে যেভাবে এটাকে গ্রহন করবে ফরেক্স মার্কেট তাকে সেভাবেই সবকিছু প্রদান করবে। তবে আমি ফরেক্স মার্কেট সম্বন্ধে এতটুকুই বলতে পারি যে এটা কোন ধরনের গেইম নয়, এটা রিয়েল মার্কেট, এখানে ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে আসতে হবে।
-
আমার জানামতে ফরেক্স কোন ধরনের খেলা নয়। এটি একটি ব্যবসা যার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। তবে হ্যা কিছু কিছু ট্রেডার এটিকে খেলা ভেবে ট্রেড করে থাকেন কিন্তু দিন শেষে দেখা যায় তারা সারাদিন ভাল ট্রেড করে শেষের ট্রেডে সব ক্ষতি করে দেন। কিন্তু আপনি যদি তাদের মত ক্ষতি না করতে চান তাহলে আপনাকে অবশ্যই এইটিকে ব্যবসা হিসেবে ট্রেড করতে হবে। কারণ ব্যবসায়িরা সকল নিয়মকানুন মেনে এই ব্যবসায় ট্রেড করে থাকেন ফলে তারা মুনাফাও ভাল করে থাকেন।
-
আমিও বলি ফরেক্স হল একটা খেলা তবে এটা হল ধৈর্যের খেলা। যে ধৈর্য ধরে এর সাথে লেগে থাকতে পারবে সে অবশ্যই সফল হবে। প্রত্যেকটা ট্রেড থেকে আপনি হারতে বা জিততে পারেন। অবশ্যই মার্কেট সম্পর্কে আনাল্যসিস করে ট্রেড করতে হবে।
-
আসলে ফরেক্স কোন গেইম নয় এটি একটি লজিক্যাল ব্যবসা। যা করতে যথেষ্ট সময় দিতে হয় এবং পুরো ব্যপারটা ভালভাবে জেনে আয়ত্বে আনতে হয়। আসলে অনেক বড় বড় অর্থনীতি বিদরা এটাকে টাকা খেলা হিসাবে উপস্থাপন করেন। আসলে ঐ অর্থে এটা কোন গেইম নয় যা আপনি বুঝতে পেরেছেন। আসলে সব কিছুই একটা খেলার মত মনে করেন অনেকে যেমন : ব্যবসা, চাকুরি, যাই কিছু বলেন না কেন অনেকে খেলা মনে করেন এবং তারাই সাফল্য বেশী পায় এবং আয় করেন বেশী। যেকোন কিছুকে বেশী সিরিয়াসলি নিলেই সমস্যা।