-
এখানে আমদের বলতে ঠিক কাদের বোঝানো হয়েছে ঠিক বুঝতে পারছি না। তবে আমি বলব ফরেক্স কোন নির্দিষ্ট মানুষের, নির্দিষ্ট পেশার, বা নির্দিষ্ট জাতির জন্য সীমাবদ্ধ না। যেকোনো কেউ ফরেক্স করতে পারে । এর সেজন্য তার আলাদা কোন কয়ালিফিকেসন দরকার নেই । তাকে একটা দিক দিয়েই কোয়ালিফাইড হতে হবে, সেটা হচ্ছে ফরেক্স জানা । ফরেক্স সম্পর্কে জ্ঞান রাখা ।
-
ফরেক্স শুধু আমাদের জন্য নয়। ফরেক্স সবার জন্য।বৈদেশিক মুদ্রার ট্রেডিং প্রকৃত সংখ্যার তুলনায় বাজারে প্রত্যাশা আর নিউজে নির্ভরশীল না হয়ে ফরেক্স বিজনেসকরতে পারলে আয় করা সম্বভ বলে আমি মনে করি।কিন্তু কখনো কখনো নিউজ না দেখে ট্রেড করলে অনেক কঠিন হতে পারে আমাদের জন্য।ফরেক্স মার্কেট গতিশীল হওয়ার পূর্বে অবশ্যই কোন সিগন্যাল বা বার্তা দিয়ে থেকে।তাই নিউজ দেখে নিতে হয়।
-
স্বাধীন ও সার্বজনীন বিজনেস হলো ফরেক্স। তাই এতে সকলের স্থান সমান। তবে কথা হলো ফরেক্স নিয়ে যার অবাধ সাধনা ও প্রচেষ্টা থাকবে সেই এতে সফলতা লাভ করতে পারবে বলে আমি মনে করি।
-
অবশ্যই ফরেক্স আমাদের সবার জন্য। এ বিজনেস উন্মুক্ত এবং স্বাধীন। যে কেউ এ বিজনেসে যোগ দিতে পারে। তবে তাকে আগে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভাল ধারণা রাখতে হবে। ট্রেডিং শিখতে হবে। তারপর রিয়েল ট্রেড করে প্রফিট করেত পারা যাবে। আর ফরেক্স থেকে ভাল আয় করা সম্ভবম। এর জন্য অবশ্যই ট্রেডিং দক্ষতা এবং বিস্তর জ্ঞান অর্জন করা দরকার। ব্যাপারটা অবশ্যই পরিশ্রমসাধ্য।
-
হে ফরেক্স আমাদের সবার জন্য। ফরেক্স মার্কেট এটি আমাদের সবার জন্য এসেছে। আমরা সবাই এই মার্কেট থেকে ভালো ইনকাম করতে পারি। এইটি আমাদের অনেকের উপকার করে। এটা জেন সারাজীবন থেকে যায়।
-
হে ফরেক্স আমাদের জন্য ফরেক্স মার্কেট শুদু আমাদের জন্য বললে হবে না এই মার্কেট টি সবার জন্য । এই মার্কেট এ জইন করতে হলে আপনাকে ভালো করে ফরেক্স শিখতে হবে । ফরেক্স মার্কেট এ সবাই শিখে দুকে এবং অনেকে না শিখে ট্রেড করে এবং অনেক লস করে।
-
ফরেক্স অবশ্যই আমাদের জন্যে ভালো । এতে কাজ করে আয় করা যায়।
-
ফরেক্স শুধু আপনার আর আমার জন্য নয়্।এটি সবার জন্য
-
ফরেক্র সর্বপ্রথম ছিলো শুধু বিত্তবানদের জন্য কিন্ত বর্তমানে এটি সব শ্রেনীর মানুষই এটি করতে পারে। আমি একজন ছাত্র আমি পড়া লেখার পাশা পাশি এর থেকে টাকা উপারর্জন করি।
-
ফরেক্স সবার জন্য, শুধু দক্ষ আর পরিশ্রম দিয়া অনেক টাকা পাওয়া যায়, তাই আমারা সবাই ফরেক্স করি,