-
ফরেক্স মার্কেট হলো অর্থ নির্ভর মার্কেট। এখানে তিন ধরনের এনালাইসিস রয়েছে। টেকনিক্যাল এনালাইসিস হলো সবচেয়ে গুরুত্বপূর্ন। এই টেকনিক্যাল এনালাইসিসের মাঝে সাপোর্ট এবং রেসিস্টেন্স দুটি মৌলিক ধারনা। যেহেতু এতা অর্থ নির্ভর মার্কেট তাই অর্থনীতির ভাষায় বলা যায় যখন চাহিদা ও যোগান একটি পয়েন্টে মিলিত হয় সেটাই হলো সাপোর্ট রেসিস্টেন্স। আপনার পোস্টের জন্য ধন্যবাদ।
-
আমরা যারা দীর্ঘদিন যাবত ফরেক্সে কাজ করছি তারা নিশ্চই তিনটি অ্যানালাইসিসের সাথে পরিচিত এর মধ্যে অন্যতম একটি হল টেকনিক্যাল অ্যানালাসিস,আর এই টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত মার্কেট প্রাইজের সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলের ডাটা নিয়েই তৈরী করা হয়। সাপোর্ট লেভেল বলতে মূলত সেই মার্কেট প্রাইজকে বুঝায় যার নিচে এই প্রর্যন্ত বা কিছু দিন যাবত নামে নাই তাকে,অপর দিকে রেজিস্টেন্স লেভেল বলতে সেই মার্কেট প্রাইজকে বুঝায় যার উপরে মার্কেট কিছুদিন যাবত উঠে নাই তাকে।
-
ফরেক্স মার্কেটে কারেন্সি উঠানামা করে তা আমরা বুযি ক্যান্ডেল স্টিক দেখে ক্যান্ডেল নিচে নেমে আসলে সেটাকে বলে সাপোর্ট লাইন মার্কেট উপরে উঠলে সেটাকে বলি রেজিসট্যান্স। আমরা সহজেই তা নির্নয় করতে পারি mt4 সফট্ওয়ারের জিগজাগ দিয়ে।এই ইন্ডিকাটারের মাধ্যমে নির্নয় করা সহজ হয়।
-
ফরেক্স মার্কেট এ আমরা ভিবিন্ন ধরনের এনালাইসিস এর সমন্বয়ে ট্রেড করি। সাপোর্ট এবং রেসিস্টেন্ট এরিয়া বলতে আমরা বুজি প্রাইস ইঙ্ক্রেসিং বা প্রাইস ডিক্রেসিং এর অবস্তা। সাপোর্ট এরিয়া মানে প্রাইস ইঙ্ক্রেসিং আর রেসিস্টেণ্ট এরিয়া মানে প্রাইস ডিক্রেসিং। সাধারণত সাপোর্ট এরিয়াতে থালে প্রাইস ঈঙ্ক্রেসিং আর রেসিস্তেণ্ট এরিয়া হলে প্রাইস ডিক্রেসিং নির্দেশ করে। এর থেকে আমরা ফরেক্স মার্কেট এর অবস্তা সম্পর্কে জানতে পারব এবং প্রপিট করবো।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ভিবিন্ন প্রকার এনালাইসিস ব্যাবহার করি। আমরা সাধারণত ফরেক্স মার্কেট এ তিন ধরনের এনালাইসিস ব্যাবহার করি। সাপোর্ট এবং রেসিস্টেঞ্চ হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর একটি অংস। এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ প্রাইস বারবে না কমবে সে বিসয়ে ধারনা পাই। এগুলোকে পোলো করে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি এবং ফরেক্স মার্কেট এ ট্রেড করে প্রপিট করি ভালোভাবে।
-
ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স একটি ভাল দিক এই সাপোর্ট দেখে মানুস ট্রেড করে এবং রেজিস্ট্যান্স দেখে ট্রেড ওপেন করে যেমন মার্কেট যখন সাপরটের কাছা কাছি জায় তখন মার্কেট প্রাইস যদি সাপরটকে ধাক্ষা দিয়ে ফিরে আসে তাহলে তখন একটি ট্রেড ওপেন করে আর রেজিস্ট্যান্স ।
-
টেকনিক্যাল এনালাইসিসের জন্য সাপোর্ট ও রেসিস্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সাপোর্ট এবং রেসিস্টেন্স নির্ধারণ এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কখন ট্রেডে ডুকবেন এবং কখন ট্রেড থেকে বের হবেন এবং কি পরিমান লাভ করবেন কিংবা লস হলেও তা কি পরিমান। অর্থাৎ ট্রেন্ড এনালাইসিস এর মাধ্যমে সাপোর্ট এবং রেসিসটেনস লেভেল নির্ধারণের মাধ্যমে সঠিক সময়ে ট্রেড ওপেন এবং ট্রেড ক্লোজ করতে পারবেন।
-
আসলে ফরেক্স মার্কেটে মানুষ বিভিন্ন কিছু এনালাইসিস করতে হয় টেকনিক্যাল এনালাইসিসের জন্য সাপোর্ট ও রেসিস্টেন্স খুবই গুরুত্বপূর্ণঅর্থাৎ ট্রেন্ড এনালাইসিস এর মাধ্যমে সাপোর্ট এবং রেসিসটেনস লেভেল নির্ধারণের মাধ্যমে সঠিক সময়ে ট্রেড ওপেন এবং ট্রেড ক্লোজ করতে পারবেন। এটা ফরেক্স মারকেতের জন্য খুবই গুরুত্বপূর্ণ
-
ধন্যবাদ আপনাকে । ট্রেডীং এর একটি গুরুত্বপুর্ণ বিষয় তুলে ধরার জন্য । সাপোর্ট রেসিস্টেন্ট সম্পর্কে অনেকের ই কোন ধারনা নেই । তাই তার পিভট পয়েন্ট ও বুঝতে পারে না । আপনি এই জিনিস টা শেয়ার করে অনেকের উপকার করলেন । আর সাপোর্ট রেসিস্টেন্ট সম্পর্কে বাংলায় ভাল কোন রিসোর্স ও নেই ।
-
সাপোর্ট এবং রেসিসটেন্স সম্পর্কে খুব ভাল ধারনা দিয়েছেন এই জন্য অনেক ধন্যবাদ জানাই । আসলে এই ব্যাপারটিই ফরেক্স ট্রেডিং এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি । কারন ব্যাংকগুলো এই সাপোর্ট এবং রেসিসটেন্স গুলো খুব বেশি কাজে লাগায়।