-
আমি কোন সাপ্তাহিক টার্গেট নিয়ে ট্রেড করি না। মাসিক একটা টার্গেট নিয়ে ট্রেড করে থাকি, কিন্তু সব কিছু নির্ভর করে মার্কেটের উপর, কারন মার্কেট ভাল থাকলে ১ সপ্তাহে টার্গেট পূরন হয় না হলে ১ মাসেও টার্গেট পূরন হয় না। আমার বর্তমানে তিনটি ট্রেড খোলা আছে মার্কেট আমার অনুকুলে আসলে এ সপ্তাহে ৫০ ডলার নিতে পারব বলে আশা করছি বাকিটা আল্লাহ ভরসা।
-
আমার কনো সাপ্তাহিক টার্গেট নেই,আমি এক জন লং টাইম ট্রেডার আমার টার্গেট হয়ছে মাসিক,আমি মাসিক ১০০০ পিপ্স ইনকাম করারা টার্গেট রাখি,অনেক সপ্তাহে এন্ট্রি নাওও নিয়ে থাকি,আমি ভালো ভাবে মার্কেট হতে কনফারমেশন ছারা মার্কেট এ ঢুকি না।
-
ভাই আগামী সপ্তাহে আমার মূল টার্গেট হলো আমি যে নিয়মে বা সে সিস্টেমে বর্তমানে এখানে ট্রেড করছি সেটাকে আরেকটু মোডিফাই করা, যাতে করে আমার প্রতিটি ট্রেড মানে বেশিরভাগ ট্রেডগুলোতে যেন সর্বাধিক প্রফিট নিতে পারি এখন বাকী (আল্লাহর) ইচ্ছা। তবে আমাদেরকে অবশ্যই সফলতার জন্য একটা টার্গেট নিয়ে কাজ করে যেতে হবে একমাত্র তাহলেই আসবে লাইফে পরিপূর্ণতা।
-
আমি কখনও টার্গেট নিয়ে ট্রেড করি না কারন টার্গেট নিলে অযথা একটা প্রেসার কাজ করে মনের মধ্যে যা থেকে পারফর্মেন্স খারাপ হয় এবং আমি সব সময় ব্যস্ত থাকি টার্গেট ফিলআপ করার জন্য। তাই আমি টার্গেট নিয়ে ট্রেড করি না আমি লং টাইমে ট্রেড করি তাই কোনও কোনও ট্রেড ৩/৪ মাসও চলে। আর আমি প্রফিট কম করি এবং চেষ্টা করি নিয়মিত করার জন্য। বেশী প্রফিটের চিন্তা করলে অনেক খারাপ ট্রেড ও চলে আসে যা থেকে হয় লস। আর লস মানেই রিকভার সুতরাং টার্গেট না রাখাই উত্তম।
-
টার্গেট নিয়ে ট্রেড করা ভালো। তবে পিপ্স শিকার টা হচ্ছে মুল বেপার। আমি দিনে টার্গেট রাখি ১০ পিপ্স। আগামি সাপ্তাহে আমার টার্গেট ৫০ পিপ্স। দিনে ১০ পিপ্স করে আসবে ইনশাআল্লাহ। আর নিউজ এর পর ট্রেড নিলে ১০ পিপ্স লাভ করা কোন বেপার না।
-
ভাই আমি ফরেক্স ট্রেডিং এ কখনোই টার্গেট নিয়ে কাজকরিনি। আমি প্রথম থেকেই এখানে লং টাইম ট্রেড করি। এবং এতে করে কোন টার্গেট নাই। তবে এখানে অনেকে আছেন যারা স্কালপিং করেন তারা হয়তো প্রতি দিন বা প্রতি সপ্তাহের একটা টার্গেট রাখেন যে সপ্তাহে বা দিনে কতো ডলার ইনকাম করবেন। তবে ভাই আমি ফরেক্স ট্রেডিং এ এখনো পুরোপুরি দক্ষ ও অবিজ্ঞ হতে পারিনি আর তাই আমার কোন সাপ্তাহিক টার্গেটও নাই। আমি লং টাইম ট্রেড করি এবং এতে ঝুঁকিও কম। ধন্যবাদ
-
আগামী সপ্তাহে আমি আরও ভালো কিছু জানতেও শিখতে চাই ফরেক্স থেকে।ভালো আরও কিছু ট্রেড করতে চাই। আগের চেয়ে একটু বেশী প্রফিট করতে চাই। বাজার দর দেখে এবং ভালো করে এনালাইসিস করে নতুন নতুন ট্রেড ওপেন করতে চাই। আগের চেয়ে একটু বেশী ট্রেড ওপেন করতে চাই
-
ভাই আগামী সপ্তাহে আমার টার্গেট হলো বর্তমানে আমার যে ট্রেডটি অপেন আছে সেটাতে প্রফিট নিয়ে পূর্বের আমার কিছু লস আছে সেগুলোকে রিকভার করা। এবং আগামী সপ্তাহটা হচ্ছে মাসের শেষ সপ্তাহ, তাই আমাকে আরও একটা প্রফিট ট্রেড ধরতে হবে। এটাই হলো আগামী সপ্তাহে আমার মূল টার্গেট। ভাই দোয়া করবেন।
-
আগামী সপ্তাহে আমার টার্গেট হল কিছু একটা করব । কিন্তু তার জন্য মার্কেট এ্যানালাইসিস করতেছি । আমরা ধৈর্য্যের সহিত এই ব্যবসা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা বেশী বেশী মার্কেটে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা ধৈর্য্যের সহিত ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । টার্গেট ফিলাপ হয়ে গেলে ঐ দিনের জন্য ট্রেড অফ করে রেস্ট নিন বা এনালাইসিস করুন। কারণ, ফরেক্সে শেখার শেষ নেই।
-
আমাদের প্রত্যেকের প্রচলন দৃষ্টিকোণ, এবং বাজারে তার বিশ্লেষণে দৃশ্য আছে, আর আমি তোমাকে নিয়ে অনেক ব্যবসায়ীদের সুপারিশ নির্বাণ হয় একটি ভাল জ্ঞান ছাড়া কেউ অনুসরণ করার পরামর্শ, কিন্তু এই সুপারিশের কয়েক সফল, আপনি চিহ্নিত এবং মুদ্রায় পাথ ও আচরণ জানতে বাজার বিশ্লেষকদের বিশেষজ্ঞদের অনুসরণ করতে হবে